কথা দিয়েছিলাম এই পর্বে আপনাদের ডার্ক এবং ডিপ ওয়েবসাইট ভিজিট করা শেখাবো তাইতো আবারো টেকটিউনসসিতে ছুটে আসা.
বেশ কিছুদিন আগ পর্যন্তও ডার্ক ওয়েবসাইট নিয়ে বাংলাদেশের সাইবার জগতে কতো কথা শোনা যেত; কত্তো কি কৌতূহল জড়িয়ে আছে এই অজানা জগতে তার কি ইয়ত্তা আছে?
চলুন আপনার হাতের ঐ এনড্রোয়েড মোবাইল দিয়েই ঘুড়ে আসি সেই ডার্ক ওয়ার্ল্ডে.
সবার আগে আপনি গুগল প্লে স্টোর হতে Orbot নামের একটি অ্যাপস নামিয়ে নিন; আরও একটি অ্যাপস নামিয়ে নিতে পারেন যার নাম হলো Orfox (ঐচ্ছিক)।
এইবার মোবাইলের ডাটা কানেকশন অন করে Orbot ওপেন করুন; উপরের আইকন ক্লিক করে "Apps VPN mode" এক্টিভ করে নিন। এখন দেখবেন আপনার টর ব্রাউজার চালু হয়ে গিয়েছে.
এইবার মাঝের Brows আইকন ক্লিক করলে আপনার Orfox ব্রাউজার ওপেন হবে (যদি orfox ইনস্টল না করে থাকেন তবে আপনার মোবাইলের ডিফল্ট ব্রাউজার ওপেন হবে)। এইবার আরকি. আপনি আপনার কাঙ্খিত ডার্ক ওয়েবসাইট লিংকটি ব্রাউজারে এন্টার করেই হারিয়ে যেতে পারবেন কালো জগতে!
একটা কথা. এইটা কি সেইফ? যেহেতু আপনি ভিপিএন মোডে আছেন সেহেতু আপনি আপাত সুরক্ষিত কেননা প্রক্সি নিলে আপনার রিয়েল আইপি হাইড থাকে(যদিও প্রফেশনাল আইমিন পেইড ভিপিএন এনোনিমিটির ক্ষেত্রে সর্বাপেক্ষা নিরাপদ তথাপি সার্ফিং এর জন্য এতোটুকুই এনাফ তাই আপনাকে খুব বেশী দুঃশ্চিন্তা করতে হবেনা)।
Orbot ডাউনলোড লিংক গুগল প্লে স্টোর(শর্ট লিংক)→ http://adbilty.me/FflP5
Orfox ডাউনলোড লিংক গুগল প্লে স্টোর (শর্ট লিংক)→ http://adbilty.me/7gHjFM
চাইলে আপনি সরাসরি গুগল প্লে স্টোর হতেও ডাউনলোড করে নিতে পারেন।
(শর্ট লিংক ক্লিক করার নিয়ম→ লিংকে ক্লিক করে পেইজের নিচের দিকে ক্যাপচা পূরন করলে কিছুক্ষণ পর রিডাইরেক্ট হয়ে সরাসরি আপনি গুগল প্লে স্টোরে পৌছে যাবেন)।
শেষকথা→ ডার্ক ওয়েবসাইট কালো নয় বরং আপনি যদি সচেতনত হয়ে ভালো মনে ইন্টারনেট সার্ফিং করেন তবে আপনার জগত সর্বদাই আলোকোজ্জ্বল থাকবে নিশ্চিত।
ফেসবুকে আমাকে পেতে পারেন→Anonymous Hacker
আমি অ্যানোনিমাস হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়াল বিষয় →
হ্যাকিং এর হাতেখড়ি সিরিয়াল টিউন এর “যেকোন বাংলালিংক সীম কার্ড হ্যাকিং”