হ্যাকিং এর হাতেখড়ি-০১ IP এড্রেস হ্যাকিং

[আমার পূর্বের টেকটিউনস একাউন্ট'টিতে সমস্যা হওয়ায় নতুন এই একাউন্ট হতেই হ্যাকিং বিষয়ক আপডেট এবং টিউটোরিয়াল দেওয়া হবে; আশা করি হ্যাকিং এবং টেকনোলজি বিষয়ে আপনাকে উদ্বুদ্ধ ও যথাযথ পারদর্শী করে একজন আদর্শবান লীট হ্যাকার তৈরী করতে সক্ষম হবো। উল্লেখ্য চেইন টিউন হিসেবে পূর্বের ২ টি টিউটোরিয়াল আবার রিপিট করা হলো। ]

একজন প্রফোশনাল হ্যাকার হইতে গেলে আইপি এড্রেস সম্পর্কে জানা এবং অন্যের আইপি এড্রেস হ্যাক করে তা হতে তথ্য এবং উপাত্ত বের করা খুবই জরুরি (বোধকরি এটাই একজন হ্যাকারের প্রাথমিক কাজের মধ্যে অন্যতম)।
আপনি গুগলে গেলে My Ip address লিখলেই নিজের আইপি এড্রেস দেখতে পাবেন(IP= Internet Protocol)।
আপনার যেমন একটা নিজস্ব নাম এবং পরিচয় আছে ঠিক তেমনি ইন্টারনেট জগতেও আপনার পরিচয় হলো এই আইপি অ্যাড্রস; প্রত্যেকের জন্য এক একটি আইপি এড্রেস হলো ইউনিক নাম্বার উদাহনস্বরূপ একটি পাবলিক আইপি এড্রেস হলো 43.245.123.98 এইরকম আরকি!
তো এই আইপি এড্রেস হতে যেমনি আপনি ভিক্টিমের লোকেশন কিংবা যাবতীয় তথ্য জানতে পারবেন তেমনি ভিক্টিমের পিসি কিংবা এনড্রোয়েড মোবাইলও হ্যাক করতে পারবেন(যদিও কেবলমাত্র আইপি এড্রেস দিয়েই পিসি কিংবা কোন সিস্টেমকে হ্যাক করা যায়না কিন্তু IP এর সাথে সাথে আপনার মাথাতে একটু IQ থাকলেই সবকিছুই পসিবল)।
আসুন সবার আগে অন্যের আইপি এড্রেস হ্যাক করা শিখি.

আপনি সবার আগে আপনার ব্রাউজার হতে https://grabify.link/ ওয়েবসাইটে যান এবং যেকোন একটা লিংক (যেমন https://www.google.com কিংবা https://www.free.facebook.com ইত্যাদি) লিখে creat url বাটনটি প্রেস করুন(ক্যাপচা পূরণ করতে বললে ক্যাপচা পূরন করে নিবেন)। এইবার পরের পেইজে আপনি New URL পাবেন যেটা ভিক্টিমকে পাঠান(হতে পারে তা মেসেজের মাধ্যমে কিংবা অন্যভাবে)। তাকে এমনভাবে ম্যানুউপুলেট করুন যেন তিনি সেই লিংকে এন্টার করেন(এই যেমন বলুন, বাহুবলি 4 মুক্তি পেয়েছে.দেখতে লিংক ক্লিক করুন হি হি হি হি)। যদিও সবাই বোকা নয় তবুও হ্যাকিং শিখতে নিজেরই মেরিট আবশ্যক.সেটা পুরোটাই আপনার মন আর মাথার ওপর ডিপেন্ড করছে!

যাই হোক ঐ পেজেই আপনি নিচের দিকে আরেকটি Access Link পাবেন যেটা ক্লিক করলে আপনি ভিক্টিমের(যিনি আপনার পাঠানো লিংকে ক্লিক করেছেন) তার আইপি এড্রেস এবং সাথে সাথে লোকেশনও পেয়ে যাবেন।

উল্লেখ্য যদিওবা বাংলাদেশে রিয়েল আইপি ব্যবহারকারীর সংখ্যা কম তথাপি ওয়াফাই রেঞ্জের আইপি হতে একেবারে নিখুঁতভাবে আইপি হতে লোকেশন ট্রেস করা পসিবল হয়; আবার আপনার এই পাবলিক আইপি হতেও আপনার এনড্রোয়েড ফেসবুক আইডিও হ্যাক করা সম্ভব (ঐ যে বললাম IP এর সাথে সাথে একটু IQ প্রয়োজন)!
আচ্ছা. হ্যাকিং নিয়ে আরো কথা হবে অন্যদিন কেমন?
আল্লাহ হাফেজ

Level 0

আমি অ্যানোনিমাস হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ato olpo kore shikhale ki hacking shekha shomvob?Janento olpo bidda voyonkor.

    অল্প করে শেখালে সেটা ভয়ংকর সমস্যা হবেনা; বরং আমি যদি এতো লম্বা একটা টিউন করতাম যেমন আইপি এড্রেসের আক্ষরিক পরিচয়,ম্যাক এড্রেস বর্ণনা এবং এদের মাঝে পার্থক্য তারপর হ্যাকিং তবে অনেকেই টিউটোরিয়াল হতে কার্যত কিছু শিখতো পারতো কিনা সন্দেহ?! বরং অল্প অল্প করেই সহজসাধ্য কিছু কিছু নলেজ গ্যাদার করলেই একসময় হ্যাকিং আয়ত্তাধীন হবে সুনিশ্চিত।
    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

ধন্যবাদ।।।