কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালোই আছেন। টাইটেল দেখেই অনেকে বুঝে গেছেন যে আজকে কি বিষয়ে টিউন করতে যাচ্ছি। হ্যা আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক লাইট দিয়ে ফটো সহ ফ্রি ফেসবুক চালাতে হয়। চলুন শুরু করা যাক।
এই ট্রিক্সটা আমার কয়েকজন বন্ধুর ফোনে খুব ভালোভাবে কাজ করছে। এবং বর্তমানে আমিও চালাচ্ছি। আমি টিউন এর সাথে প্রুফ ও দিয়ে দিবো। আর হ্যা যারা জানেন বা চালাচ্ছেন তারা টিউন টি পড়েন সমস্যা নাই টিউমেন্ট থেকে বিরত থাকুন।
প্রথমে নিচে থেকে ফেসবুক লাইট মোড টা নামিয়ে নিন।
লিংকে গিয়ে ৫ সেকেন্ড অপেক্ষা করুন। স্কিপ এড(skip add) উপরে লেখা থাকবে ক্লিক করবেন তাহলেই ডাউনলোড লিংক পেয়ে যাবেন।
যারা বিডি আপলোড থেকে ডাউনলোড করা জানেন না তারা এই টিউন দেখুন
যারা জিপি ইউজার তারা নিচের মত করে apn সেটিং করে নেন। পূর্বে থেকে করা থাকলে লাগবেনা।
আমার মোড করা লাইটের ভার্সন হলো 75.0.0.37.188 তাই মোড ব্যবহার করতে না চাইলে এটা ব্যবহার করুন। গুগলে সার্চ দিয়ে নামিয়ে নিন।
দেখুন আমার জিপিতে কোনো এমবি নাই
এই দেখুন চলছে। স্ক্রিনশট ভিডিও টা থেকে নেওয়া।
রবি ইউজার রা নিচের মত apn সেটিং করে নিন। আর প্রথমবারে না চললে ডাটা ক্লিয়ার করবেন। আর ফোনের ডাটা অন অফ করবেন চলবে।
এই দেখুন আমার রবিতেও কোনো এমবি নাই।
চলছে ফ্রি
জানি অনেকেই বিশ্বাস করবেন না আর অনেকেই বুঝেন নাই তারা এই ভিডিও টা দেখেন সকল সংশয় দূর হবে।
আমি হাসান সরকার। Admin, Think After Infinity, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।