ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখুন, কোন থার্ডপার্টি সফটওয়্যার ছাড়াই!

ব্যক্তিগত ফোল্ডারের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি। অনেকে আবার এই কাজটি করতে বিভিন্ন থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করে। কিন্তু কোন সফটওয়্যার ছাড়াই আপনার ব্যক্তিগত ফোল্ডারকে সুরক্ষিত রাখতে পারেন। আমার আগের একটি টিউনে কমান্ড প্রম্পটের মাধ্যমে ফোল্ডার হাইড করার পদ্ধতি সম্পর্কে বলেছিলাম। কিন্তু এখন যে পদ্ধতি সম্পর্কে লিখছি, এই পদ্ধতি প্রয়োগ করে একই সঙ্গে ফোল্ডার হাইড এবং পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন।

নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে এখানে ক্লিক করে সম্পূর্ণ কোড কপি করে নিন
  • নোটপ্যাড খুলে কোডগুলো পেষ্ট করুন

lpswd.PNG

  • পেষ্ট করা কোডে উপরের ছবিতে দেখানো যায়গায় আপনার পছন্দের পাসওয়ার্ড টাইপ করুন
  • *.bat এক্সটেনশন দিয়ে সেভ করুন। অর্থাৎ সেভ করার পূর্বে ফাইলটির নাম (যে কোন) দেবার পর .bat (xxxx.bat) দিয়ে তারপর সেভ করুন
  • এবার যে ফাইল বা ফোল্ডার হিডেন করতে চান সেখানে সেভ করা ফাইলটি রাখুন
  • ফাইলটির উপর ডাবল ক্লিক করুন এবং দেখুন সেখানে Locker নামে একটি নতুন ফোল্ডার তৈরি হয়েছে
  • এখন আপনি যেসব ফাইল বা ফোল্ডার সুরক্ষিত রাখতে চান সেগুলো কপি করে এই ফোল্ডারে রাখুন
  • এরপর আবার *.bat ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং Y টাইপ করে Enter দিন
  • দেখুন Locker নামের ফোল্ডারটি গায়েব
  • ফোল্ডারটি ফিরিয়ে আনতে আবার *.bat ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং আপনার দেয়া পাসওয়ার্ডটি টাইপ করে Enter চাপুন
  • দেখুন Locker নামের ফোল্ডারটি আবার ফিরে এসেছে

এভাবে আপনার ব্যক্তিগত ফাইল বা ফোল্ডারকে একই সাথে পাসওয়ার্ড দিতে পারেন এবং লুকিয়েও রাখতে পারেন।

Level 0

আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

I didn’t try this………….But if it works then thumbs up for it.

মিথুন ,ভাই
অনেক অনেক ধ্যনবাদ,
অনেক সুন্দর একটি টিউন করার জন্য।

Level 0

lekha to copy kora jaina. Text akare den pls. dekhe tulte gele vul hoy.

ফাটাফাটি

িকন্তু ভাইয়া সমস্যা হেচ্ছ
*bat ফাইলিট েকউ িডেলট কের িদেল িক করা

কাজে দিবে ! সুন্দর জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ।

এমন ভাবে ফাইল বা ফোল্ডার হাইড করলে কারও ক্ষমতা নেই যে বের করবে।আমার ফাইল হাইড করার তেমন প্রয়োজন হয় না,তবে ভবিষ্যতে প্রয়োজন হলে এপদ্ধতি ব্যবহার করব।

এই পদ্ধতিটা অনেকটা ফেক ফোল্ডার সফ্টওয়্যার এর মত। সফ্টওয়্যার একি ভাবে কাজ করে। যাই হওক, যদি করও কাজে লাগে তবে ভাল।

ধন্যবাদ, সুন্দর জিনিস শেয়ার করার জন্য।

খুবই সুন্দর ধন্যবাদ।

ভাই একটা সমস্যা আছে, *bat ফাইল এডিট করে যেকেউ ই কিন্তু আপনার দেোয়া পাসোোয়ার্ড পেয়েযাবে। তাই এটা কোন কজে আসবেনা………….

মাঝে মাঝে ভাল কিছু শেয়ার করবেন। তাতে অনেকেই কিছু শিখতে পারবে। ধন্যবাদ ভাই।

Level 0

Darun Mr. Mithun. thank you very much.

এিট আমার অেনক কােজ আসেব, আপনােক আেনক ধন্যবাদ, আর আেনক িকছু েসয়ার করুন

ভাই Many, many many thanks……..!
This is a very impotent Tune for every one…….

কিন্তু ভাই windows দেওয়ার সময় কি Locker ফোল্ডারটি খুলে দিতে হবে,নাকি Lock অবস্থায় দেয়া যাবে।

কাজ হয়না ভাই । folder option থেকে hide protected operating system files এর বক্স থেকে টিক চিহ্ন তুলে দিলেই folder-টা দেখা যায়, খুলা যায়, ভিতরের file-গুলাও খুলা যায় । 🙁

আর .bat file-টা folder-টাকে শধু protected operating system folder-করে দেয়, password protected করে না । password দিয়া bat file-টা শুধু নিজেকেই protect করে ।

বস ধারুন হয়েছে। এতদিন ধরে এটাই খুজছিলাম।

vai. file ta kew delete kore dile fire pabo ki vabe ???

Level 0

khud mojar jinish .

Level New

উইনডোজ 7 এ কাজ করে না, হিডেন ফাইল শো করা আছে