হিডেন পাসওয়ার্ড দেখুন কোন সফটওয়্যার ছাড়াই+ বিশ্বকাপের গানগুলোর ভিডিও লিঙ্ক

এইতো কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের স্বপ্নের বিশ্বকাপ। হয়তো বাংলাদেশ টিম নিয়ে আমাদের প্রত্যাশা একটু বেশিই কিন্তু অঘটন ঘটতে কতক্ষন? আর সেই অঘটনের অপেক্ষাতেই আছি। আমার এই টিউন উৎসর্গ করলাম বাংলাদেশ ক্রিকেট টিম টাইগার বাহিনীকে।

তবে কিছু দুঃখ রয়েই আছে। একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম এমনঃ

আমরা কি আসলেই দেশ কে ভালবাসি? ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে খুনাখুনি করি,পতাকার শহর বানিয়ে ফেলি আর নিজের দেশ খেলছে, আমার দেশ বাংলাদেশ খেলছে অথচ তার কোন বহিঃপ্রকাশ দেখছি না। আমাদের লজ্জা বলে কিছু আছে? :@ :@

যাক এ বিষয়ে আর কিছু বলার নাই। 🙁

সবাইকি বিশ্বকাপের ভিডিও গানগুলো দেখেছেন? না দেখে থাকলে দেখে নিন। বিশেষ ধন্যবাদ রিফাত হোসেনকে।

মুল পোস্ট এখানে।

**********************************************************

এবার আসি টিউনের অন্য অংশে।
আমরা অনেক সময় ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড দেখার প্রয়োজন অনুভব করি। কিন্তু পাসওয়ার্ড সরাসরি দেখা যায় না। *** চিহ্ন দিয়ে হিডেন করা থাকে।

তো এই হিডেন পাসওয়ার্ড দেখতে পারেন একটা জাভা স্ক্রিপ্ট দিয়ে। জাভা স্ক্রিপ্টটা কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করে এন্টার দিন।

জাভা স্ক্রিপ্টটা পাবেন এখানে।
সরাসরি শো করছে না। তাই আপলোড করে দিলাম।

একটা সতর্কতাঃ পাসওয়ার্ড কখনও কপি পেস্ট করে লগ ইন করবেন না। একটু অলসতার জন্য পাসওয়ার্ড চলে যেতে পারে হ্যাকারের কাছে।

আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখান থেকে script টা install korle hiden password dekha jabe http://userscripts.org/scripts/show/22013

    নতুন জিনিষ জানলাম।
    ধন্যবাদ রাজিব ভাই।
    তবে অনেক সময় এটা নিজের ক্ষতি ডেকে আনতে পারে। 🙂

    তাই এখান থেকে বুঝে শুনে script install করা লাগে।

    Level 0

    vai sry apnar ta kaj kore na.

হাসান যোবায়ের ভাই আপনার টিউন আমার জটিল লাগে।বরাবরের মত এবার ও আসাধারন।ধন্যবাদ

“আমরা কি আসলেই দেশ কে ভালবাসি? ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে খুনাখুনি করি,পতাকার শহর বানিয়ে ফেলি আর নিজের দেশ খেলছে, আমার দেশ বাংলাদেশ খেলছে অথচ তার কোন বহিঃপ্রকাশ দেখছি না। আমাদের লজ্জা বলে কিছু আছে?”

আমরা বন্ধুরা কয়েকজন মিলে সকল প্লেয়ারের নাম লিখিয়ে [ মাশরাফি সহ, (সম্মান/ভালোবাসা প্রদর্শন হিসেবে) ] ১৬ টি পতাকা মেসে’র ছাদে টাঙানোর উদ্যোগ নিয়েছি। আগামীকালের মধ্যেই শেষ হবে সম্পূর্ণ কার্যক্রম।

    ও টিউনের জন্য ধন্যবাদ দিতে ভুলে গেছি। ধন্যবাদ…:)।

    তিতাস ভাই সত্যি বলছি আপনার মন্তব্য পড়ে মনটা ভরে গেল।
    দেশটা যে আমার নিজের!

ভালা লাগিলো……………………….

আচ্ছা কপি পেস্ট করলে সমস্যা কোথায়? বরং কী লগার থেকে বাচাঁ যায়!
আমি ভেবে বের করতে পারছিনা। একটু বলবেন কিভাবে হ্যাকার পাসসোয়ার্ড নেবে?

    কপি করার পর সেটা ক্লিপ বোর্ডে থেকে যায়। এক্ষেত্রে হ্যাকার জাভা স্ক্রিপ্ট দিয়ে সেই ক্লিপ বোর্ড দেখতে পারে।
    তাই সাধু সাবধান!

    তার জন্যে আরও সোজা উপায় আছে না! 😀

Level 0

এ রকম একটি পোষ্ট আশা করছিলাম। আজ পেলাম অনেক ধন্যবাদ।

শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য হাসান ভাই……………………………

Level 0

ধন্যবাদ

খুর ভাল টিউন, ধন্যবাদ।

জিটিল হাসান ভাই, সুন্দর হয়েছে। স্ক্রিপ্ট টা কালেকশন এ রাখলাম। জাভা স্ক্রিপ্ট এর মাধ্য ক্লিপ বোর্ড দেখার কোডটা ব্যাখ্যা করবে কি?

সরি জটিল

শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ !!!

কিছু দিন আগে টিউনটি করলে হয়তে আমার Gmail ID টা নষ্ট হতোনা।
যাক, তার পর কিছু হারিয়ে কিছু পেয়েছিতো। আর কখন হারার না।

হাসান যোবায়ের ভাই,
এই লিংকে আপনার মন্তব্য কামনা করি

https://www.techtunes.io/help-ask/tune-id/53193/

Level 0

ROCKING TUNE …
SORRY BANGLA LIKTA PARINA,NEW,
MY FIRST REPLY TO ANYONE.

Level 0

Vi amar gmail account hack kara hoyeche doya kare kau ki ata recovery dite parbe?

Level 0

er thekeo bhalo subidha hoy. java script kono kajei lage na.
firefox e
tools>options>security(tab)>saved passwords>show passwords>yes.