Termux হলো একটি অ্যানড্রয়েড অ্যাপ যা অনেকটা Linux -এর মতো কাজ করে । আমি আগের একটি পোস্টে আলোচনা করেছি যে লিনাক্স বেসড Operating System হলেও অ্যানড্রয়েডে কেনো লিনাক্স টুলগুলি কাজ করে না । যদি সেটা না পড়ে থাকেন তবে এখানে ক্লিক করুন ।
এবার Termux এ আসা যাক এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন । এটা অ্যানড্রয়েডকে পুরোপুরি লিনাক্স করে না কিছু টুল এতে কাজ করে । সেটাও অনেক কারণ আগে বেশি টুলস ছিলো না এখন যত দিন যাচ্ছে টুলস বাড়ছে । তো এই পোস্টে আমরা বেশি গভীরে যাবো না,
আচ্ছা আপনি আগে Termux ইনস্টল করে নিন । এবার অ্যাপটা ওপেন করে নিন, প্রথমবার ওপেন হতে একটু সময় লাগবে । এই অ্যাপটা পুরোপুরি কমান্ড নির্ভর । ভয় পাবেন না ব্যবহার করতে করতে শিখে যাবেন । কোনও অসুবিধা হলে আমি তো আছি, পোস্টের নিচে কমেন্ট করবেন ।
অ্যাপটি ওপেন হওয়ার পর আপডেট এবং আপগ্রেড করতে হবে । তাই কমান্ড লিখুন
apt update
এরপর এন্টার করুন দেখবেন আপডেট হবে । আপডেট হওয়ার পর আপনাকে আপগ্রেড করতে হবে । আপগ্রেড করার জন্য কমান্ড হলো
apt upgrade
এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখা দরকার দুটো কমান্ডকে এক সাথে run করাতে হলে && লিখতে হয় । যেমন ওপরের দুটি কমান্ডকে এক সাথে run করানোর জন্য একটি কমান্ড দিতে চাইলে সেটি হবে
apt update && apt upgrade
মোটামুটি এই ভাবে কমান্ড দিতে পারবেন । আপডেট ও আপগ্রেড-এর জন্য ।
আপডেট আর আপগ্রেড তো হলো এবার কিছু টুল ইনস্টল করা যাক আপনাদের জন্য একটা টুল বলছি ইনস্টল করুন আর মজা দেখুন ।
টুলটার নাম হলো htop এটি একটি সিস্টেম মনিটর তার মানে আপনার ডিভাইস-এ যা সব প্রসেস চলছে সব দেখাবে । তো ইনস্টল করার জন্য কমান্ড হবে
apt install htop
যদি কনফার্মেশন এর জন্য (yes/no) আসে তাহলে পুরো yes লেখার দরকার নেই y লিখে এন্টার করে দিলেই হবে htop ইনস্টল করার পর htop run করার জন্য জাস্ট
htop
লিখে এন্টার করে করে দিন এই স্ক্রিনটা খুব ভালো লাগে তাই এই স্ক্রিনটা মাঝে মাঝেই ওপেন করে দেখি।,😊😊
আচ্ছা আপনাদেরকে একটা কাজ দিচ্ছি htop যেভাবে ইনস্টল করে run করালেন সেই ভাবে আর একটা টুল ইনস্টল করে run করাবেন ।
সেই টুলটার নাম হলো cmatrix
এটা ইনস্টল করে দেখুন ।
এই গুলো সাধারণ কিছু জিনিস আজকে এই গুলোই করে দেখুন আস্তে আস্তে advabce লেভেলে যাবো । সাথে থাকবেন।
আমি কৌশিক পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।