আজ আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করছি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
ফেসবুক একাউন্ট হ্যাক যদিও একাধিক কারনে হতে পারে, তথাপি অধিকাংশ একাউন্ট হ্যাকের পেছনে সাধারনত ব্যবহারকারীর অদক্ষতা, উদাসীনতা, দুর্বলতা ইত্যাদি বিদ্যমান।
ফেসবুক একাউন্ট হ্যাক যদিও একাধিক কারনে হতে পারে, তথাপি অধিকাংশ একাউন্ট হ্যাকের পেছনে সাধারনত ব্যবহারকারীর অদক্ষতা, উদাসীনতা, দুর্বলতা ইত্যাদি বিদ্যমান। যে সকল বিষয়গুলি গুরুত্ব না দিলে ফেইসবুক আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে তা নিম্নরুপ:
১. অ্যাপ্লিকেশন পারমিশন
২. স্প্যামি ভিডিও লিঙ্কস
৩. ডাউনলোড নোটিফিকেশন
৪. ফেসবুক টিম থেকে আসা মেসেজ
উপরোক্ত ৪টি বিষয় ও এগুলো থেকে কিভাবে সুরক্ষিত থাকবেন তাই নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি।
Video Tutorial Link: Click Here
[টেকটিউনসে ভিডিও দেখাতে vUne এ গিয়ে আপনার ভিডিওটি আপলোড করে ভিডিও টিউন করুন]
১. অ্যাপ্লিকেশন পারমিশন
কুইজের উত্তর, গেইম অথবা অন্য কোন অ্যাপ্লিকেশন ইন্সটল এ আপনাকে পারমিশন দিতে হয়। এর মাধ্যমেই হ্যাক হওয়ার সম্ভবনা রয়েছে।
২. স্প্যামি ভিডিও লিঙ্কস
সেক্সুয়াল বা বিভিন্ন ধরনের লোভনীয় ভিডিও শেয়ার করে ফেসবুক একাউন্ট হ্যাক বর্তমানে স্প্যামারদের একটি ইফেক্টিভ পন্থা।
৩. ডাউনলোড নোটিফিকেশন
ভিডিও প্লে করতে গিয়ে যদি আপনাকে কোন প্রোগ্রাম (ফ্ল্যাশ প্লেয়ার ব্যাতীত) ইন্সটল বা কোন কোডেক আপডেট করার কথা নোটিফিকেশনে জানানো হয় তবে সাবধান, ভুলেও সে প্রোগ্রাম ইন্সটল বা সেই কোডেক আপডেট করবেন না।
৪. ফেসবুক টিম থেকে আসা মেসেজ
সেইফ মেসেজ শিওর না হয়ে কোন মেসেজের নির্দেশাবলী অনুসরন করবেন না।
৫. সুরক্ষিত থাকুন আপনি
একাউন্টে ফোন নাম্বার অ্যাড করুন এবং প্রাইভেসি Only Me করে দিন।
সিকুরিটি কোশ্চেন এর আনসার দেয়ার সময় ব্যাতিক্রমি কিছু দেয়ার দেয়ার চেস্টা করুন।
যাদেরকে আপনি পারসোনালি ভাল করে চিনেন শুধুমাত্র তাদেরকেই ফ্রেন্ড বানান, বাকিদেরকে রিমুভ করে দেয়াই ভাল।
টিউনটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। টিউনটি ভাল লাগলে শেয়ার করবেন। এই ব্যাপারে আরও কিছু জানার থাকলে টিউমেন্ট করবেন।
চাকরি সম্পর্কিত ওয়েবসাইট সময় হলে ঘুরে আসবেন।
আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।