আসসালামু আলাইকুম, আজকে আমরা দেখাব কিভাবে এক হাজার ভিউয়ার ফ্রিতে নিবেন। কিউকিউটিউব এটি আপনাদেরকে ফ্রি দেয় কিন্তু একটু ভিবেচনা করে দিয়ে থাকে। প্রতি দিন ৫০,০০০ হাজার ফ্রি ভিউ দিয়ে থাকে।চলুন শুরু করা যাক..
প্রথমে একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে।
কিউকিউটিউব সাইটে গিয়ে রেজিষ্টেশন করতে হবে।
রেজিষ্টেশন করার পর, ঐই অ্যাকাউন্টে গিয়ে Free View তে ক্লিক করতে হবে।
সেখানে আপনাকে তিনটি ধাপ Complete করতে হবে।
প্রথম ধাপঃ ইমেইলে দুটি মেসেজ আসবে, সেখানে গিয়ে লিংকে ক্লিক করতে হবে যতগুলো লিং আছে।
তাহলে দ্বিতীয় ধাপ ও Complete হয়ে যাবে।
৩য় ধাপেঃ http://twitter.com একাউন্ট থাকতে হবে। যদি না থাকে নতুন একটি http://twitter.com একাউন্ট খোলতে হবে। সেখানে গিয়ে user ID দিয়ে Complete করতে হবে। যদি না হয় ভিডিও টি দেখুন।
৪র্থ ঃ আপনাদে এইএম রোবটে ক্লি করে Complete করে। আপনার Youtube এর ইউরালটি এখানে পেস্ট করে Start করুন হয়ে যাবে। যদি না হয় বারবার Try করুন। অথবা একদিনপর try করুন।
যেগুলো থাকতে হবেঃ
2. টুইটার
আমি আহাদ আসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।