ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করুন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে দিয়ে

সুপ্রিয় টেকটিউনস বাসী,

সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন।সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি টিউন। আজকে আপনাদের জন্য দারুন একটি টিউটরিয়াল নিয়ে হাজির হলাম। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি যে কোন ওয়াইফাই এর Password বের করতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বলা কাজ শুরু করা যাক।

এই টিউন এ দুই ভাবে দেখিয়েছি

  • ভিডিও Toturial
  • Writing Tutorial

যেকোনো একটি দেখে শিখে নিন !

তাহলে চলুন ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে নেই !

যা যা ব্যবহার করেছিঃ

তাহলে চলুন লেখা টিউটোরিয়াল দেখে শিখে নেই !

১। প্রথম এ ES File Explorer ডাউনলোড করে ওপেন করে নিন

২। Root Explorer অন করে নিন

৩। তারপর ডিভাইস নামক ফোল্ডার এ যান

৪। তারপর নিচে DATA নামক ফোল্ডার এ অ্যাক্সেস করেন

৫। তারপর নিচে Misc নামক ফোল্ডার এ অ্যাক্সেস করেন

৬। তারপর নিচে Wifi নামক ফোল্ডার এ অ্যাক্সেস করেন.

৭। তারপর নিচে Wpa_suplicant.config  নামক ফাইল এ অ্যাক্সেস করেন

বেস কাজ শেষ এই ফাইল এর মধ্যে আপনার ডিভাইস এর সেভ করা ওয়াইফাই এর  Password পাবেন

কোন প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমি উত্তর দিতে যথাযথ  চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী টিউনে অন্য কোন বিষয় নিয়ে আবার আবার দেখা হবে!

My Youtube Channel:- Mines Of Tech

Find Me On Facebook:- IMRAN SHa

Level 0

আমি শোআইব ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 55 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সেভ করা পাসওয়ারড দেখতে এত কিছু করা লাগে না।

    জি ভাইয়া ! অনেক অয়ে আছে বের করার ! এই খানে একটা দেখিয়েছি