‘Cyber ​​71’ hacking Myanmar’s websites, সাইবার৭১ যুদ্ধ শুরু করেছে মায়ানমার এর সাইবার স্পেসে

 

মায়ানমার থেকে আমাদের আকাশ সীমানা অতিক্রম,  রোহিঙ্গা হত্যা বন্ধ না করা এবং মাফ না চাওয়ার জন্য 'সাইবার৭১' হ্যাকিং টিম হামলা চালিয়েছে তাদের সাইবাএ স্পেসে।

'সাইবার৭১' ববলেছে, তারা অতিক্রম করেছিলো আমাদের আকাশের সীমানা, আমরা অতিক্রম করেছি তাদের সাইবার জগতের সীমানা।

যেমন কুকুর, তেমন মুগুর ও হওয়া চাই।

সাইবার ৭১ হ্যাক করে চলেছ মায়ানমার এর সরকারী বিভিন্ন ওয়েবসাইট থেকে শুরু করে বড় বড় কোম্পানি ও।

'সাইবার৭১' এর কিছু ফেসবুক টিউন নিচে উল্লেখ্য,

মায়ানমারের উপর সাইবার আক্রমনের অংশ হিসেবে এবার ডাউন করে দেওয়া হয়েছে মায়ানমারের জাতীয় বাণিজ্যিক পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইটটি।

এর ফলে ওয়েবসাইট এবং এ সংশ্লিষ্ট সার্ভারের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

ওয়েবসাইটঃ http://www.myanmartradeportal.gov.mm

তারা অতিক্রম করেছিলো আমাদের আকাশের সীমানা, আমরা অতিক্রম করেছি তাদের সাইবার জগতের সীমানা।

মায়ানমারের উপর সাইবার আক্রমনের অংশ হিসেবে এবার মায়ানমারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং

খাদ্য এবং ঔষধ প্রশাসনের অফিশিয়াল ওয়েবসাইট ডাউন করে দেওয়া হয়েছে। এর ফলে সাইট গুলোর সংশ্লিষ্ট সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

Ministry of Electricity and Energy, Myanmar

Website: http://www.energy.gov.mm

Food and Drug Administration, Myanmar

Website: http://www.fdamyanmar.gov.mm

 

Cyber71 Facebook Page : http://www.facebook.com/Cyber71Official/

 

এখান থেকে সাইবার ৭১ এর সম্পূর্ণ হ্যাকিং বিষয়ে প্রতিবেদন দেখুন।

লিংক : https://youtu.be/F-0nD_cyKYI

Level 0

আমি মুজাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস