Facebook আইডি হ্যাকিং ইস্যু এবং Countermeasure

সাইবার সিইউকিউরিটি টাইপ কোন ব্যাপার নিয়ে আলোচনা করতে গেলেই প্রথম প্রশ্ন হল "ভাই ফেসবুক হ্যাক করে দিবেন?প্লিজ লাগে ভাই।আপনার মোবাইলে ১০টাকা ফ্লেক্সি একদম নগদে" দুঃখের বিষয় হল এই দশ টাকার অফার বুকে পাথর চেপে খুব কষ্ট নিয়ে ফিরিয়ে দিতে হয় 🙁

অনেকেই বলেন "আমার ফ্রেন্ড আছে। যে কোন আইডি হ্যাক করতে পারে" কিন্তু যতবারই আমার আইডি দিলাম তারপর থেকে তাদের নিখোঁজ পেলাম। উপরের দুটি ঘটনা আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি এবং ফেসবুক সংশ্লিষ্ট বিভিন্ন সাইবার ক্রাইম নিয়ে ঘাটি তবে যা দেখতে পাই তা হল,

সাধারণত ফেসবুক আইডি হ্যাক হয় কারও বিশ্বাসকে হ্যাক করে। অর্থাৎ একজন বিশ্বস্ত ব্যক্তি আপনার ব্যাপারে অনেক কিছুই জানে বিধায় সে পাসওয়ার্ড রিসেট দিয়ে ফেলতে পারে (সেই ব্যাপারে জিজ্ঞেস না করাই ভাল)। নিজের পুরো জন্মদিন সাথে জন্মসাল পাবলিক না করাই ভাল। জন্মদিন ফ্রেন্ডস দিয়ে রাখতে পারেন তবে জন্মসাল নয়।

এতে করে ভাইয়া/আপুরা আপনাদের জন্মসাল দেখে কেউ ফ্রেন্ড রিকুয়েস্ট দিবেনা। যত এঙ্গেল থেকে ছবি তোলেন আপনাদের বয়স ভাল মতই বুঝা যায় (যদি এডিট না করেন)। এছাড়া যেই পরিমাণ কথা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করেন তাতে আপনাদের গোপন কিছু জানতে আইডি হ্যাক না, একটু মাথা খাটালেই হবে 😐

এছাড়াও আমরা দেখেছি যে কারও মোবাইল চুরি হওয়ার পর অনেক সময় শিক্ষিত চোর হলে তারা ওই মোবাইলের মালিকের ফেসবুক আইডি ব্যবহার করে অনেক স্পর্শকাতর ইনফরমেশন হাতিয়ে নিয়ে হুমকি দিচ্ছে। সুতরাং এখানে আপনি যা করতে পারেন তা হল মোবাইল চুরি হওয়ার সাথে সাথেই ফেসবুকের পাসওয়ার্ড পাল্টে ফেলতে পারেন এবং Log me out of other devices টাইপ একটা অপশন আছে সেখানে ক্লিক করে দিতে পারেন।

কিন্তু মাঝে মাঝে আবার বন্ধু-বান্ধবদের হাতে মোবাইল রেখে যাওয়া অথবা নিজের ল্যাপটপ লক করে না গিয়ে কোথাও গেলেও অনেক সমস্যা হয়! তবে আইটি সেক্টরে অজ্ঞতার জন্যও অনেক বিপদ হয়। এখন এই ব্যাপারে আপনার নিজেরই ব্যাসিক জ্ঞান অর্জন করতে হবে।

my facebook id:- https://www.facebook.com/hsf677

ধন্যবাদ

Level New

আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস