কারো girl Friends অথবা Boy Friends অথবা ধরুন আপনার পরিবারের ছেলে মেয়ে আজকাল smart phone ব্যবহার করে। আপনি কি জানেন আপনার আপনজন online কি করে।কার সাথে chat করে কি ভিডিও শেয়ার করে।আপনে হয় তো জানেন না? আজ আমি আপনাদের এমন একটি মোবাইল software দিবো যা দিয়ে সহজেই আপনে আপনার আপন জনকে মনিটরিং করতে পারেবেন কোথায় আছে, কি করে।
একটি ফোনেই হোয়াটসঅ্যাপ ব্যবহার না করে এবার একটি নম্বর দিয়েই দু’টি ফোনে অ্যাপ চালু রাখা যাবে। হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়ার সময় নিজে থেকেই চেক করে নেয় কোথাও সেই নম্বরটি ব্যবহার হচ্ছে কিনা। তবে একটা পদ্ধতিতে একই নম্বর ব্যবহার করে দু’টি ফোন থেকে হোয়াটসঅ্যাপ চালু রাখতে পারা যায়। এর জন্য শুধু দ্বিতীয় ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সেই ফোনটিতে সিম কার্ড থাকারও দরকার নেই।
আপনার যদি বুঝতে অসবিধা হয় তাহলে নিচের ভিডিওটি দেখুনঃ
জেনে নিন কীভাবে-
১। প্রথমে নিজের ফোনের ব্রাউজারের ‘রিকোয়েস্ট ডেস্কটপ সাইট’ অপশন অন করুন।
২। ফোনের ওয়েব ব্রাউজার খুলে https://web.whatsapp.com/-এ যান।
৩। সেখানে একটি কিউআর কোড দেখতে পাবেন।
৪। যার হোয়াটসঅ্যাপে নজরদারী চালাতে চান তার ফোনটি সুযোগ বুঝে কিছুক্ষণের জন্য সরিয়ে নিন।
৫। ওই ফোনটির হোয়াটসঅ্যাপ খুলে মেনুতে গিয়ে ‘হোয়াটসঅ্যাপ ওয়েব’ সিলেক্ট করতে হবে। সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে যাবে।
৬। এবার আপনার ফোনের কিউআর কোডের উপরে দ্বিতীয় ফোনের ক্যামেরাটি ফোকাস করে ধরুন। কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনের কিউআর কোড দ্বিতীয় ফোন রিড করে নেবে।আপনার কাজ প্রায় শেষ। কিউআর কোড অ্যাকসেস হয়ে গেলেই কেল্লাফতে।
দ্বিতীয় ফোনের যাবতীয় এবার আপনার নখদর্পণে এসে যাবে। আপনি জানতে পারবেন কার কাছে কী টেক্সট, কী ছবি যাচ্ছে কিংবা কোথা থেকে কী আসছে।
আমি শুয়াইবুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।