আসসালামু আলাইকুম
আমার এক বন্ধু দীর্ঘ চার বছর হ্যাকিং,ক্রেকিং,কার্ডিং,লাইভ হ্যাকিং,এডভান্স হ্যাকিং আরোও অনেক বিষয় নিয়ে ঘাটাঘাটি করে বুজতে পারছে যে সে আসলে হ্যাকার,ক্রেকার বা এইরকম অন্যকিছু হইতে চায় না। আসলে এইসব বিষয় জানার তার প্রচুর আগ্রহ কিন্তু করার আগ্রহ নেই।যদিওবা সে এই চার বছরে অনেক কিছুই করছে।
তাই আগে ঠিক করুন যে আপনার আসলে এইসব বিষয় জানার ইচ্ছা নাকি করার ইচ্ছা। কারণ করতে গেলে যতক্ষণ করতে পারবেন না ততক্ষণ চেষ্টা করেই যেতে হবে। আর জানার বিষয়টি হচ্ছে জানাটা সহজ করার তুলনায়। কেউ বড় কোনো গ্রুপের এডমিন, মড অথবা ক্রু কিন্তু তলিয়ে দেখলে দেখা যাবে তারা ভাল মত প্রোগ্রামিং টাও ভাল মত পারেন না। web application বাদ দিয়ে কয়জন এডমিন বা মেম্বার কোনো ভাইরাস বানাইছে? কয়জন আছে যে ওয়েবসাইট হ্যাকিং বাদে অন্য হ্যাকিং গুলো করে?
আজকে আমি হ্যাকিংয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের অনেকেরই অনেক ভুল ধারণা আছে অনেকেই আবার মনে করেন যে তিনি যা জানেন তাই সঠিক আর অন্যরা যা জানে তা ভুল।কিন্তু এটা আসলে ভুল ধারণা।
আসলে আপনি কোন সংজ্ঞাটা মেনে চলতেছেন তার উপরেই সব কিছু নির্ভর করে।একটা জিনিসেরই বিভিন্ন সংজ্ঞা আছে এবং আছে অনেক ব্যাখ্যা। আপনার প্রশ্ন দেখেই বুজা যাবে যে আপনি হ্যাকিং এর কোন লেভেলে আছেন। নিশ্চই একজন ফাস্ট লেভেলের ব্যক্তির প্রশ্ন আর একজন লাস্ট লেভেলের ব্যক্তির প্রশ্ন এক নয়। নিশ্চই ওয়েব সাইট কিভাবে হ্যাক করে আর ডার্ক ওয়েবের ওয়েব সাইট কিভাবে হ্যাক করে প্রশ্ন দুইটি এক নয়। বাগ কি আর বাগ আর ভুলনেরাব্লিটির মধ্যে তফাৎ কি এই প্রশ্ন দুইটিও এক নয়।
প্রোগ্রামিং না জেনেও কিন্তু অনেক হ্যাকিং করা যায় আবার কিছু হ্যাকিং আছে যে গুলো করতে প্রোগ্রামিং লাগবেই।গুগল করে বের করুন প্রোগ্রামিং না জেনেও কোন কোন হ্যাকিং করা যায় আর কোন গুলো করতে প্রোগ্রামিং লাগবেই।
অনেকে বলবেন হ্যাকিং একটি প্রক্রিয়া যেখানে কেউ কোন বৈধ অনুমতি ছাড়া কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। কিন্তু হ্যাকিংয়ের যে আরোও সংজ্ঞা আছে তা কি জানেন? আপনি কি জানেন কোন কিছুর বা কোন সিস্টেমের ফিচার মোডিফাই করা হচ্ছে হ্যাকিং। http://whatishacking.org/ এইখানে গিয়ে দেখে আসুন।
নিউফাইট বা নুব : এরা হ্যাকিং শিক্ষার্থী। এরা হ্যাকিং কেবল শিখছে। অন্য অর্থে এদের বিগিনার বা নিউবি বলা যায়। এটা হয়ত আপনি বলবেন কিন্তু রয়েছে আরোও ব্যাখ্যা। একজন লিট হ্যাকারও নুব হতে পারে কারণ নুবরা হ্যাকিংয়ের শিক্ষার্থী। এখন কোন লিট হ্যাকার এখনও হ্যাকিং শিখছে তাইলে তাকেও একজন নুব বলা যাবে।
লিজেন্ড শব্দটির বেশ কয়েকটি অর্থ রয়েছে। যেমনঃ সাধুকাহিনী, পৌরাণিক কাহিনী,রূপকথা, কিংবদন্তী ইত্যাদি।
আমরা সচরাচর বিভিন্ন জায়গায় লিজেন্ড শব্দটি দেখতে পাই। এই শব্দ দ্বারা যে কোনো কাজে-কর্মে বিখ্যাত বা শ্রেষ্ঠ তাদের বিশেষায়িত করা হয়। সাইবার স্পেসে কেউ অনেকদিন ধরে আছে অনেক কিছুই জানে সাইবার স্পেসের তাইলে তাকেও একজন লিজেন্ড বলা যাবে। আবার অনেক লিট হ্যাকারও লিজেন্ড নয় এমনকি অনেক লিজেন্ড আবার হ্যাকার নয়।তবে কিছু লিজেন্ডারি হ্যাকারও রয়েছে যারা লিজেন্ড + হ্যাকার।
সাইবার হামলা বলতে কি বুঝায় তা আমরা অনেকেই জানি না। কয়েকটা গভ সাইট ডিফেস মারলেই ওইটা সাইবার ওয়ার হয়না। জনাথন জোসেফ জেমস আমেরিকার গভরমেন্টের হাই প্রোফাইল সিস্টেম হ্যাক করেন। এছারাও নাসার কম্পিউটার সিস্টেম হ্যাক করে প্রায় ১.৭ মিলিয়ন ডলারেরও বেশি সফটওয়্যার চুরি করেন।
Morris Worm নামে এই ওয়ার্মটি মরিস ছাত্র অবস্থায় লিখেছিল। এই ওয়ার্মটি কম্পিউটারে প্রবেশ করে স্লো করে ফেলে এবং একপর্যায়ে বাবহারের অযোগ্য করে তলে। Morris Worm ১০০+ কম্পিউটারের সব তথ্য নষ্ট করে দেয়, উইকিলিক্স বিভিন্ন দেশের গোপন তথ্য, ফোন টেপ করে,কেভিন মিটনিক কর্পোরেট সিক্রেট হ্যাকিং, ফোন নেটওয়ার্ক হ্যাকিং করে এইগুলা সাইবার এটাক। সাইবার এটাক যে অনেকেই মিলে করতে হবে এমন কোন মানে নেই শুধু একজন পক্ষেও সাইবার এটাক করা সম্ভব।
কম্পিউটার, নেটওয়ার্ক ইনফরমেশন, আর ইলেক্ট্রনিক্স এর যাবতীয় অংশ বিশেষ হচ্ছে সাইবার। সাধারণত ইন্টারনেট জগতটাকে সাইবার বলা হয়।
নুব,লিট,হ্যাকার,লিজেন্ড,ল্যামার,সাইবার এবং আরোও বেশকিছু তথ্য নিয়ে যেই জগত তাই সাইবার জগত।
অনেকে মনে করে সাইবার সিকিউরিটি মানে কম্পিউটারের নিরাপত্তা।আসলে সাইবার সিকিউরিটি মানে হচ্ছে তথ্যের নিরাপত্তা।
তথ্যের ওপর থ্রেটকে সিকিউরিটি থ্রেট বলে।
সিকিউরিটি স্পেশালিস্ট এমন লোক যে একজন সিকিউরিটি এক্সপার্ট। যে সিকিউরিটি দেয় সেও সিকিউরিটি এক্সপার্ট আর যে সিকিউরিটি ভাংগে সেও সিকিউরিটি এক্সপার্ট।তাই একজন হ্যাকারও একজন সিকিউরিটি স্পেশালিস্ট হতে পারে।
সাইবার ক্রাইম বলতে ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধ করা হয়, তাকেই বোঝানো হয়েছে |
একজন হ্যাকার সিকিউরিটিকে আরোও শক্তিশালী করতে পারে আবার ভেংগেও ফেলতে পারে।তবে একজন ক্রেকার শুধু সিকিউরিটি ভাংগে সিকিউরিটি শক্তিশালী করেনা।
http://www.blackhat.com/us-15/training/advanced-infrastructure-hacking.html
যতক্ষণ আপনি ভালো মত গুগল সার্চ করে আপনার প্রয়োজনীয় তথ্য বা আপনার যা প্রয়োজন তা বের করতে পারবেন না ততক্ষণ আপনার হ্যাকার হওয়ার কোন অধিকার নাই। network routers আর switches কি? firewalls কি? নেটওয়ার্কিং কি?কম্পিউটার ক্রেকিং কি? কম্পিউটার নেটওয়ার্ক কি? Reverse Engineering কি? কর্পোরেট সিক্রেট হ্যাকিং কি, ফোন নেটওয়ার্ক হ্যাকিং কি? Hardware হ্যাকিং কি,মাইন্ড হ্যাকিং কি,লাইভ হ্যাকিং কি,ডার্ক ওয়েব কি এইসবের বিস্তারিত গুগল করে জেনে নিন। হ্যাকিং এর আরোও অনেক বিষয় আছে সেই বিষয়গুলো কি কি তা গুগল করে বের করুন এবং বিস্তারিত জানুন। ভুল কিছু বলে থাকলে জানাবেন।
আমি মোঃ রেজওয়ানুল হক স্বজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।