সাইবার ওয়ার্ল্ড, হ্যাকার, হ্যাকিং এবং বাংলাদেশ
আসলে দেখুন,সাইবার ওয়ার্ল্ড মানে কিন্তু এই ইন্টার্নেট জগতকেই বুঝায়।শুধুমাত্র বেশ কিছু বাঙালীর মতে সাইবার ওয়ার্ল্ড মানেই হ্যাকারদের কিছু যার কারণে আমরা যারা মানে বুঝার চেষ্টা করি,তারাও সাইবার ওয়ার্ল্ড বলেই চালিয়ে দেই।
হ্যাকিং-এর কোন ইতিহাস থাকেনা।২০০৪-৫ এর সময়ও হ্যাকার ছিল তবে তা কিঞ্চিত।আমরা মূলত ২০১২সালে বেশ কয়েকটি গ্রুপকে এক্টিভ হতে দেখি,এর মাঝে ছিল বাংলাদেশ সাইবার আর্মি,এক্সপায়ার সাইবার আর্মি ও বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস।এদের মাঝে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস (BBHH) মানুষের মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠে।
এমন ঘটনাও শোনা গিয়েছিলো যে অনেকের বাসায় ইন্টার্নেট ছিলোনা বলে তারা সাইবার ক্যাফে বসে ডিডস করতো!
এরপর থেকে এসব হ্যাকারদের থেকে অনেক আমজনতা কিছু কিছু জ্ঞান ধার করে নিজেদেরকে গড়ে তোলা শুরু করে এবং অনেকে নতুন গ্রুপও খুলে ফেলেন!!২০১৫ তে আরেকটি সাইবার ওয়ার হয় ইন্ডিয়ার বিরুদ্ধে। যার হ্যাশট্যাগ ছিল #RiseOfTheTigers. অত:পর দেশে কথিত হ্যাকারদের সংখ্যা ছত্রাকের থেকেও বেশি দ্রুত ছড়াতে থাকে। (সেসবে না যাই।)
বাংলাদেশের হ্যাকাররা বিভিন্ন দেশের সাইবার সিস্টেমে আক্রমণ করতে থাকলে বাংলাদেশের উপর নজর পরে বাহিরের দেশের অনেক হ্যাকারদের।এর কারণে আমরা বেশ কিছু সাইবার আক্রমণের স্বীকার হই এবং হতে আছি। বাংলাদেশে হ্যাকিং এর কালো ইতিহাস রচনা হতে থাকে যখন থেকে ব্যাংকগুলোর উপর আক্রমণ শুরু হয়।বর্তমানে অনেকে সাইবার সিকিউরিটির উপর মনযোগী হচ্ছে এবং আশা করা যাচ্ছে ভবিষ্যতে দেশে এথিকাল হ্যাকাররা আমাদের সাইবার জগত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সিরিজটির দ্রুত আপডেট পেতে আমার ফেসবুক আইডি অ্যাড করে রাখতে পারেন।
আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...
প্রিয় হাসান শাহরিয়ার,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।