আপনারা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। আমি একটি হ্যাক দেখাবো এই টিউন, কিন্তু কথা দিতে হবে কারো ক্ষতি করবেন।আসলে আপনার coc id জাতে কেও এভাবে চুরি করে না দিলেট করে দেই শে বিষয়ে সতর্ক করতে আমি এই টিউন টি করছি।আমি একদিন আমার গিমেলে গিয়ে দেখি একটি মেসেজ আসছে ক্লাশ অফ ক্লান থেকে your clash of clan has remove on your gmail account. তখন আমার আর মাথাই কাজ করছিল না।
কিন্তু আমি আমার ১১ এর বেজটি ফিরে পাই কারন আমার ফোনে আমি একটা ক্লাস অফ ক্লান খেলি। একবার ভাবুন তো আমি আমি যদি দুইটা চালাতাম তাহলে কি হত আর ভুল বসত যদি আমি আমার বেজ থেকে অন্য বেজে লগিন করতাম তাহলে আমার ১১ লেভেল এর ক্লাস অফ ক্লান আইডি আমি হারাতাম। পরে শুনি আমার বন্ধু আমার সাথে মজা করার জন্য এই কাজ টি করেছে।তো ভাবুন যদি আপনাদের সাথে এমন হয় তাহলে কি হবে।
তাই আজই সতর্ক হন জেনে নিন কিভাবে আপনার coc আপনার gmail থেকে অন্য কেউ রিমুভ করে দিতে পারে আপনার অজান্তে। এবং বন্ধ করে রাখুন এই রিমুভ অপশন টি এবং সারা জীবনের জন্য আপানার ক্লাস অফ ক্লান একটি জিমেলে কিভাবে রেখে দিবেন। কিভাবে কেউ আপনার জিমেল থেকে এমন ভাবে আইডি ডিলেট করতে পারবে না জানতে এই ভিডিওটি দেখুন এখনি। না হলে পরে পস্তাবেন।
আমি ইয়াসিন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।