আসসালামু আলাইকুম
(প্রথমেই বলে রাখি আপনি যদি ইসলাম ধর্মের অনুসারি হয়ে থাকেন, কার্ডিং হচ্ছে সম্পুর্ন হারাম একটি ব্যাপার। আপনি যদি কোনো দেশের নাগরিক হয়ে থাকেন সেক্ষেএেঅবশ্যই কার্ডিং হচ্ছে একটি দন্ডনীয় অপরাধ, সুতারাং আগে থেকেই বলে রাখা ভালো টিউনটি শুধুমাত্র শিক্ষনীয় উদ্দ্যেশ্য নিয়ে লেখা হয়েছে।)
আরোও কিছু বিষয় আছে সেগুলোর কথা বললাম না। যখন কার্ডিং শিখার চেষ্টা করবেন নিজেই বুজতে পারবেন যে আমি কোন কোন বিষয়গুলো বলি নাই। এবার গুগলে যান আমার লিখা প্রশ্ন গুলো গুগলে একটা একটা করে লিখে সার্চ করেন আর যেই রেজাল্ট আসবে তা থেকে শিখা শুরু করুন।
আগে শিখুন তারপর নিজেই নিজের ইন্টার্ভিউ নেন নয়ত একটি গ্রুপ খুলে কয়েকজন মিলে শিখুন,চর্চা করুন। যখন বুজতে পারবেন যে না এখন আমি রেডি কার্ডিং করার জন্য তখনই কার্ডিং করবেন তার আগে নয়। ক্রেডিট কার্ড সুরক্ষিত রাখতে যেসব পদক্ষেপ নেয়া হয় ওইসব পদক্ষেপের মাধ্যমেই ক্রেডিট কার্ড হ্যাক করা হয়।
কার্ডিং করে কারও ক্ষতি করেন না। কার্ডিং শিখুন করতে পারতেছেন কিনা চেষ্টা করুন। করতে পারলে করেন আর করার দরকার নেই। আমার পরিচিত একজন আছে যে কার্ডিং পারে কিন্ত করে না। কারণ তার টিউমেন্ট হচ্ছে শিখতে ভালো লাগে তাই কার্ডিং শিখছি যেমন আমি শিখছি সাঁতার কাটা।সাঁতার কাটা কোন অপরাধ নয় তাই সাঁতার কাটি কিন্ত কার্ডিং করা অপরাধ তাই কার্ডিং করি না। যদি ভুল কিছু বলে থাকি তাহলে জানাবেন।
(টেকটিউনস এর এডমিন ভাই যদি মনে করেন টিউনটি করা আমার ঠিক হয়নি তাইলে ডিলেট করে দিয়েন)
আমি মোঃ রেজওয়ানুল হক স্বজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।