ক্রেকিং,নেটওয়ার্ক হ্যাকিং,os হ্যাকিং,ওয়েব এপ্লিকেশন হ্যাকিং এবং প্রোগ্রামিং নিয়ে কিছু কথা

আসসালামু আলাইকুম

ক্রেকিং,নেটওয়ার্ক হ্যাকিং,os হ্যাকিং,ওয়েব এপ্লিকেশন হ্যাকিং এইসবে যদি আপনার ইন্টারেস্ট থাকে আর এইসব কি তা যদি আপনি না জেনে থাকেন তাইলে গুগল করে জেনে নিন।আর এইসব শিখার যদি ইচ্ছা থাকে গুগল ও ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে শিখুন। তবে আমি একটি বুক আজকে শেয়ার করব যেখানে আপনি এইসবই পাবেন। বুকটির নাম হচ্ছে Hacking For Dummies। এই বইটির অনেক edition আছে, শুরুতে প্রথম edition টি ডাউনলোড করুন এবং পড়ুন।সিরিয়াল বাই সিরিয়াল ডাউনলোড করে পড়লে আপনারই সুবিধা হবে। নিজ দায়িত্বে ডাউনলোড করে নিন।

https://www.google.com/search?client=ms-opera-mini-android&site=webhp&oq=&aqs=&q=hacking+for+dummies+pdf+&gws_rd=ssl

যদি এমন হয় যে প্রোগ্রামিং এর গুরুত্ব বুঝার পরেও আপনি প্রোগ্রামিং শিখতে পারছেন না কিন্তু শিখতে চাচ্ছেন তাইলে যেভাবে শিখবেন:

হ্যাকিং এর জন্য হোক আর অন্য কারনে হোক আপনি হয়ত প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন।প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কি কারনে প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন। আমি ধরে নিলাম আপনি হ্যাকিং এর জন্য প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন। এখন আপনাকে সিদ্ধান্ত নিয়ে হবে যে হ্যাকিং এর কোন প্লাটফরম এর জন্য প্রোগ্রামমিং শিখতে চাচ্ছেন। যেহেতু হ্যাকিং এর একেক প্লাটফরম এ একেক প্রোগ্রামিং কাজে লাগে।

প্রোগ্রামিং এর গুরুত্ব বুঝার পরেও আপনি প্রোগ্রামিং শিখতে পারছেন না কিন্তু শিখতে চাচ্ছেন তাহলে যা করবেন তা হচ্ছে:

বিভিন্ন প্রোগ্রামিং শিখার গ্রুপগুলাতে এড হন। সেখানে অনেক নতুন মানুষ পাবেন তাদের সঙ্গে একসাথে প্রোগ্রামিং শিখতে পারেন এতে সুবিধা হবে। মেইন কথা হচ্ছে আপনার একা করতে খারাপ লাগতেছে কয়েকজন মিলে শিখুন এখন আপনি গ্রুপগুলাতে এড হবেন নাকি অন্য কাউকে ভিডিও কল করে শিখবেন নাকি রিয়েল লাইফে কারোও সাথে মিলে শিখবেন তা আপনার বিষয়। আপনি যখন যা কোডিং করবেন তাই শোঅফ করবেন। শোঅফ করাতে প্রোগ্রামিং শিখতে আপনার সুবিধা হবে।এখন শোঅফ করার জন্যই হোক আর প্রোগ্রামমার হওয়ার জন্যই হোক কোডিং শোঅফ করাতে সুবিধাই তো পাবেন।

আপনার প্রোগ্রামিং ভালো না লাগবেও আপনার যদি একটা লক্ষ্য থাকে তাইলে যত কষ্ট হক আর যাই হোক আপনি প্রোগ্রামিং শিখবেনই। হ্যাপি প্রোগ্রামিং যদি ভুল কিছু বলে থাকি তাহলে জানাবেন।

ফেসবুকে আমি

Level 1

আমি মোঃ রেজওয়ানুল হক স্বজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস