আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি হ্যাকিং টিম বলতে কি বুঝায় তা নিয়ে আলোচনা করব। চারিদিকে হ্যাকিং টিমের ছড়াছড়ি কিন্তু একটি হ্যাকিং টিম বলতে কি বুজায় তা কি আমরা সবাই জানি।আমার মনে হয় একটি হ্যাকিং টিম বলতে কি বুঝায় তা আমরা সবাই জানি না :(জানলে হয়ত এত টিম গড়ে উঠত না।
একটি হ্যাকিং টিমে ডেভেলপার থাকে, ডিজাইনার থাকে, বাগ হান্টার থাকে, বাগ এক্সপ্লয়েটার থাকে, ডিবাগার থাকে। অন্যভাবে বলতে গেলে প্রোগ্রামার থাকে, ক্রেকার থাকে, কার্ডার থাকে, রিভার্স ইঞ্জিনিয়ার থাকে, হ্যাকার থাকে। ডেভেলপাররা বিভিন্ন ধরণের হ্যাকিং সফ্টওয়ার, কিলগার, ভাইরাস তৈরি করে। ডিজাইনাররা ডিজাইন করে। বাগ হান্টাররা ওয়েবসাইটের,কম্পিউটার সিস্টেমের, নেটওয়ার্কের বাগ খুঁজে বের করে। বাগ এক্সপ্লয়েটাররা বাগ গুলোকে এক্সপ্লয়েট করে। ডিবাগাররা বাগগুলো ঠিক করে।
অন্যভাবে বললে প্রোগ্রামাররা বিভিন্ন ধরণের প্রোগ্রাম বানায়। ক্রেকাররা সফ্টওয়ার,পাসওয়ার্ড আরোও বিভিন্ন জিনিস ক্রেক করে। কার্ডাররা ক্রেডিট কার্ড হ্যাক করে। রিভার্স ইঞ্জিনিয়াররা সফ্টওয়ার এবং অন্যান্য জিনিস রিমেইড করে। হ্যাকাররা ওয়েবসাইট,নেটওয়ার্ক এবং আরোও অনেক কিছু হ্যাক করে।
হ্যাকাররা ডার্কওয়েবে কন্টাক্ট করে, ফেইসবুকে না। একটি হ্যাকিং টিম এমনি এমনিই গড়ে উঠে না। আমার জানা মতে বিডিতে শুধু ৩-৪ টি এমন টিম আছে যাকে হ্যাকিং টিম বলা যাবে আর বাকিরা তো শুধু ওয়েবসাইট ডিফেস দিতে ব্যস্ত। বাকি টিমদের আমি ওয়েব হ্যাকিং টিম বলেই মনে করি। তবুও বাকিরা ওয়েব হ্যাকিং এর ব্যাপারে কি কি জানে সেইটা আমার কাছে সন্দেহের।হ্যাকিং টিম বানাবেন হ্যাকিং টিম কি তা জেনে তারপর বানান। 🙂
মানুষ মাত্রই ভুল, ভুল কিছু বললে জানাবেন।
আমি মোঃ রেজওয়ানুল হক স্বজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।