হ্যালো বন্ধুরা আমি সাইবার প্রিন্স। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইন্টারনেটে অন্ধকার জগতে প্রবেশের রাস্তা তাই সব কিছু নিজ তাগিদে করবেন কারন আপনি যদি কোন ক্ষতির সম্মুখীন হন তার জন্য আমি বা সাইট দায়বদ্ধ নয়। আজকের টিউটোরিয়ালটি শেয়ার করছি। শিখার জন্য তাই এর অপব্যবহার কেউ করবেন না দয়া করে।
যেহেতু টাইটেলে মোবাইলের কথা উল্লেখ করেছি তাই আজ Android এর টিউটোরিয়াল দিব তো দেখে নেই কাজটি করতে
১. অ্যান্ড্রয়েড মোবাইল।
২. সিম এবং ইন্টারনেট কানেকশন।
৩. Orbot সফটওয়্যার।
৪. Orfox ব্রাউজার।
প্রথমে Orbot এবং Orfox সফটওয়্যার ডাউনলোড এবং ইন্সটল করতে হবে আপনি চাইলে প্লে ষ্টোর থেকে ডাউনলোড করতে পারেন নয়তো নিচের লিংক থেকে।
Orfox Click Here For Download
আপনি চাইলে যে কোন ভিপিএন ব্যবহার করতে পারেন তবে পেইড ভিপিএন হলে ভাল কারন ভিপিএন আপনার আইডেন্টিটি গোপন রাখে এবং এটা করা ডার্ক ওয়েবের জন্য জরুরী।তবে আপনি চাইলে অরবোট বিল্ড ভিপিএন ব্যবহার করতে পারেন তাহলে আলাদা ভিপিএন লাগবেনা। আর যারা ফ্রী নেট ব্যবহারকারী আছেন তারা তো ভিপিএন ব্যবহার সাধারনত করেই থাকেন।
সবকিছু ইন্সটল ঠিকমত হয়ে গেলে এবার চলুন বাকী কাজ করা যাক:
প্রথমে ভিপিএন দিয়ে কানেক্ট করুন আর যদি না থাকে তবে নিচে দেখুন। প্রথমে Orbot App এ প্রবেশ করুন।তাহলে নিচের মত আসবে।
আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician