কিভাবে Anonymous এ যোগ দিবেন? পরিপূর্ণ গাইডলাইন

Hacking কি?

হ্যাকার হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিরাপত্তা/অনিরাপত্তার সাথে জড়িত এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিক খুঁজে বের করায় বিশেষভাবে দক্ষ অথবা অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম বা এর সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী। সাধারনভাবে হ্যাকার শব্দটি কালো-টুপি হ্যাকার অর্থেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যারা মূলত ধ্বংসমূলক বা অপরাধমূলক কর্মকান্ড করে থাকেন। এছাড়া আরো নৈতিক হ্যাকার রয়েছেন (যারা সাধারনভাবে সাদা টুপি হ্যাকার নামে পরিচিত) এবং নৈতিকতা সম্পর্কে অপরিষ্কার হ্যাকার আছেন যাদের ধুসর টুপি হ্যাকার বলে। এদের মধ্যে পার্থক্য করার জন্য প্রায়শ CRACKER  শব্দটি ব্যবহার করা হয়, যা কম্পিউটার নিরাপত্তা হ্যাকার থেকে একাডেমিক বিষয়ের হ্যাকার থেকে আলাদা করার জন্য ব্যবহার করা হয় অথবা অসাধু হ্যাকার (কালো টুপি হ্যাকার) থেকে নৈতিক হ্যাকারের (সাদা টুপি হ্যাকার) পার্থক্য বুঝাতে ব্যবহৃত হয়।

কিভাবে Anonymous বা [Hacking Group] এ যোগ দিবেন?

তো আপনি Anonymous জয়েন করতে চান? তাহলে প্রস্তুত হন এই যাত্রা এতটা মজার না।

Legal Way-

আপনি হয়তো প্রকাশ্যে এবং আইনগত রাস্তায়ে চলতে পারেন যেখানে আপনাকে Batman এর মতো পরিচয় লুকিয়ে রাখতে হবে না। আমি কিছু আমার পছন্দের তালিকা দিলাম যেগুলা আমি পছন্দ করি এবং সমর্থন করি

শুরু করার আগেঃ-

আপনি এইখানে যোগ করার মতো যোগ্য হওয়ার জন্য অনেক কিছু শিখতে হবে। এই কাজ অনেক সময়ের বেপার বাকিটা নির্ভর করে আপনি কতটুকু পটু। অনলাইনে অনেক ইনফর্মেশন আছে যা আপনার জেনে রাখা জরুরি।

  • The Story of Aaron Swartz

  • Red Hack

ভূমিকা:-

আপনি যদি কখন Free and Open Source Software সম্পর্কে না শুনেন তাহলে আপনাকে এই সম্পর্কে জেনে নিতে হবে।wikipedia এর এই ২ টা আর্টিকেল পড়ে নেন Free SoftwareOpen Source Software

অনুশীলনঃ-

এই পার্ট  ই যথেষ্ট  আপনি উপযুক্ত নাকি না প্রমাণ করতে। আপনি যদি  Windows or OSX ব্যবহার করেন তাহলে আপনাকে আগে লিনাক্স শিখতে হবে।

Browsing

এইটা পড়েন এবং ফলো করেন : Better Browsing

Emailঃ-

এই অংশ টা একটু কঠিন কারণ  ইমেইল এনক্রিপ্ট করা। প্রথমে একটু কঠিন লাগতে পারে পরে সহজ। অবশ্যই লিনাক্স ব্যবহার করতে হবে। কিভাবে লিনাক্স ইন্সটল করবেন গুগল করলেই পেয়ে যাবেন।

কিভাবে কোড লিখতে হবে বর্ণনা করে দিলাম

  1. প্রথমে terminal চালু করে এই কোড টা লেখে enter press করেন “sudo apt-get install gnupg2”.
  2. Second, install Thunderbird with Enigmail.
  3. Third, how to send encrypted e-mails.

গোপন messenger:-

Pidgin & OTR (setup tutorial).

ওয়েবসাইটঃ-

কিছু প্রয়োজনীয় ওয়েবসাইট:

OneShar.es10MinuteMailFake Name GeneratorRiseUp collaborative PadsGhostBin

অন্যান্য জরুরি তথ্যঃ-

skype ব্যবহার বন্ধ্য করেন: কারণ

নিজের গোপনীয়তা রক্ষাঃ-

ঠিকআছে এখন কঠিন অংশ। এটি সত্যিই গুরুত্বপূর্ণ যে আপনি TOR এবং ভিপিএন গুলির সঠিকভাবে কী এবং কিভাবে ব্যবহার করবেন তা শিখুন।

Tor is for Anonymity.
VPN is for Privacy.

২ টা মিলাবেন না

Wikipedia থেকে পড়ে নিন: Tor & VPN.

TOR Setup:-

টর ব্যবহার এর জন্য Thunderbird and Pidgin প্লাগিন setup করে নিতে হবে।বাকিটা বাংলায়ে না বলে ইংলিশ া লিখে দিলাম সহজে বুঝার জন্য বাংলায়ে লেখা অনেক কষ্টকর।

now on we will use the Tor Browser Bundle for browsing. For Thunderbird (install TorBirdy plugin) and for Pidgin go to Tools > Preferences > Proxy. Set “Proxy type” to “Tor/Privacy (SOCKS5)”, “Host:” to “127.0.0.1” and “Port” to “9050”. Something the port is “9150”, not sure why.

VPNঃ-

যেকোনো একটা ভাল ভিপিএন খুঁজে নিন জেটা আপনি মনে করেন ভালো কাজ করবে। ভিপিএন আপনার গোপন তথ্য রক্ষা করতে সাহায্য করেনা এইটা আপনাকে গোয়েন্দা থেকে রক্ষা করে।

আরও জানতে google “torrentfreaks vpn anonymity”.

আপনার প্রকৃত পরিচয় ভুলে যানঃ-

এখন থেকে এমন  কিছু ব্যবহার করবেন না যা আপনার সাথে লিঙ্ক করতে পারে। সবকিছু বিবেচনা করুন: যে কোনও অ্যাকাউন্ট বা সফ্টওয়্যার যা আপনি দিয়েছেন বা আপনার সম্পর্কে কোন তথ্য রয়েছে। বিশেষ করে আপনার ইমেল ঠিকানা, আপনার নাম এবং আপনি কখনও ব্যবহৃত কোন ডাকনাম।

Join!

  • Connect on one of their IRC servers (you’ll have to Google that up).
  • Join the channel on Twitter #OpNewBlood.

Hacking

হ্যাঁ এইটার  ই অপেক্ষায়ে ছিলেন।আমি এইখানে যা যা বর্ণনা করেসি তা যদি পেয়ে থাকেন বা করে থাকেন তাহলে আপনি এখন আসল কাজ শুরু করতে পারেন।We hope you have five to ten years to train, cause yeah, that’s how long it take to become a real hacker. ইংলিশ পরিপূর্ণ ভাবে পারা লাগবে আমি বাকি গাইড তা ইংলিশ এ দিয়া দিলাম।আশা করি এইটা পরলে বাকি রাস্তা নিজেই বের করতে পারবেন।

মনে রাখবেন

Educational Purpose only

Level New

আমি জাহিদুল ইসলাম ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় জাহিদুল ইসলাম ইমন,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

Level 0

হ্যাকিং শিকতে চাই । হেল্প প্লিজ
I want to Learn Hacking
My email: [email protected]