সবাইকে আমার সালাম জানাচ্ছি।
টেকটিউন্সে প্রাই প্রত্তেক দিন হ্যাকিঙ্গের বেপারে টিউণ করা হয়।আমি প্রাই সবগুলাই মণো্যোগ দিয়ে পরার চেস্টা করি। আমার হিসেবে হ্যাকিং হচ্ছে একটা নেশা, যে একবার এই নেশায় আক্রান্তো হয় সে আর বের হয়ে আস্তে পারেনা! আর যারা এখনো ভুল ধারোনা নিয়ে জীবনজাপন করছেন, তাদেরকে আমি আগেই বলে দি যে, “Hacking Is Not a CRIME”
আচ্ছা এবার কাজের কথায় আশি। আমি আজকে আপনাদের সাথে এমন একটি বই শেয়ার করবো, যা পরে আপনি হ্যাকিঙ্গের অনেক কিছু জানতে পারবেন। এই বইটির মদ্ধে ৪১১টি পাতা আছে। এবং এইখানে এথিক্যাল হ্যাকিঙ্গের এর ব্যাপারে বিস্তারিতো ভাবে লিখা আছে।আমি হ্যকিং দুনিয়ায় এখনো খুবি ছটো, কিন্তু এই বইটা পরার পর আমার হ্যাকিঙ্গের মেধা বৃদ্ধি পেয়েছে। এবং তাই আপ্নারা যারা হ্যাকিং শিক্তে চান, তাদের জন্য এইটা এক্তা অন্যতম বই।
আমার হাতে বেশি সময় নেই, তাই বইটির ব্যাপারে বিস্তারিতো আলোচোনা করতে পারছি না।
এই লিঙ্ক থেকে বইটি ডাউনলোড করে নিন
ধন্যবাদ।
আপনাদের মতামত জানাবেন।
আমি আশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক সুন্দর একটি লিঙ্ক দিয়েছেন….ধন্যবাদ….আশিক ভাইয়া…