আসসালামু আলাইকুম
এটি আমার প্রথম টিউন। যদি কোন ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। password ছাড়া wifi connect এর জন্য যা যা প্রয়োজন তা নিম্নে দেওয়া হইল:-
এই প্রথম কোডটি জানা থাকলে যতই password চেঞ্জ করা হোক না কেন প্রতিবারই Wifi connect করা যায়। প্রতি Wifi router এর নিজস্ব কোড থাকে।
বুঝবার সুবিধার্থে ভিডিও লিংক দেওয়া হল
আপনাদের Android বিষয়ে যে কোন দরকারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যে কোন দরকারি কথা জিজ্ঞাস করতে আমাদের Facebook পেজ এ মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন। আমরা হয়ত অনেক কিছু জানার পর ও আপনাদের জানাতে পারি না কারণ আপনাদের কি দরকার আমরা জানি না। আপনারা আমাদের মেসেজ দিয়ে জানান আপনাদের কি দরকার আমরা তাই নিয়ে পরের video তে হাজির হব।
আপনাদের মতামত জানাতে টিউমেন্ট করুন।
আমি আল মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
ফালতু পোষ্ট, অযথা মানুষের সময় নষ্ট করছেন নিজের ইউটিউব চ্যানেলের ভিউ বাড়াতে, ভবিষ্যতে এগুলো করা থেকে বিরত থাকবেন
কাকতালীয় ভাবে wifi password মিলে গেলে ভাল,তা ছাড়া ওয়াফাই পাসওয়ারড বের করার কোন সুযোগ নাই