এবার কি রাজ্যেও হানা দিল ‘র‍্যানসমওয়্যার’ ভাইরাস? জেনে নিন এখনই

হ্যালো টেকটিউনস বাসী। কেমন আছেন?? জানি আতংকে আছেন র‍্যানসমওয়্যার ভাইরাস এর কারনে।

এবার কি রাজ্যেও হানা দিল ‘র‍্যানসমওয়্যার’ ভাইরাস?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার বিশ্বের অন্তত ১৫০টি দেশের ২ লক্ষেরও বেশি কম্পিউটারে একযোগে হামলা চালায় ‘র‍্যানসমওয়্যার’ ভাইরাস৷ বিকল করে দেওয়া হয় স্বাস্থ্য ও ব্যাঙ্কের মতো জরুরি পরিষেবা৷ এই মর্মে সতর্কতাও জারি হয়েছে বিশ্ব জুড়ে৷ তবে আতঙ্ক বাড়িয়ে এবার রাজ্যেও ভয়ানক ওই ভাইরাস হামলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ আশঙ্কা, সোমবার পশ্চিম মেদিনীপুরের সরকারি সংস্থার বেশ কয়েকটি অফিসে হামলা চালিয়েছে ‘র‍্যানসমওয়্যার’৷

 

অনুমান করা হচ্ছে, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার বেলদা, দাঁতন, নারায়ণগড় ও কোশিয়াড়ির অফিসে হামলা চালিয়ে সব কম্পিউটার বিকল করে দিয়েছে ওই ভাইরাস৷ এদিন সকালে কর্মীরা অফিসে এসে কাজ শুরু করতে গিয়ে দেখতে পান যে সমস্ত কম্পিউটার বিকল হয়ে গিয়েছে৷ মনিটরে ফুটে উঠেছে একটি বার্তা৷ সেখানে  লেখা রয়েছে যে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই কম্পিউটারটি আবার সচল হবে৷ এই ঘটনায় চরম উদ্বেগে ওই সংস্থার আধিকারিকরা৷ তবে এই বিষয়ে এখনও রাজ্য সরকারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি৷

View image on TwitterView image on Twitter

শুক্রবার ওই ভাইরাসের হামলায় ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার বহু দেশ নজিরবিহীন সাইবার হানার শিকার হয়৷ বড় রকমের সমস্যা দেখা দেয় ভারতের অজস্র সিস্টেমেও৷ যদিও সারা বিশ্বকে ২৪ ঘণ্টারও বেশি সময় উদ্বেগে রেখে শনিবার রাতে ওই ম্যালওয়্যারকে আপাতত আটকে দেওয়ার জন্য ‘কিল সুইচ’ খুঁজে পান বিশেষজ্ঞরা৷ তবে তাতেই যে শঙ্কা পুরোপুরি মিটছে এমন দাবি করছেন না তাঁরা৷ গোটা বিশ্বকে এক সঙ্গে বেঁধে রেখেছে সাইবার কানেকশন৷ তাই সাইবার ‘মহামারী’ দেখা দেওয়ায় গোটা বিশ্বেই বিপদ ছড়িয়ে পড়েছে৷ হানা দিয়েছে এক বিপজ্জনক ম্যালওয়্যার৷ যতক্ষণ না চাহিদামতো অর্থ দেওয়া না হচ্ছে, আক্রান্ত কম্পিউটারে হাত দেওয়া যাচ্ছে না৷ অনেক ক্ষেত্রে ‘ডেটা’, ‘এনক্রিপশন’ নিমেষে উড়িয়ে দেওয়া হচ্ছে৷ বিশেষজ্ঞরাও সমস্যা মেটাতে গিয়ে জেরবার৷ তাই সাইবার দুনিয়ার এই ম্যালওয়্যারকে ‘র‍্যানসমওয়্যার’ নামেই চিহিত করে গোটা বিশ্ব৷

ভারত-সহ বিশ্বের প্রায় একশোটি দেশে ‘র‍্যানসমওয়্যার’ দিয়ে হামলা চালায় এক দল হ্যাকার৷ অকেজো হয়ে যায় কোটি কোটি যন্ত্র৷ বিনিময়ে চাওয়া হচ্ছে বিশাল অঙ্কের অর্থ৷ আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) কিছু ‘সাইবার অস্ত্র’ কয়েকদিন আগে চুরি হয়েছিল৷ তা দিয়েই এই হামলা চালানো হয়৷ অকেজো হয়ে যায় অজস্র কম্পিউটার৷ ভারতেও এর প্রভাব পড়ে৷ অন্ধ্রপ্রদেশ পুলিশের ওয়েবসাইটও ‘হ্যাকড’ হয়৷ ভারত এবং এশিয়ার দেশগুলির জন্য এই ম্যালওয়্যার বড় রকমের বিপদ ডেকে এনেছে৷ কারণ ভারতের মতো দেশে অধিকাংশ সংস্থায় পুরনো ধরনের উইন্ডোজ সিস্টেমে কাজ হয়৷ ফলে সেই ধরনের সিস্টেম হ্যাক করা হামলাকারীদের পক্ষে সহজ হয়েছে৷

সর্বশেষ নিউজ পেতে ভিসিট করুন এই সাইটে

Level 2

আমি সামিন সাদাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। প্রজুক্তিকে ভালোবাসি.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস