হ্যালো টেকটিউনস বাসী। কেমন আছেন?? জানি আতংকে আছেন র্যানসমওয়্যার ভাইরাস এর কারনে।
এবার কি রাজ্যেও হানা দিল ‘র্যানসমওয়্যার’ ভাইরাস?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার বিশ্বের অন্তত ১৫০টি দেশের ২ লক্ষেরও বেশি কম্পিউটারে একযোগে হামলা চালায় ‘র্যানসমওয়্যার’ ভাইরাস৷ বিকল করে দেওয়া হয় স্বাস্থ্য ও ব্যাঙ্কের মতো জরুরি পরিষেবা৷ এই মর্মে সতর্কতাও জারি হয়েছে বিশ্ব জুড়ে৷ তবে আতঙ্ক বাড়িয়ে এবার রাজ্যেও ভয়ানক ওই ভাইরাস হামলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ আশঙ্কা, সোমবার পশ্চিম মেদিনীপুরের সরকারি সংস্থার বেশ কয়েকটি অফিসে হামলা চালিয়েছে ‘র্যানসমওয়্যার’৷
অনুমান করা হচ্ছে, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার বেলদা, দাঁতন, নারায়ণগড় ও কোশিয়াড়ির অফিসে হামলা চালিয়ে সব কম্পিউটার বিকল করে দিয়েছে ওই ভাইরাস৷ এদিন সকালে কর্মীরা অফিসে এসে কাজ শুরু করতে গিয়ে দেখতে পান যে সমস্ত কম্পিউটার বিকল হয়ে গিয়েছে৷ মনিটরে ফুটে উঠেছে একটি বার্তা৷ সেখানে লেখা রয়েছে যে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই কম্পিউটারটি আবার সচল হবে৷ এই ঘটনায় চরম উদ্বেগে ওই সংস্থার আধিকারিকরা৷ তবে এই বিষয়ে এখনও রাজ্য সরকারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি৷
শুক্রবার ওই ভাইরাসের হামলায় ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার বহু দেশ নজিরবিহীন সাইবার হানার শিকার হয়৷ বড় রকমের সমস্যা দেখা দেয় ভারতের অজস্র সিস্টেমেও৷ যদিও সারা বিশ্বকে ২৪ ঘণ্টারও বেশি সময় উদ্বেগে রেখে শনিবার রাতে ওই ম্যালওয়্যারকে আপাতত আটকে দেওয়ার জন্য ‘কিল সুইচ’ খুঁজে পান বিশেষজ্ঞরা৷ তবে তাতেই যে শঙ্কা পুরোপুরি মিটছে এমন দাবি করছেন না তাঁরা৷ গোটা বিশ্বকে এক সঙ্গে বেঁধে রেখেছে সাইবার কানেকশন৷ তাই সাইবার ‘মহামারী’ দেখা দেওয়ায় গোটা বিশ্বেই বিপদ ছড়িয়ে পড়েছে৷ হানা দিয়েছে এক বিপজ্জনক ম্যালওয়্যার৷ যতক্ষণ না চাহিদামতো অর্থ দেওয়া না হচ্ছে, আক্রান্ত কম্পিউটারে হাত দেওয়া যাচ্ছে না৷ অনেক ক্ষেত্রে ‘ডেটা’, ‘এনক্রিপশন’ নিমেষে উড়িয়ে দেওয়া হচ্ছে৷ বিশেষজ্ঞরাও সমস্যা মেটাতে গিয়ে জেরবার৷ তাই সাইবার দুনিয়ার এই ম্যালওয়্যারকে ‘র্যানসমওয়্যার’ নামেই চিহিত করে গোটা বিশ্ব৷
ভারত-সহ বিশ্বের প্রায় একশোটি দেশে ‘র্যানসমওয়্যার’ দিয়ে হামলা চালায় এক দল হ্যাকার৷ অকেজো হয়ে যায় কোটি কোটি যন্ত্র৷ বিনিময়ে চাওয়া হচ্ছে বিশাল অঙ্কের অর্থ৷ আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) কিছু ‘সাইবার অস্ত্র’ কয়েকদিন আগে চুরি হয়েছিল৷ তা দিয়েই এই হামলা চালানো হয়৷ অকেজো হয়ে যায় অজস্র কম্পিউটার৷ ভারতেও এর প্রভাব পড়ে৷ অন্ধ্রপ্রদেশ পুলিশের ওয়েবসাইটও ‘হ্যাকড’ হয়৷ ভারত এবং এশিয়ার দেশগুলির জন্য এই ম্যালওয়্যার বড় রকমের বিপদ ডেকে এনেছে৷ কারণ ভারতের মতো দেশে অধিকাংশ সংস্থায় পুরনো ধরনের উইন্ডোজ সিস্টেমে কাজ হয়৷ ফলে সেই ধরনের সিস্টেম হ্যাক করা হামলাকারীদের পক্ষে সহজ হয়েছে৷
সর্বশেষ নিউজ পেতে ভিসিট করুন এই সাইটে
আমি সামিন সাদাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। প্রজুক্তিকে ভালোবাসি.