বিসমিল্লাহির রাহমানির রাহিম
আইজকা আলোচনা করমু ডার্ক ওয়েব এর কয়েকটা ওয়েব সাইট নিয়া চমকাইয়েন না কিন্তু।
তার আগে কিছু কথা বইলা নেই। এইখানে গেলে আপনার কুনু ক্ষতি হইবো? ভিজিট করলে কিচ্ছুই হইবো না মাগার নেতামি করতে গেলেই কিছু হলে ইমেল হ্যাক, পিসি হ্যাক, আপনার আইডেনটিটি হ্যাক হতে পারে। এই তো হইলো গিয়া সমুস্যা।
তাইলে এইবার চলেন লুংগি কাছা মাইরা নাইমা পড়ি ডার্ক ওয়েবে।
খারান খারান চাপ লিয়েন না।
আগে দেখেন আপনার পিসিতে বা ল্যাপটপে টর চাচা আছে নাকি।
যদি না থাকে তাইলে এক কাজ কইরালান।
এইখানে ক্লিকাই ফালান তাইলে টর চাচারে পাইবেন।
সবার জন্যেই আছে ইউন্ডোজ, ম্যাক, লিনাক্স
আলাদা আলাদা কইরা দিলাম ডাউনলোড মারেন।
বিলগেটস এর জিনিয়াসরা এখানে ক্লিকান ।
লিনাক্স এর পেঙ্গুইনরা এখানে ক্লিকান।
জবসের অ্যাপেলরা এখানে ক্লিকান।
শেষ ডাউনলোড করা?
এইবার ইন্সটল দিয়া ফালান। দেখেন স্টার্ট টর ব্রাউজার বলে একটা আইকন পাবেন। ডবল ক্লিক কইরা ফালান।
চালু হইছে টর ব্রাউজার???। এর পর কি করবেন সেটাও কইতে হইবো?
অক্কা এইডাই শুধু কইলাম আর কিছু কমু না।
তাইলে এখান থিকা হাল্কা কইরা কপি মাইরা টরে পেস্ট কইরা খারাই থাকেন আর দেখেন। মজা পাইলে আমার কথা স্মরন কইরেন।
http://silkroadvb5piz3r.onion/
বাহ ভালই তো লাগে। লগ ইন করতে ইচ্ছা করে না? ভয় নাই রেজিস্ট্রেশন কইরে ফালান হাল্কার পর।
করছেন রেজিস্ট্রেশন? এইবার লগইন কইরা ফালান। মজা লাগছে না আরো মজা লাগবে একটু ঘাঁটা ঘাঁটি করেন।
আরে ভাই এক সাইটে গিয়া মজা নেবেন ? আন্ধার জগতে আছেন টর্চ লাগবে না ?
এইটা কপি মাইরা ছাইরা দেন আন্ধারে আলো দেখাইবো।
ডিপ সার্চ http://xycpusearchon2mc.onion.to/
টর্চ http://xmh57jrzrnw6insl.onion.to/
দুইটা দিলাম মজা মজা চালান। দেইখেন চার্জ যেন না শেষ হয়ে যায়।
বেশ করছেন ঘুইরা ফেইরা এইবার একটা কামের কথা বলি আপনার আইপি এড্রেসটা দয়া করে চেঞ্জ করে নিয়েন না হলে ক্ষতির সম্মুখীন হতে বেশ সময় লাগবে না।
নেটকাট নামে একটা সফট্ওয়্যার আছে যা খুব ভালো ভাবে ম্যাক চেঞ্জ করে এবং এটি ফ্রি।(নেটকাটের আরও অনেক গুন আছে বিশেষত নিজের নেটওয়ার্কের ভিতরে কাউকে চাপাইতে চান? তাইলে এইডা ইউজ করেন কামের একখান জিনিস। এই ব্যাপারে পরে কমুনে।) এখন ডাউনলোড মারেন এখান থাইকা
লিনাক্স ইউজাররা নেটকাটের বদলে টাস্ককাট ইউস করুন।
কোথাও ইমেইল অ্যাড্রেস বা ফোন নম্বর অথবা টিউনাল অ্যাড্রেস দেবেন না। নিতান্তই দরকার হলে সবসময় ব্যবহার্য ইমেল অ্যাড্রেস দেবেন না, একটি নতুন ইমেইল অ্যাড্রেস তৈরী করে দিন।
আমার টিউনটা একন্তই শেখার জন্য করা। কেউ কোনো ধরণের ক্ষতির সম্মুখীন হলে আমি দায়ী থাকব না। ধন্যবাদ।
হিডেন ইউকি নেন।
http://kpvz7ki2v5agwt35.onion.to/
অ্যাপেলের আইফোন ৫ দাম ৩৩০ ডলার
অ্যাপেলের আইপ্যাড উইথ রেটিনা ডিসপ্লে দাম ৩৫০ ডলার
বিশ্বাস হয় না??? নিচের অ্যাড্রেসে গুতা দেন
http://tfwdi3izigxllure.onion.to/
আমেরিকার সিটিজেনশিপ চান বিনা ঝামেলায়??? দাম ১০০০০ ডলার
নিচের অ্যাড্রেসে গুতা দেন
http://xfnwyig7olypdq5r.onion.to/
ইউ.কে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স চান???
নিচের অ্যাড্রেসে গুতা দেন
http://vfqnd6mieccqyiit.onion.to/
http://en35tuzqmn4lofbk.onion.to/
কাউরে ডলা দিতে হবে??? প্রফেশনাল হ্যাকার ভাড়া চান???
নিচের অ্যাড্রেসে গুতা দেন
http://2ogmrlfzdthnwkez.onion.to/
নেদারল্যান্ড, গ্রেট ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক, ইত্যাদি দেশের পাসপোর্ট, আইডেনটিটি কার্ড, ড্রাইভিং লাইসেন্স চাই???
নিচের অ্যাড্রেসে গুতা দেন
http://abbujjh5vqtq77wg.onion.to/
আরো লাগবে এইরকম আকর্ষনীয় সাইটের লিঙ্ক??? নিচের অ্যাড্রেসে গুতা দিলেই পাবেন ক্যাটাগরি অনুযায়ী সাজানো প্রচুর লিঙ্ক
http://torlinkbgs6aabns.onion.to/
http://dppmfxaacucguzpc.onion.to/
পরিশেষে আবার বলি, সার্চ ইঞ্জিন ইউজ করুন। তাহলে দেখবেন নিজেই হঠাৎ একদিন এমন জিনিষ খুজে পাবেন যে নিজেকে ভাস্কো-দা-গামা বলে হবে!!!
একটু মজা করলাম আরকি। :D:D:D
আশাকরি মাইন্ড করবেন না।
সেমেস্টার চলছে। শেষ হলে ডার্ক ওয়েবের আরো অন্য দিক নিয়ে লেখার ইচ্ছে আছে। অনেক অনেক ভালো থাকবেন সবাই।
আইডি লিংক দিলাম নিচের খানিকটা মিলা জাইতে পারে। জাতি আমারে কপি টিউনার বলতে পারে তাই লিংক দিলাম মিলাই নিয়েন।
লেখক সাহেব এর আইডি
কিচ্ছুই করা লাগবে না। খালি টর ব্রাউজার ডাউনলোড মারেন সেটাপ মারেন টর ভিপিএন দিয়া।
কষ্ট করা লাগবে না এখানে ক্লিক মাইরা ডাউনলোড করেন
ছবি দেখেন একটু।
এইবার Orfox ডাউনলোড করেন
এখানে ক্লিক কইরা
ব্যাস কাম শেষ এইবার কি করবেন ? আমি যে লিংক গুলা দিছি সেই গুলা নিয়ে ভিজিট করতে থাকেন।
আর যদি লিংক লাগে তাইলে ফেসবুকে নক মাইরেন।
থাকেন আজকা জাইগা। দেখা হইবো আগামীতে।
টিউনে অনেক কথা বলছি বাজে ভাবে নিয়েন না। আসলে মজায় মজায় লিখতে ভালই লাগে তাই লিখছি। আল্লাহ্ হাফেজ।
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}
প্রিয় টিউনার,
টেকটিউনস একটি ডেডিকেটেড সৌশল নেটওয়ার্ক শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তিপ্রেমীদের জন্য। টেকটিউনসে শুধুমাত্র আপনার বিজ্ঞান প্রযুক্তি চিন্তা ও ধারণার প্রয়োগ ঘটান এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে টিউন করুন। মনের আবেগ/খেয়াল এসব চিন্তা ধারার মধ্যে শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক বিষয় গুলো নিয়ে টিউন করুন। বিজ্ঞান ও প্রযুক্তির ধ্যান ধারণার সাথে সম্পর্কিত নয় এমন টিউন টেকটিউনসে প্রাধান্য পায় না।
আপনার টিউনটি স্থিগিত করা হল। এবং আপনার পরবর্তি সকল টিউন টেকটিউনসের সাথে প্রসঙ্গিক এরকম টিউন করুন।