অনেকদিন পরে টেকটিউনসে টিউন করতে বসলাম । নিজের ওয়েবসাইট আর পড়াশুনা নিয়ে খুবই ব্যস্ত দিন কাটাচ্ছি । ইচ্ছা থাকা সও্বেও টিউন করতে পারি নাই ।
তো যাই হোক এবার কাজের কথায় আসি ।
হ্যাকিং করে আপনার ওয়েবসাইটের ট্রাফিক বাড়াতে নিচের ধাপগুলো অনুসরন করুন । আর ওয়েবসাইটের ট্রাফিক বাড়িয়ে কি লাভ তাতো বলার অপেক্ষা রাখে না ।
প্রথমে http://www.linkgenerator.tk/alexa/ তে প্রবেশ করুন । এখানে গেলে আপনি নিচের ছবিটির মত একটি পেজ দেখতে পারবেন ।
ষ্টার চিন্হিত ঘরে প্রথমে আপনার সাইটের ঠিকানা এবং পরে যেকোন একটি আইপি লিষ্ট সিলেক্ট করুন । নিচের ছবি অনুযায়ী গোলাকার ঘরগুলো পূরন করে Generate users বাটনে ক্লিক করুন ।
info তে একটি আইপি এবং প্রতিটি ধাপে ধাপে আইপির সংখ্যা বৃদ্ধি পাবে । আপনি ইচ্ছা করলে যেকোন ১টি আইপি লিষ্ট সিলেক্ট করতে পারবেন ।
এবার নিচের ছবির মত আপনার কাছে একটি পপ উইন্ডো খুলার অনুমতি চাইবে । এখন গোল চিন্হিত ঘরে ক্লিক করুন ।
আপনি এবার নিচের ছবির মত চিন্হিত স্হানে ক্লিক করুন । ফলে একটি নতুন ট্যাব খুলবে । এখানে আপনার সাইট যে আইপি গুলো দিয়ে জেনারেট হতে থাকবে তা আপনি দেখতে পারবেন ।
নতুন যে পেজটা খুলবে সেটা ঠিক এভাবে আইপি জেনারেট করবে ।
আপনাদের মতামত চাই আর পারলে আমার ব্লগ NilColour.tk একবার ঘুরে আসতে পারেন ।
N.P: অনেক সময় সারভার এর সমস্যা থাকলে সমস্যা হতে পারে এক্ষেত্রে একটু পরে আবার চেষ্টা করুন ।
আমি Mahfuzar Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 254 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am moving ....
খুভ ভালো হোয়েছে দেখি কাজ হোয় কিনা