অনেকদিন পর লিখতে বসলাম।আপনারা অনেকেই জানেন আমি টেক ফ্যান! এবং এবার আমি গিয়েছিলাম সফটএক্সপো ২০১৭তে! যার অভিজ্ঞতা ছিল অভূতপূর্ব
২০২১ সালের মাঝে ডিজিটাল দেশ গড়ার অঙ্গীকার দৃঢ়ভাবে গেঁথে গেছে সবার ভেতর।তাই আমরা এখন এখানে সেখানে অনেক সেমিনার দেখি।কিন্তু সবার মাঝ দিয়েও যেই জিনিষটা বাদ পরে গেছে তা হচ্ছে সাইবার সিকিউরিটি।
এর সবচেয়ে বড় উদাহরণগুলো কিন্তু আমরা পেপার পত্রিকা খুললেই দেখতে পাই!বিভিন্ন ব্যাংক হ্যাক থেকে শুরু করে বিকাশ একাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে চোখের সামনে দিয়েই।
এই ব্যাপারে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ কেউ নিয়েছে বলে আমার এতদিন মনে হত না!সত্যি বলতে একটু-আধটু কম্পিউটার গুতাই বলে কিছুটা হলেও বুঝি আসলে সিকিউরিটি আমাদের জন্য কতটা জরুরী!!
এবারের সফটএক্সপো আমার সব ভুল ধারণা ভেঙ্গে দেয়! আমি জানিনা আপনারা কারা সফটএক্সপো এর শেষ দিন গিয়েছেন।কিন্তু হলফ করে বলে দিতে পারি কেউ যদি সেদিন বিকেল বেলা গিয়ে মিডিয়া বাজারে একটু উঁকি মেরে দেখেন তবেই বুঝতে পারবেন আসলে আমাদের দেশের এই ডিজিটাল সিকিউরিটির ব্যাপারে নতুন কোন পথচলা বা নতুন কোন সম্ভাবনা সেদিন এই রুম থেকেই শুরু হয়ে গিয়েছিলো!
আমি নিজেও অনেক ঘুরে ফিরে শেষ সময়ে গিয়ে হাজির হয়ে একটু অবাকই হয়ে গিয়েছিলাম!সবাই খুব শান্ত দৃষ্টিতে সামনে বসে থাকা কিছু তরুণ সমাজের দিকে তাকিয়ে কিছু একটা আঁচ করার চেষ্টা করছে।অবাক হওয়ার কিছু নেই,আমিও আঁচ করার চেষ্টাই করছিলাম।তারা যখন আমাদের সিকিউরিটি কিভাবে ধ্বংস করা হয় তা নিয়ে আলোচনা করছিলো তখনই বুঝে গিয়েছিলাম ইনাদেরকেই তো দরকার!!
তো যাই হোক এরপর তাদের সাথে বসে কিছুক্ষণ আলোচনা করলাম।ভেবেছিলাম হয়তোবা কথা বলার সুযোগ হবে না।কিন্তু তারা খুবই বন্ধুসুলভ ছিলেন।আশা করি অনেকেই বুঝে গিয়েছেন মূলত কাদের কথা বলছি।আমি বিটলসদের কথা বলছি।যারা বাংলাদেশের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করার জন্য শক্ত হাতে মাঠে নেমেছেন।এদের মাঝে আছেন গুগল,ফেসবুক,ইয়াহু ইত্যাদি স্থান থেকে Hall Of Fame পাওয়া মানুষ।
এবং আরও অবাক করা ব্যাপার,উনাদের কাছে সার্টিফিকেট না,জ্ঞানটাই বড়! আমার মনে হয় এই একমাত্র প্ল্যাটফর্ম বাংলাদেশের যারা কিনা সার্টিফিকেট না,জ্ঞানের মূল্যায়ন করতে শিখেছে!আশা করি অনেক দূর যেতে পারবে এই বিটলস।কথা বলে জানতে পারলাম সাধারণ জনগনদের জন্যও তাদের ক্যাম্পেইন করার ইচ্ছা আছে।তাদের ব্যাপারে আপডেট পেতে তাদের ফেসবুক পেইজ রয়েছে :- https://www.facebook.com/beetlesio
সাইবার সিকিউরিটি নিয়ে কোন প্রশ্ন থাকলে তাদেরকে খুব অনায়াসেই করা যায়!বিরক্তের ছাপও দেখিনি।আপনাদের যাদের সাইবার সিকিউরিটির ব্যাপারে কিছু জানতে ইচ্ছে করে তারা চাইলে তাদের পেইজের মাধ্যমেই যোগাযোগ করতে পারেন।প্রফেশনাল এথিকাল হ্যাকারদের এভাবে এগিয়ে আশাটা সত্যিই মনোমুগ্ধকর!!
এবারের সফটএক্সপো ২০১৭ আসলে আমার চিন্তা ধারার থেকেও বেশি ভাল ছিল!! কেউ ভাববেন না আবার আমি তাদের ব্যাপারে এভাবে বলছি কেন!! ভাল কিছুর ব্যাপারে কিন্তু সবাই গুণগানই গায় 😀 by the way,আপনারা যারা শাহী মির্জা,নাহিদুল কিবরিয়া,তারেক সিদ্দিকি এবং ফয়সাল আহমেদের ভক্ত,তাদের বলে রাখি।
উনারা কিন্তু এই বিটলসেরই অংশ!! মূলত আমারও চোখের মণিটার এত বেশি বড় হয়ে যাওয়ার এই একটাই কারণ :p ভাল থাকবেন,সুস্থ থাকবেন।এবং আশা করি বাংলাদেশ তার ডিজিটাল নিরাপত্তার জন্য একদল যোদ্ধা পেয়েই গেলো!!
আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...
vi kivhabe ami techtunes a post korer somoy youtube video lik add krbo?