জেনে নিন কিভাবে অনলাইনে আপনার পাসওয়ার্ড হ্যাক হয় এবং কিভাবে আপনার পাসওয়ার্ডকে হ্যাক হওয়া থেকে বাচাবেন

সবাইকে আমার টিউনএ স্বাগতম।আমাদের সকলেরই এমন একজন বন্ধু আছে যার ফেসবুক বা জিমেইল আইডি হ্যাক হয়েছে। অনেক সময় এটি আমাদের সাথেও ঘটেছে। কিন্তু আসলে আইডি হ্যাক কেন হয়? এর মূল কারণ কি? এর মুল কারন হোল অসচেতনতা। একটু সচেতন হলেই আমরা আইডি হ্যাক হওয়া থেকে রোধ করতে পারি।

আইডি হ্যাক সবচেয়ে বেশি হয় ফিশিং এর মাদ্ধমে। এটা ঠিক মাছ ধরার মতোই। আপনাকে লোভ দেখিয়ে হ্যাকার আপনার আইডি হ্যাক করে ফেলবে। যতক্ষণে আপনি জানবেন ততক্ষনে আপনার সাধের আইডি শেষ। ফিশিং এ হ্যাকার একটি নকল ওয়েবসাইট বানাবে যেইটি দেখতে অবিকল আসল ফেসবুক কিনবা জি-মেইল এর মতোই। আপনি যদি আগে থেকে না জানেন কিছুতিই বুঝবেন না। তবে আপনি যদি একটু লিঙ্ক এ খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন  যে লিঙ্ক তা কিছুটা এরকম xhdodh.xyz.com। তাই কেউ যদি আপনাকে কোন লিঙ্ক দেয় এবং বলে দেখার জন্য তাহলে সাবধান। যদি লিঙ্ক এ ঢুকার পর আপনার আইডি আর পাসওয়ার্ড চায় তবে ভুলেও দিবেন না। কারন এতে আপনার আইডিটি হ্যাক হয়ে জেতে পারে।

ফেসবুক বা জি-মেইল আইডি হ্যাক হওয়ার আরো কিছু পদ্ধতি আছে যেইগুলা সম্পর্কে আপনি জানতে চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন।

ফেসবুকএ আমিঃAshraf Akon

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Awesome!!!
Thanx for the valuable video!!!