Norton Internet Security 2011 + License (88 Years)
আজকে আমি আপনাদের কাছে Norton Internet Security 2011 নিয়ে আলোচনা করব। এর আগে আকাশ ভাই Kaspersky Internet Security 2011 এর ৩৭০০ দিনের License নিয়ে আলোচনা করেছেন। আমিও ব্যবহার করেছি। কোন সমস্যা হয়নি। আজ আমি এ টিউন করলাম Norton Internet Security প্রেমিকদের জন্যে। আমিও ব্যবহার করে মজা পাচ্ছি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
চলুন দেখা যাক..............
প্রথমে এখান থেকে Norton Internet Security 2011 + License (88 Years) ডাউনলোড করে নিন। এবার আপনার কম্পিউটারে আগে কোন Internet Security/Anti-Virus থাকলে Uninstall করুন। তারপর ডাউনলোড করা ফাইলটি Extract করুন। তারপর Norton Internet Security 2011 (NIS-ESD-18-5-0-125-EN.exe) ফাইলটি install করুন। এবার " Norton Internet Security 2011" এর window টি open করুন।
Miscellaneous Settings এ ক্লিক করুন
Norton Product Tamper Protection বন্ধ করে, Apply করে OK করুন
এবার “NIS-2011 [88 year].exe” Run করে OK করুন
৪ টা popup window আসবে, OK করুন
ব্যস, হয়ে গেল। পেয়ে গেলেন [88 year] License।
সকাল বেলা COMPUTER SOURCE(Norton এর ডিলার) এর সামনে দিয়ে আসার সময় এমন খুশি লাগছিল। মনে মনে বলছিলাম “তোদের কয়টা কাস্টমার যে কমাইলাম ভাবতেও পারবি না।) COMPUTER SOURCE কে কেউ আবার বলে দিয়েন না যেন।
দয়া করে ব্যবহার করার পর কমেন্ট করুন। তখন ভাল-খারাপ যেটাই বলুন সমস্যা নাই
ফাইলটা কিন্তু ১০২ MB'র। কারও নেট স্পিড কম হলে রাতে ঘুমানোর আগে ডাউনলোড দিয়ে শুবেন, সকালের নাস্তা হিসেবে এটা পাবেন।
বিঃদ্রঃ - অবশ্যই নেট কানেকশন বন্ধ রাখবেন এবং ইন্সটল করার পর Activation window আসলে Task Manager চালু করে শুধু মাত্র Activation window টি End Task এর মাধ্যমে বন্ধ করুন। তানা হলে ক্র্যাক কাজ করবে না।
আগের লিংক কাজ না করলে এখান থেকে চেষ্টা করুন। http://hotfile.com/dl/95524072/d149579/norton2011.i.s.v18.5.0.125.88.yr.rar.html
অনলাইন ইনকামের জন্য আগ্রহী ব্যক্তীগণ নিচের ঠিকানা গুলোতে ভ্রমণ করুন। কপালে থাকলে পেয়েও যেতে পারেন
আমি অর্থহীন জীবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 175 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যে যাই ইউস করুক ভাই আমার এভাস্ট ই ভালো লাগে।সারাজীবন ইউস করে আসছি……………………………………!