চলুন Norton Company’র ১২টা বাজাই

Norton Internet Security 2011 + License (88 Years)

আজকে আমি আপনাদের কাছে Norton Internet Security 2011 নিয়ে আলোচনা করব। এর আগে আকাশ ভাই Kaspersky Internet Security 2011 এর ৩৭০০ দিনের License নিয়ে আলোচনা করেছেন। আমিও ব্যবহার করেছি। কোন সমস্যা হয়নি। আজ আমি এ টিউন করলাম Norton Internet Security প্রেমিকদের জন্যে। আমিও ব্যবহার করে মজা পাচ্ছি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

চলুন দেখা যাক..............

প্রথমে এখান থেকে Norton Internet Security 2011 + License (88 Years) ডাউনলোড করে নিন। এবার আপনার কম্পিউটারে আগে কোন Internet Security/Anti-Virus থাকলে Uninstall করুন। তারপর ডাউনলোড করা ফাইলটি Extract করুন। তারপর Norton Internet Security 2011 (NIS-ESD-18-5-0-125-EN.exe) ফাইলটি install করুন। এবার " Norton Internet Security 2011" এর window টি open করুন।

Setting এ যান

Miscellaneous Settings এ ক্লিক করুন

Norton Product Tamper Protection বন্ধ করে, Apply করে OK করুন

এবার “NIS-2011 [88 year].exe” Run করে OK করুন

৪ টা popup window আসবে, OK করুন

ব্যস, হয়ে গেল। পেয়ে গেলেন [88 year] License।

সকাল বেলা COMPUTER SOURCE(Norton এর ডিলার) এর সামনে দিয়ে আসার সময় এমন খুশি লাগছিল। মনে মনে বলছিলাম “তোদের কয়টা কাস্টমার যে কমাইলাম ভাবতেও পারবি না।) COMPUTER SOURCE কে কেউ আবার বলে দিয়েন না যেন।

দয়া করে ব্যবহার করার পর কমেন্ট করুন। তখন ভাল-খারাপ যেটাই বলুন সমস্যা নাই

ফাইলটা কিন্তু ১০২ MB'র। কারও নেট স্পিড কম হলে রাতে ঘুমানোর আগে ডাউনলোড দিয়ে শুবেন, সকালের নাস্তা হিসেবে এটা পাবেন।

বিঃদ্রঃ - অবশ্যই নেট কানেকশন বন্ধ রাখবেন এবং ইন্সটল করার পর Activation window আসলে Task Manager চালু করে শুধু মাত্র Activation window টি End Task এর মাধ্যমে বন্ধ করুন। তানা হলে ক্র্যাক কাজ করবে না।

আগের লিংক কাজ না করলে এখান থেকে চেষ্টা করুন। http://hotfile.com/dl/95524072/d149579/norton2011.i.s.v18.5.0.125.88.yr.rar.html

অনলাইন ইনকামের জন্য আগ্রহী ব্যক্তীগণ নিচের ঠিকানা গুলোতে ভ্রমণ করুন। কপালে থাকলে পেয়েও যেতে পারেন

globalcashptr.com

Level 0

আমি অর্থহীন জীবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 175 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যে যাই ইউস করুক ভাই আমার এভাস্ট ই ভালো লাগে।সারাজীবন ইউস করে আসছি……………………………………!

নরটন চলে না ভাই আমাদের দেশে… আর আমি তো এভাস্ট ফ্রী ভার্সন ব্যবহার করি। ভালই কাজ করে।

    কেন চলে না।
    আমি তো নিজেই অনেককে কিনতে দেখেছি।

ভাই আমি ক্যাস্পারস্কাই ব্যবহার করি। Norton ব্যবহার করি নাই। তবে আপনার টিউনটা পড়ে ব্যবহার করার ইচ্ছা জাগতেছে। কিন্তু কি করবো আমার ইন্টারনেট স্পিড যে এত স্লো ডাউনলোড করতে পারবো কি না বলতে পারতেছিনা। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

    নেট স্পিড কম হলে রাতে ঘুমানোর আগে ডাউনলোড দিয়ে শুবেন, সকালের নাস্তা হিসেবে এটা পাবেন।

Level 0

প্রিয়তে রাখলাম

Level 0

পরে ভাল লাগল তবে আমি অভিজি ফুল ভার্সন ইউজ করি। চালিয়ে জান।

জটিল টিউন।

    আপনার মত গুছিয়ে তো আর লিখতে পারি নাই। কোন মতে বুঝানোর চেষ্টা করেছি মাত্র।

ভাল তবে update নিবে কিনা সে সম্পর্কে কিছু বলুন। রেজিষ্ট্রেশন বা আরও কিছু ব্যাপার আছে। কোনটা করা যাইব আর কোনটা করলে ধরা খাইমু, সেইটা নিয়াও কিছু বলেন।

    আপডেট করতে পারবেন। রেজিষ্ট্রেশন করার কি দরকার?????????

Level 0

ভাইজান খুব ভাল লাগতাছে হা: হা: হা:………………………………………………আপনাকে অনেক ধন্যবাদ । যাই, ডাউনলোড করি হে হে হে ………

    হা: হা: হা:………………………………………………আপনাকেও অনেক ধন্যবাদ ।

প্রিওতে রাখলাম

সুন্দর এটা পোষ্ট দিলেন

http://1doler.blogspot.com/

Level 0

Bhaia ati ki real version ar moto na trial version moto kaj korbe?

    trial এবং real version একই কাজ করে। trial version দেয় কারণ, ব্যবহার করে আপনার যদি পছন্দ হয় তাহলে যেন লাইসেন্স কিনেন।

এবার “NIS-2011 [88 year].exe” Run করে OK করুন at amar run a kaz kora na

    আপনি এক্সপি/৭ ব্যবহার করেন। ৭ ব্যবহার করলে RUN AS ADMINISTRATOR দিন।

    windows xp use kori aitar jonno ki kora…..doya kora solution diban

    Norton Product Tamper Protection বন্ধ করে, Apply করে OK করার পর NIS-2011 [88 year].exe ডাবল ক্লিক করে চালু করুন। Install Crack এ click করুন। ৪ টা popup window আসবে, OK করুন। ব্যস, হয়ে গেল। পেয়ে গেলেন [88 year] License।

শেয়ার করার জন্য ধন্যবাদ। আমি Norton Internet security ব্যবহার করি। ভালই লাগে। কিন্তু সে দিন Firefoxpicturegallery.exe নামের একটি ভাইরাস ধরতে পারেনাই তাই খুব খারাপ লাগলো। তার পরেও পিসি নিরাপদ মনে হচ্ছে।

ভাই আপনি ৮৮ বছরের লাইন্সেস দিছেন বাচবো কয় বছর। খুব সুন্দর । আমি ঠিক এই সিস্টেমে নরটন গত ৪মাস আগে চালিয়েছিলাম। দেখি ডাউনলোড করতে পারি কিনা?

    ৮৮ বছরের লাইন্সেস দিছি আমাদের পোলা-পাইনদের কথা চিন্তা কইরা। আমরা খামু, তাগো লাইগা কিছু রাইখা যাইতে হইব না।
    ???????????????????????????????????????????????????????????????????????????????????

Level 0

Bhaia apni bollen 200 mb kintu size to 102 mb dekhasse. Kono confusion?

কাজের একটা সফটওয়্যার দিলেন, এটাইতো খুজছিলাম, একটা পেয়েছিলাম, সেটা বেটা এর ক্রাক। তবে এটা লাইভ আপডেট মানে অনলাইনে আপডেট নেয় তো? সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ।

    আপডেট অনলাইনেই হবে। কোন ভয় নাই। কেউ আপনার কিছুই করতে পারবেনা। নিশ্চিন্ত থাকুন।

vai kichui hoi na ,………..to …………….

crack file run dila shady asa ………ok dai kichui hoi na

norton temper protection koi minute r jonno bondho korbo sata bolan nai

r ata ki vista ta kaz hoba ……………

r trial to15 days r

    crack file vista তে RUN AS ADMINISTRATOR দিন।
    ১৫ মিনিট এর জন্য বন্ধ রাখতে হবে।
    Win 7 & XP তে কাজ করে। এবার আপনি ভাবুন।
    ট্রায়াল তো আমি সেটআপ করিনি, তাই আমাকে বলে লাভ নেই।
    ধন্যবাদ।

যদিও আমি নর্টন ইউজ করিনা কিন্তু ভাল একটি টিউন করার জন্য অবশ্যই আপনি ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন।
ধন্যবাদ আপনাকে টিউনের জন্য।

এটা কি আপডেট করা যাবে?

    মন্তব্য লিখার আগে অন্যদের মন্তব্য গুলো পড়ুন।
    কারণ আপনার প্রশ্নের উত্তর সেখানেও থাকতে পারে।
    অবশ্যই আপডেট করা যাবে।

Level 3

ধন্যবাদ সুন্দর একটি টিউনের জন্য।এই এন্টিভাইরাস কি পিসি খুব স্লো করে জানাবেন এবং আগামীতে এ রকম আরো সুন্দর সুন্দর টিউন উপহার দিবেন।

Level 3

টুকু ভাই লিংক থেকে তো মুছে ফেলা হয়েছে তাহলে কিভাবে ডাউনলোড করবো । লিংকটি যদি মিডিয়া ফায়ারে হয় খুব ভাল হয়।

Level 0

Bro, ami XP use kori. Apnar kotha moto kaj korlam ar 1 din valoi support dilo (update o nisshilo), but pordin update dear por hotat license remainning 0 days dekhalo ar 15 diner trail o ses hoe gelo ae settings option akhon disabble dekhasse.Akhon ki korte pari please janaben. Amar ader service khub valo legese ar apnar tune tao.

    প্রথমে আপনার সমস্যার উত্তর দিচ্ছি
    “NIS-2011 [88 year].exe” টা আবার চালু করুন একই নিয়মে। লাইসেন্স টা কিছু দিন পরপর সমস্যা করে। license remainning 0 days দেখালেই “NIS-2011 [88 year].exe” টা চালু করে দিবেন। কাজ শেষ। নির্ভেজাল লাইসেন্স পাইলে অবশ্যই শেয়ার করব।

    দ্বিতীয়ত,
    পাম্ দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
    Norton আসলেই ভাল।
    চাইলে এটাও ট্রাই করতে পারেন এখান থেকে https://www.techtunes.io/download/tune-id/50301/

tuku vai “shatter stock” ar premium acount ar coad ditay parban? pls pls pls pls pls

Level 0

bai zip file ar password ya din pls pls

Level 0

(NIS-ESD-18-5-0-125-EN.exe) file install korta zip file password ta dorkar.
plzzzzzzzz help …

Level 0

File removed

টিপসটা অনেক কাজের, দেয়ার জন্য ধন্যবাদ। কিন্তু ভাই এখানে Dwonload link এ কোন File নাই।তাই এটা কোন কাজে আসবেনা।……………………।ধন্যবাদ

Level 0

বারোটা এইবার বাজামুই……….
অসংখ্য ধন্যবাদ….

Level 0

আমি আগে কাসপারেস্কি ব্যবহার করতাম এখন norton 2010 এর ৩০ দিনের ট্রায়াল ভার্সন চালাচ্ছি… ৬/৭ পর মেয়াদ শেষ হয়ে যাবে। এই ভার্সনের জন্য কোন কি আছে আপনার কাছে ?

Level 0

ভাই crack ফাইল টা ডাউনলোড করতে পারছি না। কোন সাইট এ এইটা আর নাই। যদি পারেন তো Share করেন নতুন করে আপলোড করে।