উইন্ডোজ এর পাসওয়ার্ড হ্যাক করুন কোন প্রকার সফটওয়্যার ছাড়া। ১০০% কার্যকর।

হ্যালো টিউনারস,

আসসালামুয়ালাইকুম।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজকের এই পরবে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি উইন্ডোজ ৭ এর পাসওয়ার্ড হ্যাক করতে করবেন কোন প্রকার সফটওয়্যার ছারাই।অনেকে হইত অনেক পদ্ধতি জানেন তবে এটা সবছেয়ে সহজ এবং দ্রুত পদ্ধতি।

বেশি কথা না বলে চলুন আসল কাজ সুরু করা যাক।

 

 

১।প্রথমে আপনার ল্যাপটপ টি সাটডাউন করবেন।এরপর রিস্টার্ট দিবেন।

রিস্টার্ট দেয়ার পর কম্পিউটার যখন বুট নিবে তখন স্টার্টটিং উইন্ডোজ লেখাতা জখন আশবে তখন আপনি ল্যাপটপ এর প্পওের বাটন চেপে ল্যাপটপ অফ করে দিবেন।

এর পর ল্যাপটপটি আবার চালু করবেন।

এখন দেখবেন একটা নতুন উইন্ডোজ আসছে সেখানে লিখা স্টার্ট রিপেয়ার সেই খানে এন্টার দিন।।

২।এরপর ল্যাপটপ টি একাই রেপাইরে হবে।।এটা হতে অনেক টাইম লাগে।সুতরাং একটু ওয়েট করুন।

 

৩।এর পর স্টার্ট উপ রিপেয়ার এই ডায়লগ বক্স আশলে ভিউ প্রব্লেম রিপোর্ট এ জাবেন।ওখানে  একটা টেক্সট ফাইল পাবেন শেটা ওপেন করেন।

এরপর টেক্সট ফাইলটি ওপেন হলে ফাইল এ গিয়ে আপান্র লোকাল ডিস্ক এ জাবেন।অখানে windows>system32 এ জাবেন।এর পর আপনার ফরম্যাট এর টেক্সট এর জাইগায় all file  select করুন।এরপর sethc ফাইলটি খুজে বের করুন।সেটাকে রেনামে করুন জ কোন কিছু তে/

৪।এরপর একই ফোল্ডার এ   cmd ফাইলটি খুজুন।এরপর অইটা রিনেম করে sethc লিখুন। একপর ওকে করুন।এবং কম্পিউটার রিস্টার্ট দিন।

৫।জখন পাসওয়ার্ড ট্যাব পর্যন্ত আশবে তখন আশল কাজ সুরু।আপনি শিফট বাটন ৫ বার চাপুন।

দেখবেন   cmd ওপেন হয়ে গেছে।

 

.৬।এখন   cmd তে লিখুন net user.enter চাপুন।দেখবেন কম্পিউটার এর সকল ইউজার দেখাচ্ছে।

এখানে আমার ইউজার এর নাম nissan।আপনার ক্ষেত্রে অন্য নাম হবে।

৭।এরপর এইটা লিখুন

net user nissan password

এখানে nissan এর জায়গায় আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এর জায়গায় আপনার পাসওয়ার্ড দিন।

এরপর এন্টার দিন।

হয়ে গেল।এখন আপনার নিউ পাসওয়ার্ড দিয়ে ল্যাপটপ এ প্রবেশ করুন।

 

আশা করি বুজতে পেরেছেন।

যদি কেউ বুজতে না পারেন তাহলে নিচের ভিডিওটি দেখতে পারেন।

https://www.youtube.com/watch?v=_JOu4C1xZ-U

আর কোন সমস্যা হলে টিউমেন্ট এ অবশ্যয় জানাবেন।

 

 

আমার চ্যানেল এ  ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।

 

 

Level 0

আমি নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্পওের বাটন কোনটা ভাই

power button holo laptop on kore j button diye