আসসালামুয়ালাইকুম,
আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং ভাল থাকবেন
টেকনোলজি নিয়ে লিখালিখি করতে আমার ভালই লাগে।তাই এবার তা আরও উপরের ধাপে নিয়ে যেতে চাচ্ছি।
কালি লিনাক্সের নাম শুনেনি অথচ নেটওয়ার্ক বা ওয়েব সিকিউরিটি নিয়ে কাজ করে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।আরও কঠিন কালি লিনাক্সের রিসোর্সগুলো বাংলায় পাওয়া।তা হয়তোবা অসম্ভবের কাছাকাছিই মনে হবে শুনতে।তাই এবার আমি আপানদের সুবিধার্থে একটি বই লিখছি যার ডেমো পার্ট আপনারা এখানেই দেখতে পাবেনঃ- http://www.mediafire.com/download/l7e3mmw7x30qols/Kali+linux+tools+in+a+nutshell+%28chap+2%29.pdf
(বইটি সম্পূর্ণ শিখামূলক উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে।আশা করছি আপনারা সবাই এটি দিয়ে নিজের কোম্পানি বা নিজেকে সুরক্ষিত রাখবেন।কেউ কোন খারাপ কাজে ব্যবহার করলে লেখক দায়ী থাকবেন না)
বইটিতে আমি যতেষ্ঠ পরিমান রিসোর্স দেওয়ার চেষ্টা করবো।তবে এই বইয়ের একটা জিনিশ আপনাদের কাছে বিরক্তিকর লাগতে পারে তা হচ্ছে এখানে বকবক কম আর কাজ বেশি।অর্থাৎ দেখা যায় সকল বইয়েই থিওরি নিয়ে লেখা থাকে প্রচুর কিন্তু টুলসের কাজ লেখা থাকে কম।আমার এই বইটি বিপরীত।আমি এখানে যতটা কম পেরেছি কথা বলেছি আর যতটা বেশি পেরেছি টুলসের কাজ লিখেছি।অর্থাৎ কেউ যদি মনে করে থাকেন কালি লিনাক্স কি তাও এখানে লেখা আছে অথবা কালি লিনাক্সের বেসিক কমান্ডগুলো কি কি ইত্যাদি তাহলে তারা আগে থেকেই বইটি নামিয়ে অযথা কিলোবাইট নষ্ট করবেন না।আমি বিশ্বাস করি শিখার ইচ্ছা থাকলে এই বই দেখে যা বুঝবেন না তা গুগলে ঘেঁটে বের করতে পারবেন।এখানে শুধুমাত্র যেসব টুলস অনেক ব্যবহার করা হয় সেগুলো নিয়েই লেখা।তবে এতটুকু বিশ্বাস রাখতে পারেন এই বই থেকে এক্সক্লুসিভ অনেক কিছুই পাবেন যা দেখে আপনাদেরই চোখ ছানাবড়া হয়ে যাবে 😛
বইটি সম্পূর্ণভাবে শেষ করতে হয়তোবা আরও ১ মাসের মত লাগবে।আমি এটা হার্ডকপি করবো।যদিও আপনারা ডেমো দেখার জন্য পিডিএফ পাবেন সকলেই।
যেসব চ্যাপ্টার এই বইটিতে ফোকাস করা হবে তা হল
information gathering
php webshells and backdoors
web app penetration testing
wifi password cracking
bypassing antivirus
spoofing and sniffing
password cracking
penetration testing
etc etc
হয়তোবা শুনতে অনেক কিছু লাগলেও বইটি হয়তোবা শেষ করতে করতে ১৫০ পৃষ্ঠা হবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে 😛
কারণ ঐযে,আমি কথা কম বলি 😛
আশা করি আপনাদের ফিডব্যাক পাবো।দয়া করে ফেসবুকে হলেও জানাবেন ডেমোটি কেমন হয়েছে আর কি কি করলে ভাল করা যায়
ধন্যবাদ
facebook id:- https://www.facebook.com/s3curitykill3r
আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...
ধন্যবাদ আপনাকে,দেখি কাজে লাগে কি না।