আসসালামুয়ালাইকুম,
একটি স্পর্শকাতর টিউটোরিয়াল নিয়ে এলাম 😛
আজকে আমরা শিখবো আসলে কিভাবে অনেকেই ফ্রিতে বাংলালায়ন নেট চালায়।তবে আগেই বলে রাখছি কাউকে বাশ দিতে নয়,নিজেকে নিরাপদ রাখতে এটিকে ব্যবহার করুন।কোন অসৎ উদ্দেশ্য নিয়ে কিছু করলে আমি দায়ী থাকবোনা!!
তো এখন চলুন কাজের কথায় যাই।
আমি সফলভাবে ax226 মডেলের মোডেমে কাজ করতে পেরেছি।তবে অন্যান্য মডেলে হবে কিনা আমার জানা নেই।সুতরাং মোডেম খোয়ালে সেটা নিজ দায়িত্বে খোয়াবেন।আমাকে কিছু বলতে পারবেন না 😐
প্রতিটা মোডেমের একটা নির্দিষ্ট ম্যাক এড্রেস থাকে এবং এর মোকাবেলায় থাকে একটি ইউজারনেম ও পাসওয়ার্ড।আমরা মূলত ম্যাক এড্রেস এডিট করেই আমাদের কাজটি করবো 😀 অর্থাৎ অন্যান্য সব সিস্টেমের মত এটা ২ দিন পরে কাজ করবেনা এমন আবুল মেথড না 😛
ধরুন কোন বন্ধুর ইউজারনেম এবং পাসওয়ার্ড আপনি জেনে গেলেন।এখন চলুন কিভাবে আমরা এর ম্যাক এড্রেস বের করতে পারি!
প্রথমেই চলে যানঃ- http://care.banglalionwimax.com এই ওয়েবসাইটে এবং লগিন করুন আপনার বন্ধুর ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে।
ধরুন ইউজারনেমঃ- এবং পাসওয়ার্ড ১২৩৪৫৬ (এটি একটি এক্সপায়ার্ড হয়ে যাওয়া আইডি)
এখন সাইটের history tab and then session history তে ক্লিক করুন।দেখবেন ওখানে ফ্রম এবং টু দেওয়া আছে।হিসেব করে এক মাসের ব্যবহার দেখার জন্য বসিয়ে দিন।দেখবেন প্রথমেই ম্যাক আইডি শো করতেছে 😛 এইতো পেয়ে গেলেন ম্যাক আইডি;)
এবার চলুন আমরা ম্যাক আইডি রাইট করা শিখে নেই আগে।
প্রথমেই http://www.mediafire.com/download/8y0mm4ssk404jim/beceemcontrolpanel.zip ডাউনলোড করে নিন।এই যিপটির পাসওয়ার্ড 1234।
আনযিপ করলে ফলস ওয়ার্নিং দিতে পারে অ্যান্টিভাইরাস।যেহেতু ম্যাক আইডি অভাররাইট করে সেই হিসেবে জিনিসটা খুব সুবিধার না অ্যান্টিভাইরাস এর কাছে 😛
এবার ইন্সটল করুন এবং ওপেন করুন।ওপেন করার পর প্রথমেই বাংলালায়ন ম্যানেজার সম্পূর্ণভাবে বন্ধ করে দিন এবং beceem সফটওয়্যারটির কানেক্ট বাটনে ক্লিক করে মোডেম কানেক্ট করে নিন।এরপর ম্যাক লেখা যেই ট্যাব আছে সেই ট্যাবে গিয়ে ম্যাক আইডিটি লিখে ফেলুন 😀 তবে হ্যাঁ সব ক্যাপিটাল অক্ষর হতে হবে কিন্তু।এরপর "write" এ ক্লিক করে অপেক্ষা করুন
(ওয়েবসাইটে আপনারা ম্যাক দেখবেন একত্রে যেমনঃ- 1f2e4rsws1।এটিকে ভেঙ্গে 1f 2e 4r sw s1 করে নিয়ে এরপর beceem এ বসাবেন।তাহলে বসাতে সুবিধা হবে)
কিছুখন পর দেখেব ডিভাইস গেট টাইমআউট বা এমন কিছু একটা এরর দিয়েছেন।বুঝে নিবেন কাজ হয়ে গেছে 😀
এবার মোডেমটা খুলে আবার লাগিয়ে আপনার বন্ধুর ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে আরামসে নেট চালান 😛
(কিভাবে ইউজারনেম পাসওয়ার্ড বের করতে হয় তা না হয় পাব্লিক প্লেসে গোপন থাকলো 😀 সব তো আর সব জায়গায় বলা যায়না 😛 আর এগুলো ইলিগাল।কিভাবে নিজেকে বাঁচাতে পারেন যদি নিজেই ভিকটিম হয়ে যান?পাসওয়ার্ড বদলাতে থাকুন এছাড়াও বারবার কানেক্ট ডিসকানেক্ট কোন কারণ ছাড়াই খেলে সাবধান হোন।মনে রাখবেন একই সাথে ২ ডিভাইস কানেক্ট থাকতে পারেনা একই ম্যাক নিয়ে।তাই বার বার অযথা কানেক্ট ডিসকানেক্ট হলে নড়ে চড়ে বসুন আর দেখুন ভেজাল কোথায় :P)
আমার সাথে যোগাযোগ করতে চাইলেঃ- fb.com/s3curitykill3r
আমাকে টিউমেন্টে আজেবাজে কিছু বলার চিন্তা করলে আগের থেকেই বলে রাখি এটি একটি পার্মানেন্ট মেথড। এর থেকে স্ট্রং আর কাজের মেথড আমার জানা নেই।আমি গত ২ বছর ধরে নেট চালিয়ে যাচ্ছি ফ্রিতে।তাই কিছু বলার আগে জেনে আসবেন। ধন্যবাদ 🙂
আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...
ভাই এই লোক যদি টাকা চায় তাহলে টাকা দিয়েন না৷ বাংলালায়নেৱ user account hack korla original user dar use korta problem hoba.