এবার বাংলাদেশে Airtel এর ওয়েবসাইট হ্যাকিং হলো

Hacked

এই মাত্র কিচুক্ষন আগে আমি ফেসবুক থেকে এয়ারটেল এর বিজ্ঞাপন দেখে ওদের ওয়েবসাইটে প্রবেশ করি। কিন্তু করেই দেখি যে, ও মা, একি অবস্থা ওয়েবসাইটের। একটু পরেই বুঝলাম যে, ওয়েবসাইটটি হ্যাক করা হয়েচে। শুধু তাই না, ওখানে লেখাও আচে যে, বাংলাদেশী হ্যাকার। বিশ্বাস না হলে আপনারাও গিয়ে দেখে আসুন তাড়াতাড়ি। আর মন্তব্য করুন। আমি তো অনেক মজা পেয়েচি। 😛

http://www.bd.airtel.com/

http://www.airtelbd.com/

আপডেটঃ

এই হ্যাকারের হ্যাক-কৃত আরো কিচু ওয়েবসাইট দেখুনঃ

http://www.google.com/search?q=TiGER-M@TE&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোই স্বাগতম দিলো ।

    আমিও স্বাগতম জানালাম!

    আমিও হেকার ওইবার চাই, কেমনে অমু রাস্তা জানবফ্র চাই। হেকিং কইরা আবার ভালো কইরা দিবার চাই।। Airtel রে আমার সোনার বাংলা থিকা বিতারিত করবার চাই।

বিসমিল্লাহি গলদ, বুঝবো বাঙ্গালী কি জিনিস।

Level 0

bnaglar selero piciea nai.dekh sala indian ra tigar row pare.keep it up tiger

Level 0

ভালোই তো ইন্ডিয়ান সাইবার আর্মি ,পাকিস্তানী, এবং অন্ত:পর বাংলাদেশের টাইগার হালুম 🙂

দেখতে তো আমাগো টাইগার বাট মাল টা যে কে সেটা আগে চেক করুক

    Level 0

    হু ঠিকই বলেছেন।।। আগে দেখা যাক কে করলো কাজটা

    আমারও টাইগার-টাকে দেখতে অনেক ইচ্চে করতেচে।

এই হ্যাকার কে অস্কার দেয়া হোক।কারন বাংলাদেশে gp(ডাকাত,চোর,খানকি ),blink(বাজে নেতওয়ার্ক),Robi(সুবিধা বাজ),citycel(ফালতু),Teletalk(দেশি)।মোবাইল কম্পানি গুলা আমাদের কাছ থেকে যে পরিমান ভ্যাট নিচ্ছে তাতে বাংলাদেশের মানুষ ভিক্ষার জুলি নিয়ে নামতে হবে in future।হেল্প লাইনে ফোন করতে হলে টাকা কেন লাগবে।

    কবে যে, গ্রামীণফোনের ওয়েবসাইট হ্যাক হবে।

Level 0

problem loading page দেখাচ্ছে…

হ্যাকাতম এয়ারটেল ! মানুষ দেখেছো বাঙালি দেখোনাই। এসেই পুরাতনদের অনুসরন করছ, বোঝো এবার বাঙালি কি জিনিস!

আহা দেখার সৌভাগ্য হল না… এখন দেখাচ্ছে Directory Listing Denied
তবে খুশি লাগছে বাংলাদেশী হ্যাকার সাইটটি হ্যাক করেছে। এখন তিনি যদি ধরা না খান তাহলেই তারে ধন্যবাদ দিমু… 😉

    http://www.airtelbd.com/ এই লিংটা দেখেন। এটা এখনও আচে।

    এই মাত্র তাদের সাইটে যাইয়া দেখি বড় কইরা Under construction সাইনবোর্ড ঝুলায়া দিছে…

    ভাই, http://www.bd.airtel.com/ এই সাইট-টাই এয়ারটেলের অন্যটা ভুয়া, মানে কেউ হয়তো কিনে রাখছিলো বেশী দামে বিক্রী করবে এই আশা ছিলো হয়তো।

এই হ্যাকারের হ্যাক-কৃত আরো কিচু ওয়েবসাইট দেখুনঃ

http://www.google.com/search?q=TiGER-M@TE&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a

ভাইজানেরা বিএসএফ’কে(ভারতিয় সীমান্ত রক্ষি বাহিনী) হ্যাক করার কোন সিষ্টেম নাই?
তারা প্রতিদিন যেই ভাবে আমাদের বাংলাদেশীদের গুলি করে মারতেছে!
এখন দরকার হয়ে গেছে তাদেরকে হ্যাক করে অচল করে দেয়ার।

হুমমম… দেখে মজা পেয়েছি । ওদের সাইট কি ২টাই?? মানে অফিসিয়াল কোনটা?

Level 0

আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে টাইগার হবে

    বাহ বাহ বাহ! মাহবুব ভাই আজকাল কবীও হয়ে গেলেন দেখছি।

    Level 0

    আরিফ আমি কিন্তু বাংলার ছাত্র 🙂 তবে এখন ইন্টারনেট নিয়েই আছি 🙁

হ্যাকারদের কাজ ভাল লাগে সবসময়। তবে তাদের উচিৎ আমাদের দেশের সাইবার প্রটেকশান বিধান করা। আর বাংলাদেশী ভাইদের হ্যাকিং শিখিয়ে বাইরের সাইবার শত্রুর হাত থেকে আমাদের সাইবার জগৎকে বাঁচানো। তাদের কাজটা সুন্দর লাগলো আর এই মুহুর্তে http://www.bd.airtel.com.bd আন্ডার কন্সট্রাক্সানে…… 😀 😀

ভাল সার্ভিস না দিলে আবার হ্যাকিং করুক 🙂

http://www.bd.airtel.com/
এইটাতো ঠিকই আছে
তবে http://www.airtelbd.com/ এখনো হ্যাক হয়ে আছে।

ধন্যবাদ জানানোর জন্য। তবে আমি মনে করি হ্যাকারটির এইটা করা ঠিকই হয়নি কারণ এয়ারটেল কেবলমাত্র তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
থিক্কার দেই এমন হ্যাকারকে যে গ্রামীণফোনের সাইট হ্যাক না করে এয়ারটেলের সাইট হ্যাক করল।

    Level 0

    জিপিতো হারামি কম না, ওরা আগে থেকেই রেডী, পাকা শয়তান, আর airtel সম্ভবত আতুরের, তাই নরম থাকতেই গরম শিক্ষা দিয়া দিছে, হাহাহা

    ভাই, http://www.bd.airtel.com/ এই সাইট-টাই এয়ারটেলের অন্যটা ভুয়া, মানে কেউ হয়তো কিনে রাখছিলো বেশী দামে বিক্রী করবে এই আশায়।

Sabas Bangladesh sabas.

Level 0

সুমন ভাই, ধন্যবাদ মজার ব্যপাটা শেয়ার করার জন্য।

Level 0

Dhora na khailey Aboshoi Dhonnobad pabey amar Pokho theke shei hakerti.

ইহা মাত্র সূচনা….

website to thik e ase………..
r oder original website holo http://www.bd.airtel.com

ওদের অফিশিয়াল সাইট http://www.bd.airtel.com আনন্দ করার কিছুই নাই।

    Level 0

    http://www.bd.airtel.com ই বন্ধ ছিলো, সকালবেলায় আমি যখন চেক করি তখন বাস্তবেই বন্ধ। আমি অবম্য হ্যাক কালীন অবস্থাটা তদখতে পাইনি, তবে সাইট অফ পাই। তারমানে আমি নিশ্চিত যে অবম্যই কিছু একটা গোলমাল অবশ্যই ছিলো।

    Level 0

    হু রাতের বেলা প্রথমে হ্যাকিং এর এড দিয়েছে পরে সাইন বোর্ড। সকালের দিকে ঠিক হয়েছে আবার এয়ারটেল এর সাইট

Level 0

thanks for tiger.

Level New

অস্কার দেওয়া উচিত।

যারা এই Tiger M@te নামের গাধাটাকে হ্যাকিং এর জন্য ধন্যবাদ দিচ্ছেন তাদের কে ধিক্কার জানাই৷
একটা কথা চিন্তা করেন, এই গাধাটা যদি আপনার সাইট বা আমাদের প্রিয় টেকটিউনস কে যদি হ্যাক করত তাহলে কি এই গাধাটাকে এইভাবে সাধুবাদ দিতে পারতেন ???? এই ধরনের সাইবার ক্রাইমকে ঘৃনা করতে শিখুন৷

    aponaky ধিক্কার জানাই

    Level 0

    জনাব, আপনার কথা সরাসরি প্রত্যাখ্যান করলাম, এ যুগে চ্যালেন্জে চলে, ভয়ে চলে না, হ্যাক হওয়াটা ব্যাপার না, টেকটিউনস কেন, এমাজন ও হ্যাক হয়েছিল। যদি নিজেরটা বা টেকটিউনকে রক্ষার শক্তি এর এডমিনদের না থাকে তবে উনারা এটা খুলতেন না। আর হ্যাক হলেও সমস্যা নাই, কারন এর ব্যাকআপ থাকার কথা। হ্যাক হওয়া জরুরী, তাতে নিরাপত্তা ত্রুটি ধরা পড়ে, আমি আমার সাইট হ্যাক হলে ফল্টটা বুঝতাম। আর, হ্যাকার সাহেব এমন লাখ টাকার বাশ দেন নাই, জাষ্ট একটা টেলিকমিউনিকেশন কম্পানির ডায়নামিক পেজের কোথাও ফল্ট পেয়ে আংাগুল চালিয়েছেন মাত্র। তিনি সদস্য বা ডাটার ক্ষতি করেন নি। আর তার এ সমস্যাটা তারা নতুন করে “সিএমএস’ আবার ইন্সটল করে ব্যাকআপ রিস্টোর করে দিছে, যায়গার জিনিস জায়গায়, এতে দুখের কি আছে বুঝলাম না।

Level 0

হ্যাকিং জিনিস টা মজার????????????????????

একটু টেনশন বোধ করছি। হ্যাকিং রোধ করার উপায় কি?
http://www.masterzones.com

    Level 0

    আসল কথা বরব? ই দুনিয়ায় ১০০% নিরাপত্তা কেউ, কোনো সাইট, কোনো সফটওয়ার, কোনো স্ক্রিপ্ট দিতে পারবে না। হা হা হা, এটাই আসল। দুখিত, শান্তনা দিতে পারলাম না, কারন এটাই বাস্তব। একটা সাইটকে একজন নিরাপদ বানালো, অথচ ভেবে দেখুন কত লক্ষ লক্ষ লোক তা ভিজিট করছে, কত জিনিয়াস ব্যক্তির চোখে পড়ছে, তাদের মধ্যে কেউ না কেউ তার দুর্বলতা আবিস্কার করে ফেলতেই পারে। তাই না, তেব স্টান্ডার্ড মানের সিকিউরিটি সবাই নেয় কমবেশী

Level 0

পোস্টটাও দেখি হিট হইছে

আ কি বলবো বুঝতে পারছি না । তবে আমি প্রাথমিক ভাবে নিশ্চিত হতে পারছি না যে বাংলাদেশি হ্যাকার ই এই কাজ টা করছে ।
আমি tiger-m@te এর হ্যাক করা আরো কিছু সাইট দেখেছি । তার সম্প্রকে আমি গবেষনা করছি কিছু দিন ধরে । আমি যতটুকু যা যান্তে পেরেছি তা আপনাদের সামনে তুলে ধরছি ।
আপনারা আবার মনে করবেন না যে আমি হ্যাকিং এর বিরোধীতা করছি । tiger-m@te এ পর্যন্ত যতগুলো ওয়েব সাইট হ্যাক করেছে তা কিন্তু সবগুলোই বাংলাদেশি এখন আপনারা কি নিশ্চিত সে এক জন বাংলাদেশি হ্যাকার অন্য দেশ ও তো হতে পারে হতে পারে সে ইন্ডিয়ান ।আমি আপনাদের কে বলবো একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন bangladeshi hacker লেখলেই যদি বাংলাদেশী হ্যাকার হয় তাহলে ভুল করবেন ।এইটা একটা পদ্ধতি হ্যেজিটেট করবার জন্য । নিম্নে কিছু তথ্য আপনাদের সামনে পেশ করা হলো ।
tiger-m@te হ্যাকিং শুরু করছে ১২/০৮/২০১০ –
এখন সর্বশষ খবর অনুযায়ি সে শুধু মাএ বাংলাদেশী সাইট গুলো হ্যাক করেছে এর সংখ্যা ৩৫৬ টি ।

আমার মনে হয় এইটা একধ্রনের নেটিকচাল ।

    Level 0

    হু গুরু আমিত্ত সহমত। গুগল এ ইমেজ সার্চ দিলে সাইটে দেত্তয়া ছবিটি অন্য একটি সাইটে পাত্তয়া যায়। যেখানে অন্যান্য দেশের হ্যাকারদের ছবিত্ত দেত্তয়া আছে। যা হ্যাক করে বিভিন্ন সাইটে দেত্তয়া হয়।