টাইটেল দেখেই তো বুঝে যাওয়া উচিত এই জিনিষ শিক্ষামূলক কাজে ব্যবহার করে নিজেকে বাঁচাতে ব্যবহার করবেন।আকামে ব্যবহার করার পর আমাকে দোষ দেওয়া যাবেনা কিন্তু 😀
আজকে আমি যেই সফটওয়্যারটা নিয়ে এসেছি এটা শুধুমাত্র রুটেড মোবাইলের জন্য।ভয়াবহ পাওয়ারফুল একটা সফটওয়্যার।সুতরাং সাবধান;)
আগে আমরা জানবো এমআইএমটি (MITM) কি?
মনে করুন আপনি আর আমি একই নেটওয়ার্ক এ কানেক্টেড আছি।এখন কেমন হবে যদি আপনার সব ডাটা আমার মোবাইল দিয়ে যাতায়াত করে?;) কি চমকে গেলেন?মনে হল না "আরে এ তো রাউটারের মাঝ দিয়ে যাওয়ার কথা সরাসরি।ভাইয়ের মোবাইল দিয়ে কেন যাবে?" জী জনাব এর জন্যই এটাকে এমআইটিএম বলে অর্থাৎ ম্যান ইন দা মিডল।
সিস্প্লইট সফটওয়্যারটি ডিস্প্লইট নামক আরেকটি সফটওয়্যারের উন্নত ভার্সন এবং আমার খুবই প্রিয়।এর বিশেষ কারণ হচ্ছে এখানে মেটাস্প্লইট নামক একটি ওপেনসোর্স সফটওয়্যার বিল্টইন দিয়ে দেয় যার মাধ্যমে ত্রুটিযুক্ত ডিভাইসে এক্সেস নেওয়া যায়।তবে সম্ভবত এটা বেটা স্টেজে আছে তাই তেমন একটা কাজ করেনা।
যাই হোক অনেক আজাইরা বক বক করে ফেললাম।যেহেতু টেক্সটে লিখে এটা পুরোপুরি বুঝানো সম্ভব নয় তাই একটি ভিডিও বানিয়ে ফেলেছি গতকাল রাতেই 😀
আশা করি ভিডিও দেখেই বুঝে ফেলবেন কিভাবে কি হচ্ছে আর কি কি করতে পারবেন।
উল্লেখযোগ্য ফিচার হল
ইমেজ রিপ্লেস
ভিডিও রিপ্লেস
কোড ইনজেকশন (এডভান্স লেভেল)
কেউ HTTP ব্যবহার করে পাসওয়ার্ড ইনপুট করলে তা বের করে ফেলা
ইত্যাদি
তো চলুন এখন আমরা ভিডিওটি দেখি 😛
ভিডিওটি দেখে কিছু না বুঝলে ইউটিউবে জানাতে পারেন অথবা টিউমেন্টেও লিখতে পারেন এছাড়াও আমার ফেসবুক আইডি "হাসান শাহরিয়ার" তো খোলা আছেই;)
তো আর বাকি কেন ঘাটতে বসে পরুন 😀
আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...
ধন্যবাদ ভাই, ধারুন বিষয় নিয়ে টিউন করেছেন।