তবে হ্যা... প্রায়ই শোনা যায়, কারো আইডি হ্যাক হয়েছে। হয়তোবা কখনো আপনারটা হ্যাক হয়েছে। কিন্তু এতে ফেইসবুক কর্তৃপক্ষের কোন ফল্ট নাই। আপনার খেয়ালীপনার জন্যই নিজের আইডি হারিয়েছেন। হয়তো কখনো অন্য কারো পিসি বা মোবাইল দিয়ে লগ ইন করে লগ আউট করেননি বা করলেও ব্রাউজারে পাস ভুলে সেভ করে এসেছেন নাহয় কোন আনসিকিউরড লিঙ্কে লগ অন করে ফেবু আইডি-পাস দিয়ে এসেছেন। আই মিন কেউ আপনাকে বোকা বানিয়ে আপনার ইমেইল-আর পাসওইয়ার্ড হাতিয়ে নিয়েছে। একে বলে ফিশিং, বাংলায় বলা যায় শিকার করা।
ফিশিংঃ আপনাকে কোন লিঙ্ক দিবে, যাতে লোভনীয় কোন টাইটেল থাকবে (যেমনঃ freefb.com বা question.beforexm.com ইত্যাদি) আপনি সেখানে গেলে বলবে যে "u must log in first" আপনি যদি সেখান থেকে আপনার আইডিতে লগ ইন করেন তাহলে রিডাইরেক্ট হয়ে আপনার প্রোফাইলেই ফিরে যাবেন। কিন্তু একই মধ্যে আপনার অজান্তেই আপনার আইডির পাস-ইমেইল ওয়েবসাইট এডমিনের ই-মেইলে চলে যাবে। একেই বলা হয় ফিশিং।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফিশিং সাইট তৈরী করা হয় আর ফেইসবুকারদের বোকা বানানো হয়।চাইলে আপনিও ট্রাই করতে পারেন 😉
এরপর আপনার ইমেইল আইডি, ইচ্ছামতো একটা পাসওয়ার্ড, ইচ্ছামতো ওয়েবসাইটের জন্য একটা ডোমেইন নাম (আমার ক্ষেত্রে freefb) লিখে 'sign up' এ ক্লিক করুন।
ওয়াপকা তে আপনার এক্যাউন্ট তৈরী কথা হয়ে গেছে। এখন ইমেইলে গিয়ে সাইটি ভেরিফাই করে নিন।
ভেরিফাই করার পর "go back" এ ক্লিক করে আপনি রিডাইরেক্ট হয়ে আপনার প্রোফাইলে চলে যান যা মাত্র তৈরী করলেন।
এবার "create new site" এ ক্লিক করুন। এবং একটি লোভনীয় unique ডোমেইন নেইম দিন।
সাবমিট করুন। ব্যস, আপনার সাইট তৈরী হয়ে গেলো এবার এডিটের পালা। "manage it" এ যান।
admin mode এ যান
এখন যা দেখতে পাবেন তাই আপনার ওয়েবসাইট। এবার "এডিট সাইটে' ক্লিক করুন।
এবার "Xhtml code" এ ক্লিক করুন।
এবার ফাকা বক্সে ফেইসবুক লগ ইন পেইজের কোড লিখে সাবমিট করলেই আপনার ওয়েবসাইটে ফেইসবুক লগ ইন পেজ চলে আসবে।
এবার কেউ যদি আপনার এই সাইট থেকে ফেবুতে লগ ইন করে তাহলে তার ইমেইল আর পাস আপনার মেইলে চলে যাবে। 🙂
এগুলো থেকে দূরে থাকি। হ্যপি ফেইসবুকিং 😛
+
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Password ace na