তথ্য নিরাপত্তা প্রযুক্তি ও বাংলাদেশী প্রেক্ষাপটে এর কার্যকারিতা


গতকাল সাইবারট্রেন্ডজ এর অফিসিয়াল মিটিং এ আমন্ত্রন করা হয় তারেক সিদ্দিকিকে, তারেক সিদ্দিকি একজন তথ্য নিরাপত্তা বিশ্লেষক, ইথিকাল হ্যাকার, বাগ বাউন্টি হান্টার এবং বর্তমানে বিগ ওয়েব টেকনলজিস এ রিসার্চ হেড হিসেবে কর্মরত।  তিনি তার বক্তব্যে তথ্য নিরাপত্তা প্রযুক্তি ও বাংলাদেশী প্রেক্ষাপটে এর কার্যকারিতা সম্বন্ধে আলোচনা করেন।  তিনি এই ক্ষেত্রে সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পেশার পথ সম্পর্কে কথা বলেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্য নিরাপত্তা প্রযুক্তি একটা বিশাল ক্ষেত্র যেখানে বর্তমানে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে।  তিনি বাংলাদেশে সিকিউরিটি রিসার্চার তৈরির প্রতি গুরুত্ত আরোপ করেন।  তিনি আরও বলেন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে সাইবার সিকিউরিটি বিষয়ক ট্রেনিং করানো হলেও ভালোমানের কাজ করার মত রিসার্চার তৈরি হচ্ছে না।  পরিশেষে সেই অপূর্ণতা থেকেই যাচ্ছে।

আর এর প্রধান কারণ হিসেবে তিনি বলেন, আমরা শুধুমাত্র একটা ট্রেইনিং আর সার্টিফিকেট এর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু এই সেক্টরে কাজ করার যেই প্রবল ইচ্ছাশক্তি সেটা আমাদের নেই।  তাই আমাদের কিছু নির্দিষ্ট জিনিষের মধ্যে সীমাবদ্ধ না থেকে তথ্য নিরাপত্তা প্রযুক্তিতে রিসার্চ করা এবং ভালোমানের কাজ করার প্রবল ইচ্ছাশক্তি জোগাতে হবে এবং এ লক্ষে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে যখন ভালোমানের কাজ করার মত রিসার্চার তৈরি হবে তখন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা তারাই নিশ্চিত করতে পারবে।  তখন আর অন্যান্য দেশ থেকে কোটি টাকা খরচ করে তথ্য নিরাপত্তা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাড়া করে আনতে হবে না।  তিনি সাইবার সিকিউরিটিতে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও আলোচনা করেন।

তিনি বলেন, কেউ চাইলে সাইবার সিকিউরিটিতে তার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।  কারণ বর্তমানে বাগ বাউন্টি করে অনেকেই হাজার হাজার এমনকি লাখ টাকাও ইনকাম করছেন।  তাই আমাদের উচিত এখন থেকেই ইথিক্যাল হ্যাকিং-এর প্রতি জোর দেওয়া।  যাতে করে বিশ্বের সাথে একসাথে তাল মিলিয়ে চলতে পারি।  তিনি বলেন সাইবার সিকিউরিটিতে যদি কেউ ক্যারিয়ার গড়তে পারেন তাহলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।  কারণ কাজ করার ক্ষেত্রের কোন অভাব নেই।  সেই সাথে দক্ষতা অর্জনের প্রতিও গুরুত্ব আরোপ করেন।  এই ক্ষেত্রে কাজের অভাব না থাকলেও দক্ষ জনশক্তি নেই সাইবারট্রেন্ডজ তার উদ্দেশ্য ও লক্ষ এর সাথে একাত্মতা প্রকাশ করে।  তারেক সিদ্দিকি সাইবারট্রেন্ডজ এর চিফ অ্যাডভাইজর ও মেন্টর হিসেবে তাদের সাথে থাকার প্রত্যয় বাক্ত করেন।  মিটিং-এ আরো উপস্থিত ছিলেন সাইবারট্রেন্ডজ-এর সিইও রাশেদ হাসান সহ অন্যান্য কর্মকর্তারা।


আমরা সাইবারট্রেন্ডজ-এর শুরু থেকেই চাচ্ছি বাংলাদেশে একটা সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে এবং এই লক্ষেই কাজ করে যাচ্ছি।  আর এবার সাইবারট্রেন্ডজ আপনাদের জন্য নিয়ে এসেছে দুটি সার্টিফায়েড ট্রেইনিং প্যাকেজ।  যেগুলো সম্পন্ন করার মাধ্যমে আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারবেন আরো একধাপ উপরে।  ট্রেইনিং প্যাকেজগুলো হল-

১. APVA (Advance Web Penetration Testing and Vulnerability Assessment).

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুনঃ https://cybertrendzinc.com/APVA.html

২. PPNA (Professional Network Penetration Testing and Security Assessment).

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুনঃ https://cybertrendzinc.com/PPNA.html


আমাদের সাথে যোগাযোগ করতে-

Website: http://www.cybertrendzinc.com
Blog: blog.cybertrendzinc.com
Team: http://www.cybertrendzinc.com/Team.html

 

 

Level 0

আমি সাইবারট্রেন্ডজ ইনকর্পোরেটেড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Quality of Authenticity | Service With Integrity


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস