এবারে হ্যাক করুন ESET NOD32 Antivirus 4 এবং আজীবনের জন্য ব্যবহার করুন!! এখন থেকে আপডেট করতে আর কোনদিন Username/Password লাগবে না!! (এ বছরের সেরা উপহার!!!)

সবাই কেমন আছেন?? আশা করি অনেক অনেক ভাল!! আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি।
আজ আপনাদের এমন একটি টিউন উপহার দিব, যা দেখে অনেকেরই আনন্দে লাফাতে ইচ্ছা করবে। (যারা ESET NOD32 Antivirus 4 ব্যবহার করে।)

©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©
আমার এর আগের টিউনে Kaspersky Internet Security 2011 এর বারটা বাজিয়েছিলাম, মানে ৫ বছরের লাইসেন্স হ্যাক করতে শিখিয়েছিলাম। (যারা ক্যাস্পারস্কি ব্যবহার করেন, তারা দেখে নিতে পারেন)
আর আজ ESET NOD32 Antivirus 4 এর বারটা বাজাতে যাচ্ছি।
অর্থাৎ আজ ESET NOD32 Antivirus 4 আজীবণের জন্য ফ্রি তে কব্জা করার পদ্ধতি দিব।

©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©

আপনারা নিশ্চই জানেন যে, যারা লো-কনফিগারেশনের পিসি ব্যবহার করেন, তাদের জন্য ESET NOD32 Antivirus একটি আশীর্বাদ স্বরুপ!! কেননা এটি পিসিকে একদমই স্লো করেনা বললেই চলে!! তাছাড়া ভাইরাস ধরতেও এটি পৃথিবীর ১ম তিনটি অ্যান্টিভাইরাসের একটি।
এটি আপডেটও করে খুব দ্রতগতিতে। কিন্তু এই Antivirus টির সবচাইতে বড় অসুবিধা হচ্ছে, প্রতিবার আপডেট করতে নতুন নতুন ইউসারনেম/পাসওয়ার্ড লাগে। তার উপড় কিছুদিন পর পর এই ইউসারনেম/পাসওয়ার্ড ব্লক হয়ে যায়!!! তখন আবার আমাদের ছুটতে হয় নতুন ইউসারনেম/পাসওয়ার্ড এর জন্য। যা অত্যন্ত বিরক্তিকর একটি কাজ। আমি আবার যা ব্যবহার করি, তা একেবারে নিজের করে নিতে ভালবাসি!! তাই গবেষনা শুরু করলাম এবং আজ সাফল্য পেয়ে গেলাম।
আমার এই ট্রিকের মাধ্যমে  ESET NOD32 Antivirus 4 আপডেট করতে আর কোনদিন ইউসারনেম/পাসওয়ার্ড লাগবে না!!!!! সরাসরি আপডেট হবে এবং আজীবণের জন্য ৩১ দিনের ট্রায়াল লাইসেন্স পাবেন!!! অর্থাৎ প্রতিবার কম্পিউটার রিস্টার্ট দেয়ার পর ৩১ দিনের ট্রায়াল লাইসেন্স পাবেন!!!! কি মজা তাইনা??? তাহলে আর কথা না বাড়িয়ে আসুন শুরু করি-

তবে তার আগে বলে নিই-

আমার দেয়া প্রতিটি স্টেপ ফলো করবেন। কোন একটি বাদ দিলে/পরিবর্তন করলে এবং সেক্ষেত্রে কাজ না হলে আমি দায়ী থাকব না। তাই যেভাবে বলি ঠিক সেভাবে কাজ করুন। সাফল্য নিশ্চিত!!!

  • ১.প্রথমেই এখান থেকে আমার দেয়া জিপ ফাইলটি ডাউনলোড করে Extract করুন।(মাত্র ৩ মেগাবাইট) ভিতরে ESET Fix.exe নামে একটি ফাইল পাবেন। এক্ষেত্রে বলে রাখা ভাল যে আপনার অ্যান্টভাইরাস এটিকে ভাইরাস অথবা আন-ওয়ান্টেড অ্যাপ্লিকেশন হিসাবে ডিটেক্ট করতে পারে। তাই অ্যান্টিভাইরাস ডিসেবল করে ডাউনলোড করুন। ১০০০% নিশ্চিত থাকুন এটি কোন ভাইরাস নয়। পুরোপুরি নিশ্চিন্ত থাকুন।
  • ২.আপনার পিসিতে যদি আগে থেকে ESET NOD32 Antivirus 4 ইন্সটল করা থাকে, তবে আন-ইন্সটল করুন এবং পিসি রিস্টার্ট দিন। (জরুরী)
  • ৩.এবার সবকিছু ডিফল্টে রেখে একটি ফ্রেশ কপি ইন্সটল করুন।
  • ৪.ESET NOD32 Antivirus 4 ওপেন করুন এবং নিচের ছবির মত ডিসপ্লে অপশনটি Advenced Mode এ সেট করুন।
  • ৫.এবার কী-বোর্ড থেকে F5 চাপুন এবং নিচের ছবির মত Enable Antivirus & Antispyware Protection এবং Enable Self-Defence থেকে টিক চিন্হ তুলে দিন এবং পিসি রিস্টার্ট দিন। (টিক চিন্হ তোলার সময় কোন মেসেজ আসলে OK/Yes করুন)

  • ৬.এবার আমার দেয়া ফাইলটি চালু করুন। নিচের ছবির মত একটি মেসেজ পাবেন। OK করুন।

  • ৭.এবার নিচের ছবির মত FIX বাটনে ক্লিক করুন। About Tab আসা পর্যন্ত অপেক্ষা করুন। সব মিলিয়ে ১০ থেকে ২৫ সেকেন্ড টাইম লাগতে পারে। EseT Fix ট্যাব এ গিয়ে দেখুন নিচের দিকে Finished লেখা আছে। এবারে ক্লোজ করুন।

  • ৮.পিসি রিস্টার্ট করুন।
  • ৯.এবারে ৫ নং পয়েন্টের নিয়ম অনুযায়ী Enable Antivirus & Antispyware Protection এবং Enable Self-Defence এ টিক দিয়ে দিন। (আগেরবার টিক তুলে দিয়েছিলেন। এবার টিক দিয়ে দিন।)
  • ১০.আবার পিসি রিস্টার্ট করুন।
  • ১১.ইসেট ওপেন করুন। ব্যাস, কাজ শেষ!! লক্ষ্য করে দেখুন, আপনি নিচের ছবির মত ৩১ দিনের ট্রায়াল লাইসেন্স পেয়ে গেছেন, যা আর কোনদিন শেষ হবে না!!! (ডিফল্টভাবে ইসেট ৩০ দিনের ট্রায়াল লাইসেন্স দেয়।) প্রতিবার কম্পিউটার রিস্টার্ট দেয়ার পর ৩১ দিনের লাইসেন্স পাবেন!!!

  • ১২.তবে আর একটু কাজ বাকী আছে। শুধু ট্রায়াল রিসেট করলেই তো হবে না, আপডেটও তো করতে হবে তাইনা?? এক্ষেত্রে বলে রাখা ভাল যে, প্রথমবার ইসেট অটোমেটিকেলী আপডেট নাও করতে পারে। তাই নেট কানেক্ট করে ইসেট ওপেন করুন। তারপর Update ট্যাব থেকে ম্যানুয়েলী আপডেট করুন। অর্থাৎ Update Signature Database এ ক্লিক করুন।
    দেখুন খুব সুন্দরভাবে আপডেট হচ্ছে!!! কোন ইউসারনেম/পাসওয়ার্ড এর দরকার নাই!!!!! এখন থেকে আজীবন এভাবেই ব্যবহার করতে পারবেন। কোনদিন আর ইউসারনেম/পাসওয়ার্ড এর দরকার পরবে না!!!

আমার এই টিউনটি আপনাদের কাজে লাগলে এবং সেই সাথে ভাল লাগলে তবেই আমার সার্থকতা। তাই কাজে লাগলে অথবা ভাল লাগলে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন।
আজ এ পর্যন্তই। আশা করি সামনে আরও দরকারী সফটওয়্যার আপনাদের উপহার দিতে পারব। সে পর্যন্ত ভাল থাকুন।
ও হ্যা, এই টিউনটি প্রথমে আমার ব্লগে প্রকাশিত। আমি ওয়েবডিজাইন একদমই পারিনা। তাই ব্লগের অ্যাড্রেস দেয়ার দুঃসাহস করলাম না!!!
আর ছবিগুলো বড় করে দেখতে ছবির উপড় ক্লিক করুন।

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হিমু ভাই, প্রথমেই আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। আমি কয়েক দিন ধরে ESET NOD32 Antivirus 4 ব্যবহার করছি। ৩১দিনের ট্রায়েল ছিল । এখন ২৮দিন বাকি আছে। আমি প্রথমে এভাস্ট ব্যবহার করতাম তারপর আভিরা এবং এখন ইসেট নোড৩২ এন্টিভাইরাস ৪ ব্যবহার করছি। এটি খুব রাখাপ লাগছেনা। তবে চিন্তা ভাবনা করছি ট্রায়েলের পর কি করব। কোন উপায়তো খোঁজা দরকার। তিন যেতে না যেতেই আপনার টিউনটি চোখের সামনে হাজির। তাই নো টেনশন। আপনার নির্দেশমত কাজ করবো আর সফলতার কথা পরে জানাবো।
আর হ্যাঁ আপনি বললেন ভাইরাস ধরতে এটি পৃথিবীর ১ম তিনটি অ্যান্টিভাইরাসের একটি। ভাই এন্টিভাইসগুলো কি কি?? কোন এন্টিভাইরাসটি প্রথম স্থান দখল করে আছে?
(আপনার পরিশ্রমের জন্য আবারও ধন্যবাদ)

    হ্যা রুহুল ভাই, ট্রাই করে জানান। আর কিছুদিন আগে সামুতে অ্যান্টিভাইরাস নিয়ে ছোটখাট একটা গবেযনা হয়েছিল। সেখানে কিছু বড়ভাই একটি অ্যান্টিভাইরাস রিভিউ রিকমেন্ড করে। সেই লিঙ্ক অনুযায়ী- ১.প্রথমে বিটডিফেন্ডার ২.তারপর ক্যাস্পারস্কি ৩.এবং ৩ এ ইসেট নড৩২ ছিল।
    আমি লিঙ্কটি হারিয়ে ফেলেছি, পেলে টিউনটি আপডেট করে দিব।

এই Antivirus টির সবচাইতে বড় অসুবিধা হচ্ছে, প্রতিবার আপডেট করতে নতুন নতুন ইউসারনেম/পাসওয়ার্ড লাগে—তার মানে যারা এটি কিনে তারা কি একসাথে অনেক গুলো ইউসারনেম/পাসওয়ার্ড পায়??

আপডেট কি অটো হয় না? বারবার আপডেট করতে হয় ম্যনুয়ালি নাকি??

    ১. যারা কিনে ব্যবহার করে, তাহারা কি পায় জানিনা। কারণ আমার জীবনে আমি অ্যান্টীভাইরাস কিনে ব্যবহার করিনাই। এ ব্যাপারে আমার অভিজ্ঞতা শুন্যের কোঠায়। তাই আপনাকে সাহায্য করতে পারছি না। তবে NOD32 Username Password লিখে গুগুলে একটু সার্চ দিলে দেখতে পারবেন যে, হাজার হাজার ওয়েবসাইট তাদের পেট চালায়, মানে ভিসিটর পাচ্ছে এই অ্যান্টিভাইরাসের নাম ভাঙ্গিয়ে। তারা বিনামূল্যে ইউসারনেম/পাস দিয়ে থাকে। কিছুদিন পর পর এগুলো ব্লক হয়ে যায়। তখন আবার নতুন ইউসারনেম/পাস এর জন্য দৌ্রাতে হয়।

    ২.সবসময় অটো আপডেট হয়। তবে আমার এই ট্রিক ফলো করলে প্রথমবার ম্যানুয়েল আপডেট করতে হবে।

জীবনের প্রথম Hack তাহলে শুরু করি কি বলেন…

হ্যা… হ্যা…। শুরু করে দিন।

ভাল কথা, butএখনো try করিনি।দেখি কাজ হয় কিনা..!

    হ্যা, দেখে জানাবেন কিন্তু!!

যদিও আমি হ্যাক করবনা কারন আমি মাইক্রোসফটের মাগনাটাই ইউজ করিতেছি,
তবে আপনার টিউনটা সুন্দর হইছে এই জন্য আপনাকে ধন্যবাদ দিলাম।

    আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।

হায়রে দুনিয়া কি খারাপ হইয়া গেছে… ভাই এইসব হ্যাক কইরা নিজেরে চুর নাম দিয়েন না বরং উবুন্টু চালান আজীবন শান্তিতে থাকুন। ভাইরাসের কোনো প্রবলেমই নাই।

    প্রথম প্রথম কি ১৫০০০ দিয়া Windows আর ২৫০০০ দিয়া Office কিনা নিছিলেন??? যাইহোক, আপনার দ্রিস্টিভঙ্গিকে সন্মান করি। আর আমি উবুন্টু ট্রাই করছিলাম, মনে হয়না আগামী ৫/৬ বছরের আগে মাইগ্রেট করব। আপাতত জোর করে উবুন্টু গেলার কোন কারণ দেখতাছি না। ভাল থাকবেন।

Level 0

thanks. Ami chai sob somoy Bidesider hack korte?

    হা…হা…হা… ক্যান ভাই বিদেশীদের উপর এত রাগ ক্যান??

যা হোক আমি ট্রাই করতেছি, কিন্ত মনে হয় না ভাল কাজ করবে। যাহোক যদি daily update keys পেতে চান তবে এই সাইট এ পাবেন–
(please disable the nod32 web access protection before open this site)

    কাজ করবে কি করবে না, না জেনেই একটা মন্তব্য বিরুপ করে বসলেন। কি জন্য?? আপনার সাইট এর পেটে লাথি মারছি, এইজন্যে??? User/Pass এর দিন শেয। অন্য ধান্দা করেন। হুমমমম বিজ্ঞাপন দেখতে ভাল লাগে না। এডিট করে দিলাম।

Level 3

হিমু ভাই অসংখ্য ধন্যবাদ। আপনার আগের টিউন টি কাজে এসেছে।এটি ট্রাই করবো।ভাই যদি এভাইরা ,বিডডিফেন্ডার ইত্যাদি নিয়ে টিউন করেন তাহলে ইচ্ছাগুলোপূরণহতো।কষ্ট করে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ

    আপনাকে ধন্যবাদ। AVG আর এভিরা নিয়ে সামনে টিউন করব। Bitdefender Internet Security_2010 এর জন্য এই সিরিয়াল টা ব্যবহার করতে পারেন- 47DD9A2AC2B409F8AB36

প্রতিবার কম্পিউটার রিস্টার্ট দেয়ার পর ৩১ দিনের লাইসেন্স পাবেন—- শাট ডাউনের ক্ষেত্রে কি একই কথা প্রযোজ্য

    হ্য ভাই, শাটডাউনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

হিমু ভাই অসংখ্য ধন্যবাদ।কিন্তু আমার ছোট ভাই টিউন পড়ে পন্ডিতি করে ভুলে trial version দিয়ে আপনার থিওরীর উপর কাজ করল।এখন তো Username & Password দেখি না আবার ৩১ দিনের ট্রায়াল লাইসেন্সও দেখি নেই (যেটা আগে ছিল)।
এখন আমি কি করব ।নতুন করে শুরু করব?
আমার তো মনে হয় এটাও আজীবন চলবে ।আপনার উওরের আশা রইল।

আর হা many*many=many thank u 4 ur niceeeeeeeeeeeeeeeeeeeeeeeee tune

    ধন্যবাদ আপনেকে।
    যিনি করেছেন, তিনি যদি Eset Fix.exe ফাইলটাতে “remove trail water mark” এ টিক দিয়ে দেয়, তাহলে ট্রায়াল ভার্সন দেখাবে না। কিন্তু আপনার ক্ষেত্রে কি হয়েছে বুঝতে পারছি না। আপনি নিজে নিজে একবার ট্রাই করেন। সবগুলো স্টেপ আপরিবর্তিত রেখে কাজ করুন। ১০০% কাজ হবে। আমি নিজে এভাবে ব্যবহার করছি।

    তার আগে আপনি একবার আপডেট করে দেখেন। যদি ঠিকমত আপডেট হয়, তাহলে মনে করবেন, কাজ হয়ে গেছে। আমি “remove trail water mark” এ ক্লিক করতে বলিনাই, কারণ তাহলে বুঝতে সমস্যা হয়, কাজ হল কি না।

আপাতত প্রিয়তে রেখে দিলাম। প্রয়োজন হলে পরে ট্রাই করে দেখবো। 🙂 ধন্যবাদ।

Level 0

ami apnar khota moto install korlam but Enable Antivirus & Antispyware Protection এবং Enable Self-Defence ar tik utai dea pc restart dela auto tik chola assa a karona fix it kora zassa na. zananben plz

    অটোমেটিকেলী টিক চলে আসলে সামস্যা নাই। পরের স্টেপ ফলো করুন। আর নিচে জুবায়ের ভাইয়ের কমেন্টটা দেখে নিন।

হিমু বস , এই মাত্র setup দিলাম, aaLL is well ,এটা আমার জন্যে আসলে ই বছরের সেরা উপহার , আপনার স্টেপ অনুযায়ী করেসি কোনো প্রবেলেম হয় নি তবে একটা বিসয় একটু খেয়াল করে করতে হবে যা আপনিও বলেসেন তা হলো Enable anivirus & antispyware protection এর টিক তা প্রথমে তুলতে হবে এটা না তুলে যদি Enable anitsealth technology or only self difence তার আগে টিক আগে তুললে ESET FIX RUN করাতে গেলে ওটা fix করতে চাইবেনা. আসা করি আমার উপরে যিনি comment (নাম দেখাসসেনা না )করেসেন উনার প্রবলেম তা solve হবে .

    আপনাকে অনেক ধন্যবাদ ব্যপারটা ক্লিয়ার করার জন্য।

    Level 0

    same problem amaro hosche….fix it korte parsi na….okhane message dekhasche je “self defence is active” so fix kora jasche na…plse help…………

update হয়েছে
thank youuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

হিমু ভাই আমি যদি Eset Nod32 এ চাকরি পাই তাহলে সবার প্রথমে আপনাকে গ্রেপ্তার করব ।তাহলে আমার প্রোমোশন কেউ ঠেকাতে পারবে না।(Don’t mind it’s just fun)

    আপনার কাজে লেগেছে জেনে খুশী হলাম……… আর হা হা হা……। আপনি যাতে জীবনেও ওই কোম্পানীতে চাকরি না পান, সেই দোয়া করা শুরু করলাম……… 😉

ভাই ডাউনলোড শুরু করলাম আল্লাহ জানেন করতে পারব কিনা, না পারলে তো আপনে আছেন তাইনা…!!! 😀

    হ্যা হ্যা, অবশ্যই। আমি তো আছিই।

কোনো ভাবেই ফিকস ইট কাজ কোরে না……..।কি কোরবো? হিমু ভাই

    কি বলেন ভাই, কাজ করবে না কেন?????? আমি তো ব্যবহার করছি। এই লেখা পরেও তো কয়েকজন করল।!!!

Level 0

ami apnar khota moto install korlam but Enable Antivirus & Antispyware Protection এবং Enable Self-Defence ar tik utai dea pc restart dela auto tik chola assa a karona fix it kora zassa na.কোনো ভাবেই ফিকস ইট কাজ কোরে না……..।কি কোরবো? হিমু ভাই

    Level 0

    ki kon bhai amar to kaj hoyse
    thanks Himu bhai

    Level 0

    same problem amaro hosche….fix it korte parsi na….okhane message dekhasche je “self defence is active” so fix kora jasche na…plse help………….

    Level 0

    yes friend i have resolved my problem.while u will press ESET fix.exe file then do right click over that file & click “run as administrato” . now u can able to fix………….

Level 0

jahan vai r amar same problem

Level 0

net thaka ESET NOD32 4.2.67.10 install korce.apni konta korasen himu vai?

I don’t able to delete virus after scan by Eset Nood32. How can i delete virus? Please help me….

হিমু ভাই,
আপনার পোসট পড়ে খুব ভালো লাগলো, কিন্তু আপনার দেওয়া জিপ ফাইলটি আনজিপ হচ্ছে না। দয়া করে একটি ভাল কপির লিঙক দিলে ভাল হতো।

ধন্যবাদ,
ফেরদৌস

    @ফেরদৌস- আমার ফাইলে কোন সমস্যা নেই। আবার ট্রাই করেন।
    আর সবার উদ্দেশ্যে বলছি- আপনারা যদি উইন৭ অথবা ভিসতা ব্যবহার করেন, তাহলে আমার ক্রাক ফাইলের উপড় রাইট ক্লিক করে “রান অ্যাজ অ্যাডমিনিসট্রেটর” এ ক্লিক করে রান করুন। তাহলে কাজ হবে।

Level 0

vai eset smartsecurity 4 e ki ei kaj kora jabe

    হ্যা কাজ করা যাবে। তবে আমি ট্রাই করিনাই।

Level 0

ar prothom e ki eset nod32 install korar shomoy 30 diner trial lisence install korbo na ki korbo na?

Level 0

vai eta ki internet security hishebe use kora jabe?

এটা ডউনলোড করার সাথে সাথে আমার ইসেট স্মার্ট সিকউরিটি একে ভাইরাস মনে করে কেটে ফেলে।

    সেটা করাই তো সাভাবিক। এত কস্ট করে অ্যান্টিভাইরাস বানানোর পরে তা যদি কেউ হ্যাক করে, তাহলে কার ভাল লাগবে?? তবে অন্য অ্যান্টিভাইরাস এটিকে ভাইরাস হিসাবে ধরবে না। আমি অ্যাভাস্ট দিয়ে ট্রাই করেছিলাম। আপনি অ্যান্টিভাইরাস ডিসেবল করে ট্রাই করেন।

Level 0

same problem amaro hosche….fix it korte parsi na….okhane message dekhasche je “self defence is active” so fix kora jasche na…plse help………….
r amai right click korle run as administrator funtcion tow ashse na.
tune korar por thekei problem hosse.
please solve it himu vai
pls queekly

Level 0

http://www.esetnod32keys.com/
for 6 months eset key total free

Level 0

himu vai, apni ekhono thik koren nai keno???
amar ager ta delete korei tow ekhon bipode asi
incomplete tune koresen….

    ভাইয়া, অন্য মন্তব্যগুলো পরেন, প্রায় সবাই তো করতে পারছে। আপনি না পারলে কি করব?? আর আমার টিউনে এর বেশী বলার কিছু নাই। সব ঠিক আছে।

Can this fix work on nod32 internet security?

    জি।
    আমি আজকে ট্রাই করলাম।
    ভালই কাজ দিচ্ছে।

    হ্যা, কাজ করে।

ভাই কাজ করে।
আপনাকে ধন্যবাদ এটা শেয়ার করার জন্য।
এটা নাকি RAM কম টানে?????????????????????????????????????????????????????????

    হ্যা ভাই, এটা র‍্যাম অনেক কম টানে।

Level 0

ভাই আমি avira use করি।।avira থেকে এটা কি বেশি effective

Level 2

ভাই জে, জিপ ফাইলটা দিয়েছেন সেটা ৯৯% ডাউনলোড হোয়ে আর হয়না . দয়াকরে সঠিক লিন্ক দিন ।

Level 0

ভাই…… এভিরা’র জন্য কিছু একটা করেন……… প্লিজ……………………

Level 0

ভাই আমি ESET 6 চালাই windows 7 এ। আমি এটা প্যাচের মাধ্যমে একটিভ করছিলাম কিন্তু Win 8 এটা কাজ করে না। সাহায্য চাই।