সবাই কেমন আছেন?? আশা করি অনেক অনেক ভাল!! আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি।
আজ আপনাদের এমন একটি টিউন উপহার দিব, যা দেখে অনেকেরই আনন্দে লাফাতে ইচ্ছা করবে। (যারা ESET NOD32 Antivirus 4 ব্যবহার করে।)
©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©
আমার এর আগের টিউনে Kaspersky Internet Security 2011 এর বারটা বাজিয়েছিলাম, মানে ৫ বছরের লাইসেন্স হ্যাক করতে শিখিয়েছিলাম। (যারা ক্যাস্পারস্কি ব্যবহার করেন, তারা দেখে নিতে পারেন)
আর আজ ESET NOD32 Antivirus 4 এর বারটা বাজাতে যাচ্ছি।
অর্থাৎ আজ ESET NOD32 Antivirus 4 আজীবণের জন্য ফ্রি তে কব্জা করার পদ্ধতি দিব।
©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©
আপনারা নিশ্চই জানেন যে, যারা লো-কনফিগারেশনের পিসি ব্যবহার করেন, তাদের জন্য ESET NOD32 Antivirus একটি আশীর্বাদ স্বরুপ!! কেননা এটি পিসিকে একদমই স্লো করেনা বললেই চলে!! তাছাড়া ভাইরাস ধরতেও এটি পৃথিবীর ১ম তিনটি অ্যান্টিভাইরাসের একটি।
এটি আপডেটও করে খুব দ্রতগতিতে। কিন্তু এই Antivirus টির সবচাইতে বড় অসুবিধা হচ্ছে, প্রতিবার আপডেট করতে নতুন নতুন ইউসারনেম/পাসওয়ার্ড লাগে। তার উপড় কিছুদিন পর পর এই ইউসারনেম/পাসওয়ার্ড ব্লক হয়ে যায়!!! তখন আবার আমাদের ছুটতে হয় নতুন ইউসারনেম/পাসওয়ার্ড এর জন্য। যা অত্যন্ত বিরক্তিকর একটি কাজ। আমি আবার যা ব্যবহার করি, তা একেবারে নিজের করে নিতে ভালবাসি!! তাই গবেষনা শুরু করলাম এবং আজ সাফল্য পেয়ে গেলাম।
আমার এই ট্রিকের মাধ্যমে ESET NOD32 Antivirus 4 আপডেট করতে আর কোনদিন ইউসারনেম/পাসওয়ার্ড লাগবে না!!!!! সরাসরি আপডেট হবে এবং আজীবণের জন্য ৩১ দিনের ট্রায়াল লাইসেন্স পাবেন!!! অর্থাৎ প্রতিবার কম্পিউটার রিস্টার্ট দেয়ার পর ৩১ দিনের ট্রায়াল লাইসেন্স পাবেন!!!! কি মজা তাইনা??? তাহলে আর কথা না বাড়িয়ে আসুন শুরু করি-
আমার দেয়া প্রতিটি স্টেপ ফলো করবেন। কোন একটি বাদ দিলে/পরিবর্তন করলে এবং সেক্ষেত্রে কাজ না হলে আমি দায়ী থাকব না। তাই যেভাবে বলি ঠিক সেভাবে কাজ করুন। সাফল্য নিশ্চিত!!!
আমার এই টিউনটি আপনাদের কাজে লাগলে এবং সেই সাথে ভাল লাগলে তবেই আমার সার্থকতা। তাই কাজে লাগলে অথবা ভাল লাগলে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন।
আজ এ পর্যন্তই। আশা করি সামনে আরও দরকারী সফটওয়্যার আপনাদের উপহার দিতে পারব। সে পর্যন্ত ভাল থাকুন।
ও হ্যা, এই টিউনটি প্রথমে আমার ব্লগে প্রকাশিত। আমি ওয়েবডিজাইন একদমই পারিনা। তাই ব্লগের অ্যাড্রেস দেয়ার দুঃসাহস করলাম না!!!
আর ছবিগুলো বড় করে দেখতে ছবির উপড় ক্লিক করুন।
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
হিমু ভাই, প্রথমেই আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। আমি কয়েক দিন ধরে ESET NOD32 Antivirus 4 ব্যবহার করছি। ৩১দিনের ট্রায়েল ছিল । এখন ২৮দিন বাকি আছে। আমি প্রথমে এভাস্ট ব্যবহার করতাম তারপর আভিরা এবং এখন ইসেট নোড৩২ এন্টিভাইরাস ৪ ব্যবহার করছি। এটি খুব রাখাপ লাগছেনা। তবে চিন্তা ভাবনা করছি ট্রায়েলের পর কি করব। কোন উপায়তো খোঁজা দরকার। তিন যেতে না যেতেই আপনার টিউনটি চোখের সামনে হাজির। তাই নো টেনশন। আপনার নির্দেশমত কাজ করবো আর সফলতার কথা পরে জানাবো।
আর হ্যাঁ আপনি বললেন ভাইরাস ধরতে এটি পৃথিবীর ১ম তিনটি অ্যান্টিভাইরাসের একটি। ভাই এন্টিভাইসগুলো কি কি?? কোন এন্টিভাইরাসটি প্রথম স্থান দখল করে আছে?
(আপনার পরিশ্রমের জন্য আবারও ধন্যবাদ)