বিজ্ঞরা হেল্প করুন !!! আমাকে সহ অন্যদেরকে জানান

হেল্প টিউন

আসসালামু আ্লাইকুম। কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো। সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা জানাচিছ। আমি টেকটেউনে নতুন। লেখালেখি তেমন একটা করি না। যদি লেখায় কোন ভুল থাকে আর ভাষাও ভুল থাকে তবে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জ্ঞান অতি অল্প এই অল্প জ্ঞান নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি  কিছু শিখাতে না শিখতে। এখানে অনেক বিজ্ঞ লোক আছেন। তাই আমি আমার বিজ্ঞ ভাইদের কাছে সাহয্য কামনা করছি।

একটা সমস্যায় পড়ছি। কল বাগিং বা আড়িপাতা অথবা কনফারেন্স কিভাবে করে এগুলা। আমি জানতে চাচ্ছি আমি একজনের ফোনের সকল তথ্য চাই যেমন তার ফোনে কে কখন ফোন করল এসেমেস করল এমনকি কখন কি করল তা জানতে আমি এরকম একটা সমস্যায় পড়ছি। আমার এক প্রতিবেশী আমাকে বলছে যে তার এক বন্ধু তাকে বলেছে যে সে ফোনে কার সাথে কখন  কথা বলে তা সে জানে। এখন সে এটা থেকে বাচতে চায় এবং এটা কিভাবে করে তা জানতে চাই। যদি কোন বিজ্ঞ ভাই এটা জনাতেন তবে উপকৃত হতাম। আশা করি আমার বিজ্ঞ বন্ধু ভাই বিষয়টি শেয়ার করে অথবা টিউমেন্টের মাধ্যমে আমাদর কে জানাবেন।

বর্তমানের  প্রযুক্তিতে মনে হয় কিছুই অসম্ভব না আর টেকটিউনে অনেক বিজ্ঞ ভা্য়েরা আছে যারা এসকল বিষয় জানেন। আমার সেসকল ভাই বন্ধুদের কাছে সাহয্য কামনা করছি যে আমি সহ আমার অন্যান্য টেকটিউন বন্ধুরা যাতে এই বিষয়টি জানতে পারে তা সে জন্য টিউন করবেন অথবা আমার এই টিউনে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইমেল দিয়ে দিলাম পারলে কষ্ট করে ইমেলেও পাঠাবেন। চিরকৃতজ্ঞ থাকব এই সাহায্যের জন্য। [email protected] এটা আমার মেইল এড্রেস।

Level 0

আমি অল্প জ্ঞানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Call Me At 01686-461126 Then Can You Helps………..

ভাই আপনি আমার tune টি follow করতে পারেন।আশা করি আপনি উপকৃত হবেন।