আমরা অনেক সময় কম্পিউটারে আমরা আমাদের পাসওয়ার্ড অটো সেইভ করে রাখি। কিন্তু, হঠাত তা আমরা ভুলে যাই, যেমনটা আমি কাল আমার হোস্টিং এর পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম অতঃপর এই টেকনিকে আমি খুজে বের করলাম। তাই আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড শো করাবেন। এবং কিভাবে অন্যের পিসি থেকে ঐ সব পাসওয়ার্ড খুজে বের করবেন।
বিদ্রঃ আমি শুদু মাত্র দেখাবো ক্রোম ইউজার দের।
প্রথমে আপনার গুগল ক্রোম ওপেন করুন, এবং সেটিং অপশনে ক্লিক করুন না বুঝলে স্কিনশুট দেখুন।
তারপর পাসওয়ার্ড এন্ড ফর্মস থেকে Manage passwords এ ক্লিক করুন
তারপর আপনার কম্পিউটারে থাকা সকল পাসওয়ার্ড এর লিস্ট দেখতে পাবেন। এখন যেটার পাসওার্ড দেখতে চান সেটার সামনে Show বটনে ক্লিক করুন।
তারপর আপনার কম্পিউটার এর উইন্ডেজ এর পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিয়েন দিন।
ব্যাস দেখুন পাসওয়ার্ড শো করেছে।
কত সুজা তাই না? 😀 হয়ে গেল 😀
তার আগে কিছু কথাঃ
আমি এই পদ্ধিতিতে কিভাবে আপনার বন্দুকে বুকা বানাবেন সেটা বলে দিব, একধম আমার চিন্তা ভাবনা থেকে কেও কোন সমস্যায় পড়লে আমি এর দায়বায় নিবো না। এবং কারো কোন কিছু নিয়ে মাথা ব্যাথা থাকলে টিউনটি পড়া ডিলেট দিয়ে দিন। আপনার পড়া লাগবে না 😀 এখানে আমি শুদু আমার বুদ্ধিটুকি শেয়ার করবো। আপনি যাকে বুকা বানাবেন সে কিছুটা আবাল টাইপের হতে হবে। তাহলে সহজেই বুকা বানাতে পারবেন। আমি বুজার আপনাদের বুঝানোর স্বার্থে ২ টি কাল্পনিক নাম ইউজ করবো।
মনে করলাম, রানা ও রিয়া ও ২ ফ্রেন্ড এখন রান এই পদ্ধিতিটা জানে, এখন সে চাইতাছে রিয়ার পিসির পাসওয়ার্ড দেখতে, রিয়া রানাকে বিশ্বাস করে এর জন্য সে রিয়ার পিসি রানার সামনে থাকে, মাঝে মাঝে রানা তা ব্রাউজ করে। এখন রানা প্রথমে রিয়ার পিসিটি তার কাছে নিয়ে আসলো কোন একটা কারণ দেখিয়ে, তারপর সে ক্রোম ওপেন করলো, এবং সে রিয়ার সব পাসওয়ার্ড দেখতে পেল, অতঃপর সে দেখার চেষ্টা করলো! কিন্তু শো হচ্ছে না, কিভাবে শো করাবে? মানে ওতো উইন্ডজের পাসওয়ার্ড জানে না। এর জন্য সে উইন্ডজের পাসওয়ার্ড হ্যাক করার পদ্ধতিটা ইউজ করবে।
আপনার পাসওার্ড এর জায়গাটা খালি করে দিন pc login now 2.0 সফ্টয়্যারটি দিয়ে। আগে এখান থেকে iso ফাইলটি Download করে নিন। তারপর একটি ব্লাংক ডিস্কে বার্ন করুন। আপনার কাছে power iso না থাকলে এখান থেকে download করে নিন। এবার আপনার কম্পিউটারটি স্টার্ট করে boot menu তে প্রবেশ করুন।first boot device cd/dvd রুম select করুন।
রিস্টার্ট করে boot শুরু করুন।কিছু সময় loading হবে তারপর এই screen টি আসবে।
next বাটনে ক্লিক করুন।
আপনার অপারেটিং সিস্টেমটি বেছে নিন।তারপর next বাটনে ক্লিক করুন।
আপনার ইউজার সিলেক্ট করুন, তারপর password is empty তে চেক দিয়ে next এ ক্লিক করে বেরিয়ে আসুন। ব্যাস কাজ শেষ 😀 এখন আপনি পেয়ে গেলেন আপনার পাসও্যার্ড 🙂
এই পদ্ধিতি আপনি ভিবিন্ন যায়গায় ব্যবহার করতে পারবেন। আমি শুদু আপনাদের ওয়ে টা দেখিয়ে দিলাম। আপনি একা একা চিন্তা করেন, কখনো কোন যায়গায় এই পদ্ধতি ইউজ করবেন। দেখবেন আইডিয়া পেয়ে যাবেন।
বিদ্রঃ অনেক পিসিতে পাসওার্ড থাকে না 😀 এর জন্য ফুল ফ্রিতে বের করতে পারবেন। আবার ও বলতাছি কেও কোণ সমস্যায় জড়ালে আমি দায়ী থাকবো না। সম্পুর্ণ রিস্ক আপনার।
তারপরও যদি আরো কিছু জানতে হয় আমাকে ফেসবুকে নক দিবেন, প্রথম প্রাশিতঃ- http:।। masum.info আমার সকল লেখা পেতে এখানে ক্লিককরুন, আমার হ্যাকিং নিয়ে চেইন টিউন দেখতেএখানে ক্লিক করুন।
ভালো থকুন, সুস্থ থাকুন আল্লাহ্ হাজেয
প্রকাশিত জানতে ও জানাতে ডট কমে
যোগ দিনঃ গ্রাফিক্স ডিজাইন নিয়ে বাংলাদেশের অন্যতম গ্রুপ Graphics Designers BD (Photo & Video) গ্রুপে।
আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নাইচ