সালাম ও শুভেচ্চা জানিয়ে শুরু করলাম আজকের হ্যাকিং বিষয়ক টিউনটি। আশা করি সবাই ভাল আছেন। ভাল না থেকে উপায়ও নেই কারণ বসন্ত যে শুর হয়ে গেছে। বসন্তে অসূখি থাকা ঠিক না। বসন্তের শুভেচ্ছার সাথে জেনে নিন কিভাবে আপনি আপনার ফেজবুক ফ্রেন্ডদের লুকানো ই-মেইল হ্যাক করবেন অর্থাৎ ই-মেইলটি খুজে বের করবেন। কারণ প্রতিটি সচেতন ফেজবুক ইউজারই নিরাপত্তার স্বার্থে তাদের ই-মেইল একাউন্ট হাইড করে রাখে। তার আগে বলে রাখি, আমি কোন ধরনের প্রফেশনার হ্যাকার নই কিংবা প্রফেশনালদের ধারে-কাছেরও কেউ নই। আমি যে বিষয়টি নিয়ে টিউন করছি তা খুবি সহজ একটি টিউন যা আপনি খুব সহজেই করতে পারবেন। অবশ্যই আমার আজকের টিউন যারা এই বিষয়টি সম্পর্কে আগে থেকে জানেননা তাদের জন্য। সুতরাং প্রফেশনাল বা জ্ঞানীরা দূরে থাকাই ভাল। তাহলে শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফেজবুক লগ-ইন করে নিন তারপর একটি ইয়াহু একাউন্ট খুলুন (যাদের একাউন্ট আগে থেকেই আছে তাদের আর নতুন করে একাউন্ট খোলার দরকার নাই যেটা আছে ওটাতেই সাইন-ইন করুন)। জিমেইলে আমি ট্রাই করিনি আপনারা ট্রাই করে দেখতে পারেন। ইমেইল একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন। একাউনটি অপেন করলে নিচের মত দেখবেন
এবার আপনি নীল দাগ দেওয়া কন্টাক্ট চিহৃটিতে ক্লিক করুন, নিচের মত দেখবেন
এবার নীল দাগ দেওয়া ফেজবুকের Import ট্যাব এ ক্লিক করুন, নিচের মত দেখবেন
আপনার কাজ শেষ। যে ছবিটি দেখতেছেন তার বাম পাশে তাকিয়ে দেখুন সেগুলোই হলো আপনার ফেজবুক ফ্রেন্ড আর তাদের ই-মেইল এড্রেস। এখানে আমি আমার ফ্রেন্ডদের ই-মেইলগুলো মুছে দিয়েছি ফ্রেন্ডদের একাউন্টের নিরাপত্তার স্বার্থে।
বিঃ দ্রঃ হাতেগোনা কয়েকজন ফ্রেন্ডদের ই-মেইল একাউন্ট শো করেনা কেন করেনা তা আমি গবেষণা করে দেখিনি। আপনাদের প্রতি অনুরোধ রইল সময় পেলে গবেষণা করে আমাদের সাথে বিষয়টি শেয়ার করবেন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সূস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন।
এই রকম আরো কিছু মজার টিপস পেতে এখানে ক্লিক করুন।
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
অনেক আগেই করে দেখেছি। সবারটা আসে না।