সর্বকালের সবচেয়ে কুখ্যাত হ্যাকারদের কথা

সর্বকালের সবচেয়ে কুখ্যাত হ্যাকারদের কথা<br />

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন! যাই হোক চলে যাই মুল টিউনে,

কম্পিউটারের শুরু থেকেই হ্যাকারদের জন্ম। যুগে যুগে তারা প্রতাপের সঙ্গে দাপিয়ে রেড়াচ্ছেন। বড় বড় কম্পিউটার বিজ্ঞানীরাও নাজেহাল হয়েছেন এসব প্রতিভাধর হ্যাকারদের কাছে। এখানে চিনে নিন ইতিহাসের সর্বকালের সবচেয়ে কুখ্যাত হ্যাকারদের পরিচয়।

 ১. আন্দ্রিয়ান লামো : এলোমেলো জীবনযাপনের কারণে তিনি ‘হোমলেস হ্যাকার’ নামে পরিচিত হয়ে ওঠনে। ২০০২ সালে নিউ ইয়র্ক টাইমস এর অভ্যন্তরীন কম্পিউটার ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি। দুই বছর ধরে পুলিশের নজরে থাকতে হয় তাকে। সম্প্রতি ইউএস আর্মির কিছু তথ্য হ্যাক করে আবারো শিরোনাম হয়েছেন।

 ২. ভ্লাদিমির লেভিন : এই রাশিয়ান হ্যাকার ১৯৯৫ সালে সিটি ব্যাংকের কম্পিউটার হ্যাক করে ১০ মিলিয়ন ডলার হাতিয়ে নেন। অদ্ভুত ব্যাপারটি হলো, এ কাজে তিনি সরাসরি কম্পিউটার অ্যাকাউন্ট হ্যাক করেননি। বরং টেলিকমিউনিকেশন ব্যবস্থা হ্যাক করে যাদের অ্যাকাউন্ট আছে তাদের কথোপকথন শুনে নিয়েছিলেন।

 ৩. আলবার্ট গঞ্জালেস : ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য চুরিতে তিনি কল্পনাকেও ছাড়িয়ে যান। ২০১০ সালে ১৭০ মিলিয়ন ক্রেডিট কার্ডের তথ্য চুরির কথা স্বীকার করেন। এরপর ২০ বছরের জেল হয় তার।

৪. গ্যারি ম্যাককিনন : ২০০১-২০০২ সালের মধ্যে এই হ্যাকার ৯৭টি আমেরিকান মিলিটারি নেটওয়ার্কে প্রবেশ করেন। যেকোনো কঠোর নিরাপত্তা পরিবেষ্টিত কম্পিউটারে হ্যাক করার বিস্ময়করক ক্ষমতা রয়েছে তার।

৫. কেভিন পলসেন : ডার্ক দান্তে নামে পরিচিত তিনি। লস অ্যাঞ্জেলসের ফোন নেটওয়ার্ক হ্যাক করেন তিনি। একটি রেডিও শো এর ঘোষিত একটি পুরস্কার জিতে নিতে এ কাজটি করেছেন তিনি।

 ৬. ম্যাক্স রে ‘আইসম্যান’ বাটলার : কম্পিউটার সিকিউরিটি কলসালটেন্ট পৃথিবীর শীর্ষস্থানীয় হ্যাকারদেন একজন হয়ে যান। ২ মিলিয়ন ক্রেডিট কার্ড চুরি করে তিনি ৮৬ মিলিয়ন ডলার খরচ করেন। তিনি অনলাইনে ‘কারডারস মার্কেট’ চালু করেন। এখানে হ্যাকাররা নানা তথ্য কেনা-বেচা করেন। ২০০৭ সালে গ্রেপ্তার হন তিনি, ১৩ বছরে জেল হয়েছে তার। এত বড় শাস্তি আর কোনো হ্যাকারের কপালে জোটেনি।

৭. অ্যাস্ট্রা : তিনি একজন গ্রিক হ্যাকার। ফ্রান্সের অ্যাভিয়েশন প্রতিষ্ঠান ডাসল্ট গ্রুপ থেকে টানা পাঁচ বছর ধরে অস্ত্রের নানা তথ্য চুরি করেন। এ প্রতিষ্ঠানের ব্যবসা প্রায় ধসিয়ে দেন এই ভয়ংকর হ্যাকার।

 ৮. কেভিন মিটনিক : বেশিদিন হয়নি তার পরিচয় প্রকাশ পেয়েছে। কিন্তু তার নানা অপকর্ম বের করা হয়েছে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গোপন নম্বর চুরি করে নিজের ফোন থেকে ফ্রি কল করতেন। এভাবে তিনি নাসার ফোন কলও হ্যাক করতেন।

আর কিছু জানতে চাইলে আমায় পাবেন  

কোন সমস্যা হলে আমায় পাবেন ফেসবুকে 

ক্রেডিটঃ- দেশে-বিদেশে

প্রথম প্রকাশিতঃ- জানতে ও জানাতে ডট কম ওয়েবসাইটে 

Level 0

আমি আমি একজন ভাল ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু নাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস