আসসালামুয়ালাইকুম,
আশা করি আপনারা সবাই ভাল আছেন।ফিরে এলাম নতুন একটি টিউন নিয়ে।আজকের টিউনের টাইটেল দেখে অনেকেরই ৩৩টা দাঁতও দেখা যেতে পারে 😛
কারণ অনেকেই আরডিপি খুঁজে কিন্তু খুঁজে পায় না।কারণ হিসেবে দেখা গেছে কোন সার্ভারে শেল আপলোড করে পাসওয়ার্ড ব্রুটফোর্স করতে হচ্ছে আরডিপির পাস বের করার জন্য।ঘণ্টার পর ঘণ্টা ব্রুটফোর্স করে পাস না মিললে সব কষ্টই বৃথা.
তাদের জন্য আজকের এই টিউনটি!
এই টিউটোরিয়াল থেকে আজকে আমরা ওএস শেল কমান্ডিং সম্পর্কেও জ্ঞান অর্জন করবো এমনকি ওএস শেল কমান্ডিং এর সাথে এসকিউএল ইনজেকশনের কি সম্পর্ক তাও জানতে পারবো।
এখানে সব কিছু ধাপে ধাপে করা হয়েছে।আমরা চেষ্টা করেছি কোন কিছু সরাসরি না দেখিয়ে অর্থাৎ ব্ল্যাক হ্যাটের মত আচরণ না করে আপনাদেরকে ধাপগুলো দেখানোর 😛
এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই আমাদের নক করবেন 🙂 অথবা আমাদের ব্লগে কিংবা ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে টিউমেন্টও করতে পারেন!!
দেখে নিন ভিডিওটিঃ-
আমাদের ভিডিও নিয়ে অনেকের থেকেই বিচার পাওয়া যায়।সাউন্ড কোয়ালিটি খারাপ না হয় আমরা আপনাদের বুঝাতে পারছি না।এর জন্য আমরা দুঃখিত।আসলে আমাদের কোন বিশেষ কিছু নেই।আমরা সাধারণ একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে কাজে নেমে পরেছি 😛 এমনকি আমাদের কোন বিশেষ ভিডিও এডিটরও নেই।এর জন্য আমরা দুঃখিত।আমরা ধীরে ধীরে আমাদের ম্যান বাড়ানোর চেষ্টা চালিয়ে যাবো 🙂 আশা করি আমাদের সাথে থাকবেন।
আমাদের ব্লগের লিঙ্কঃ- http://bisshobiddaloy.blogspot.com
Facebook Page:- https://www.facebook.com/bisshobiddaloy1337
Youtube channel:- https://www.youtube.com/channel/UCuim3sWPQpnm50NhRk6dYUQ
আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...
নুসরাত আপু খুব সুন্দর হয়েছে।