হ্যাক করুন কম্পিউটার র‍্যাট ও কি-লগার ছাড়াও!!

আসসালামুয়ালাইকুম,

আশা করি আপনারা সকলেই ভাল আছেন।আমিও ভাল আছি 😛

প্রায়শই একটা মেসেজের সম্মুখে পড়তে হয়;তা হল "ভাই র‍্যাট ও কি-লগার ছাড়া কি কম্পিউটার হ্যাক করা যায় না?কারণ র‍্যাট আর কি-লগার ইএক্সই ফরম্যাটে থাকে এবং এগুলো খুব বেশি ডিটেক্টেড হয়!!"

তো তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল।রিমোটলিও কম্পিউটার হ্যাক করা সম্ভব,এমনকি কোন লিঙ্ক দিয়েও!!এর দ্বারা Android মোবাইলও চাইলে হ্যাক করতে পারবেন তবে তা ৪.২ এর আগেরগুলো এবং ব্রাউজারের দুর্বলতাকে কাজে লাগিয়েই।আমি গতকাল রাতে এই নিয়ে ৩টি ভিডিও বানিয়েছে।পর পর দিচ্ছি এখানে!!আশা করি আপনাদের ভাল লাগবে 🙂

 

হ্যাক করুন কম্পিউটার!!!!(using metasploit)

LINK:- https://www.youtube.com/watch?v=EuPqyLUoAgk

 

হ্যাক করুন কম্পিউটার ভিক্টিমের ব্রাউজারের দুর্বলতাকে কাজে লাগিয়ে!!

LINK:- https://www.youtube.com/watch?v=GxePibQ6uqQ

 

দেখে নিন ব্রাউজার এক্সপ্লইটেশন ফ্রেমওয়ার্কের কিছু কাজ এবং হ্যাক করুন আরেকজনের পিসি 😉

LINK:- https://www.youtube.com/watch?v=BbKwEl8JUY0

 

উপরোক্ত ভিডিওগুলো দেখে আশা করি আপনারা অন্তত বুঝতে পারবেন কিভাবে কম্পিউটার হ্যাকড হতে পারে এবং আপনারা নিজেদের বাঁচাতে পারবেন এসব থেকে।আগের থেকেই বলে রাখি এসব ভিডিও বানানো হয়েছে জ্ঞান অর্জনের জন্য!কেউ যদি এগুলো অসৎ কাজে ব্যবহার করেন তাহলে তার জন্য আমি দায়ী থাকবনা!!

আমার সাথে যোগাযোগ করতে চাইলে মেসেজ দিতে পারেনঃ- https://www.facebook.com/s3curitykill3r

এছাড়াও আমাদের অন্যান্য ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউব চ্যানেলেঃ- https://www.youtube.com/channel/UCuim3sWPQpnm50NhRk6dYUQ

আমাদের ফেসবুক পেজঃ- https://www.facebook.com/bisshobiddaloy1337

এবং আমাদের ব্লগস্পটঃ- http://bisshobiddaloy.blogspot.com

আমার থেকে আপনারা রিপ্লাই না পেলে এবং আপনাদের তাড়াহুড়া থাকলে আপনারা চাইলে আমাদের পেজে অথবা নুসরাত জাহান মুমুকেকি মেসেজ দিয়ে রাখতে পারেন।উনি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ

 

ধন্যবাদ আজকের টিউটোরিয়ালটি পড়ার জন্য!আশা করি আপনাদের ভাল লাগবে!

Level New

আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস