XSS সেই বেচারা যাকে আমরা অনেকেই ফালতু বা আকামের বলে ভেবে থাকি।কিন্তু আমরা অনেকেই জানিনা আসলে এই XSS এর ক্ষমতা কতখানি!!XSS একটি ওয়েবসাইট থেকে শুরু করে একটি পিসিকে পর্যন্ত ধরাশই করে দিতে পারে।কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে।এমনকি আমিও জানতাম না :3
অনেকদিন ঘাটতে ঘাটতে একটা সফটওয়্যার বের করি যার নাম Xenotix XSS Exploit Framework।সফটওয়্যারটি XSS এর ক্ষমতার অনেকাংশ আপনাদের বুঝাতে পারবে 😉
ওয়েবক্যাম হ্যাকিং থেকে পিসি হ্যাকিং প্রায় সবই করা যায় এই একটি সফটওয়্যার থেকে।এমনকি আপনি যদি ফিশিং করতে চান,তার সুযোগও আছে এর মাঝেই!!তাই এটি নিয়ে টেক্সটবেজড কিছু না বানিয়ে ভিডিও বানানোর চিন্তা করেছি।কারণ প্র্যাক্টিকালি দেখলে আপনাদের তা ধরতে সুবিধা হবে।
দেখে নিন ভিডিওটিঃ-
এই নিন ডাউনলোড লিঙ্কঃ-http://opensecurity.in/downloads/OWASP_Xenotix_XSS_Exploit_Framework_V6.1.zip
তাছাড়া আপনাদের জন্য সুখবর,আমরা আমাদের ব্লগ নিয়ে ফিরে এসেছি, http://bisshobiddaloy.blogspot.com এবং আমাদের নতুন ইউটিউব চ্যানেলঃ- https://www.youtube.com/channel/UCuim3sWPQpnm50NhRk6dYUQ
তাছাড়া যদি আপনাদের এফবি থেকে আমাদের ভিডিওগুলো দেখতে ইচ্ছে করে তবে ভিজিট করতে পারেনঃ- https://www.facebook.com/bisshobiddaloy1337
আমাকে প্রায়ই অনেকেই মেসেজ দিয়ে পান না,তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত,তার মাঝে আমাকে এখন আরও আগে খুঁজে পাবেন না।কারণ আমি এখন ফেসবুক থেকে হাল্কা বিরতি নিতে চাচ্ছি।এর জন্যই ফেসবুক আইডি অন রেখেও আমি আর নেই সেখানে 😛
তবে অবাক হবেন শুনে আমার একজন কো-ওয়ার্কার খুঁজে পাওয়া গেছে।যদিও উনি কোন ছেলে নয়।উনি একজন মেয়ে।কিছুদিনের মধ্যে হয়তোবা আমাদের লেকচারের পাশাপাশি তার লেকচারেও আপনাদের কান ঝালাপালা করতে হতে পারে ইনশাল্লাহ 😛
আমাকে খুঁজে না পেলে তাকে মেসেজ দিলেও আপনাদের একই উপকার হওয়ার সম্ভাবনা আছে!
ফেসবুক আইডিঃ- https://www.facebook.com/profile.php?id=100008668264345
তাছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য মেম্বারদের পেতে হলে ভিজিট করুনঃ- http://bisshobiddaloy.blogspot.com/p/about-our-project.html
আমার টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...
Great work bro