যেভাবে চালাবেন বন্ধ হওয়া ফেসবুক!!

বেশি কিছু বলবো না 🙂 সময় খুব অল্প, তাই সরাসরি মূল কথা বলি, আজকে বিকাল ২টা পর থেকে বন্ধ হয়ে গেছে ফেসবুক 😉 তারপর প্রায় ১ ঘন্টার মত বন্ধ হয়ে যায় ইন্টারেট! উক্ত ফেসবুক, ইমো বন্ধ হওয়া নিয়ে একটা টিউন করি। টিউনটি এখান থেকে পড়ে আসুন। 

বন্ধ হয়ে গেল ফেসবুক ভাইবার হোয়াটসঅ্যাপ সহ আরো বিভিন্ন যোগাযোগ মাধ্যম! + চ্যাট করার জন্য নতুন এক সফটওয়্যার

এখন আসুন কিভাবে চালাবেন? অনেক মাধ্যম আছে চালানোর 😛 কিন্তু আমি আপনাকে সহজে দেখাব কিভাবে গুগল ক্রোম এর মাধ্যমে চালাতে পারবেন।

তাহলে শুরু করুন 😀 প্রথমে আপনার ক্রোম ওপেন করুন, তারপর সেটিংস থেকে  মোর টুলসে ক্লিক করে এক্সটেনশনে ক্লিক করুন। তারপর গেট মোর এক্সটেশনে ক্লিক করুন। তারপর সার্চ বক্সে এটা লিখুন Gom VPN - Bypass and unblock তারপর এই রকম  দেখতে পাবেন। এখন প্রথমে যেটা আসবে সেটার পাসে add to chorme লেখাতে ক্লিক করুন। অথবা সরাসরি এখান থেকে ডাউনলোড করুন  ।

এখন কিছু সময় অপেক্ষা করুন। তারপর আপনার ব্রাউজার এর পাশে Screenshot_237 ছোট আইকন  দেখতে পাবেন। এখন এই আইকনে ক্লিক করে আপনার জিমেইল একাউন্ট দিয়ে এক্সটেশনটা এক্টিভ করে নিন। তারপর দেখুন ম্যাজিক!

দেখুনতো এখন ৬টার Screenshot_238সময় আমি ফেসবুক চালাচ্ছি 😀 সো ইঞ্জয় ! আর যেকোন সমস্যা হলে টিউমেন্ট করুন অথবা আমার সাথে যোযাযোগ করুন

 আমার ওয়েবসাইট আমার ব্লগ  ।  ফেসবুক  আমাকে পাবেন

বিদ্রঃ তাড়াহুরা করে লিখেছি তাই অনেক বানান ভুল আছে (ক্ষমার দৃষ্টিতে দেখবেন)

কিভাবে মোবাইলে চালাবেন সেটা নিয়ে ও খুব শিগ্রই লিখব সাথে থাকুন 🙂

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ খুবই সুন্দর এবং সময় উপযোগী টিউন উপহার দেওয়ার জন্যে।