পদ্ধতি-১ :
বিঃ দ্রঃ এই মেথোড ব্যবহার করে আপনি RAR আর্কাইভের কেবল Numeric Password অর্থাৎ সংখ্যাবাচক পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার কাঙ্ক্ষিত রার আর্কাইভের পাসওয়ার্ডটি সংখ্যাবাচক তবে এই পদ্ধতিটি আপনার জন্য। আরও একটি কথা এই পদ্ধতিতে হ্যাক করতে হলে আপনার পিসিতে Winrar সেটাপ করা থাকতে হবে। আপনার কাছে Winrar না থাকলে নিচ থেকে ডাউনলোড করে নিন।
তাহলে চলুন শুরু করা যাক।
Step 1: Open The Notepad
এখানে গিয়ে নোটপ্যাড অপেন করুন- Start >>
Run >> Type ”Notepad” >>
Enter
Step 2: Paste The Codes
এবার নিচের কোডটি হুবহু কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন।
REM
REM Jubaer Ahmed Shakil
@echo off
color B
title Rar Password Cracker
mode con: cols=47 lines=20
copy "C:\Program Files\WinRAR\Unrar.exe"
SET PASS=0
SET TMP=TempFold
MD %TMP%
:RAR
cls
echo
echo GET DETAIL
echo echo.
SET/P "NAME=Enter File Name : "
IF "%NAME%"=="" goto NERROR
goto GPATH
:NERROR
echo
echo ERROR
echo
echo Sorry you can't leave it blank.
pause
goto RAR
:GPATH
SET/P "PATH=Enter Full Path : "
IF "%PATH%"=="" goto PERROR
goto NEXT
:PERROR
echo
echo ERROR
echo
echo Sorry you can't leave it blank.
pause
goto RAR
:NEXT
IF EXIST "%PATH%\%NAME%" GOTO SP
goto PATH
:PATH
cls
echo
echo ERROR
echo
echo Opppss File does not Exist..
pause
goto RAR
:SP
echo.
echo Generating Password...
echo.
:START
title Cracking Password...
SET /A PASS=%PASS%+1
echo %RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%
UNRAR E -INUL -P%PASS% "%PATH%\%NAME%" "%TMP%"
IF /I %ERRORLEVEL% EQU 0 GOTO FINISH
GOTO START
:FINISH
RD %TMP% /Q /S
Del "Unrar.exe"
cls
title Password Found
echo
echo CRACKED
echo
echo.
echo PASSWORD FOUND!
echo FILE = %NAME%
echo CRACKED PASSWORD = %PASS%
pause>NUL
exit
REM
Step 3: Save As Batch File
এবার ফাইলটি যেকোনো একটি নামে সেইভ করুন। তবে খেয়াল রাখবেন এক্সটেনশান যাতে .bat থাকে। যেমনঃ RarPassCracker.bat।
আপনি যদি কষ্ট করে ব্যাচ ফাইল তৈরি করতে না চান তাহলে এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিন। RarPassCracker.bat
Step 4: Run The Batch File
এবার তৈরি করা / ডাউনলোড করা ব্যাচ ফাইলটি রান করুন। তাহলে এরকম একটি পর্দা আসবে।
এখানে Enter File Name অংশে আপনার রার ফাইলটির নাম দিন এবং Enter Full Path এ রার ফাইলটির লোকেশন টাইপ করুন।
Step 5: Wait Some Times
এখন আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। সময় নির্ভর করবে রার আকর্াইভের সাইজের উপর।
কিছু সময় পর আপনার রার আর্কাইভের নামেরিক পাসওয়ার্ড দেখাবে।
☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼
পদ্ধতি-২:
এই পদ্ধতিতে আপনি সকল ধরনের পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন এবং এটি সকল ধরনের আর্কাইভের জন্য। তবে এর জন্য আপনাকে ধৈর্যের পরিক্ষা দিতে হবে।
Step 1 :
প্রথমেই আপনাকে একটি হ্যাকিং টুল ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন- AAPR Tool
Step 2 :
ডাউনলোড করা শেষ হলে সফটওয়ারটি ইনস্টল করুন এবং সিরিয়াল কী দিয়ে সফটওয়ারটিকে ফুল ভার্সন করে নিন।
Step 3 :
রার পাসওয়ার্ড হ্যাক করার জন্য প্রথমেই আপনাকে এটাকের ধরন নির্বাচন করতে হবে। নিম্নে বিভিন্ন ধরনের এটাকিং নিয়ে কিছু সংক্ষিপ্ত তথ্য বর্ণনা করা হল। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোন ধরনটি নির্বাচন করবেন।
♦ Brute-force : আপনি যদি মনেকরেন যে রার ফাইলে দেওয়া পাসওয়ার্ডটি ছোট তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই অপশনটি কেবল স্মল পাসওয়ার্ড হ্যাকের উপযোগী। তাই এই অপশনে সময়ও কম লাগে।
♦ Mask : আপনি যদি ধারণা করেন যে পাসওয়ার্ডটি হতে পারে একটি ইমেইল এড্রেস কিংবা একটি ওয়েবসাইটের ঠিকানা, তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। সাধারণত video file রার করার সময় অনেকে ওয়েবসাইট বা ইমেইল ঠিকানা ব্যবহার করে থাকেন।
♦ Dictionary : আপনি যদি রার ফাইলের পাসওয়ার্ডটি কি ধরনের হতে পারে তা ধারণা করতে না পারেন তাহলে এই অপশনটি আপনার জন্য। এই মোডটি সম্ভাব্য সকল ধরের পাসওয়ার্ড সার্চ করবে এবং যখনই কোনো একটি পাসওয়ার্ডটি মিলে যাবে তখনই আপনাকে পাসওয়ার্ডটি দেখাবে। এটা অনেকটা ডিকশনারির মতো।
Step 4 :
আপনি আপনার নিজের মতো করে সার্চিং মোড সাজিয়ে নিতে নিচের চেক বক্স গুলোকে চেক বা আনচাক করতে পারেন । তবে আপনি রিকমেন্ড করব যাতে আপনারা সবগুলো বক্সেই চেক দেন। কারণ পাসওয়ার্ডটি সরল নাও হতে পারে।
নোটঃ ডিকশনারি এটাকে এই অপশনগুলো আসবেনা।
Step 5 :
এখন আপনি যে রার ফাইলটির পাসওয়ার্ড হ্যাক করতে চান, সেটা সিলেক্ট করুন।
Step 6 :
৫ নং ধাপ সম্পন্ন হলে অটোমেটিক্যালি হ্যাকিং শুরু হয়ে যাবে। শুরু না হলে Start ক্লিক করুন।
এখন আপনাকে আপনার ধৈর্যের পরিক্ষা দিতে হবে। ধৈর্য ধরতে না পারলে নির্দিষ্ট সময়ের জন্য ঘুমিয়ে পড়ুন বা অন্য কোনো কাজ করুন।
Step 7 :
সফটওয়ারটি যখন পাসওয়ার্ডটি ধরতে পারবে তখন আপনাকে তা একটি পপ আপ ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেবে।
Step 8 :
পাসওয়ার্ড পেয়ে গেলে কী করবেন তা আর নাইবা বললাম।
আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই অবশ্য আমার কাছে আগে শুধু রার ফাইল এরটা ছিল এখন সব গুলাই হয়ে গেল