ব্রেকিং!!! অবশেষে আবিষ্কার হলো Wi-Fi পাসওয়ার্ড হ্যাকের পদ্ধতি

অনেক সাধনার পর খুঁজে পেলাম Wi-Fi হ্যাকের পদ্ধতি। এতদিন অনেকস্থান থেকে অনেক ধরনের পদ্ধতি পেয়েছি কিন্তু কোনটাই ভালোভাবে কাজ করেনি। কিন্তু এবার যে পদ্ধতিটা পেয়েছি সেটা একদম ১০০% কাজ করে!!

এইরকম যদি হয় আপনি কোন অফিসে বা স্থানে গিয়েছেন যেখানে আপনার ল্যাপটপে কর্তৃপক্ষ পাসওয়ার্ড সেট করে দিয়েছে কিন্তু আপনি জানেন না! বা আপনাকে দেয়া হয়নি সেই ক্ষেত্রে এই পদ্ধটিতি দারুন কাজ করে।

এক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে সেই ওয়াই ফাই নেটওয়ার্কের SSID টা জানতে হবে। আর এটা খুঁজে বের করা খুবই সহজ।

যেকোন ওয়াইফাই নেটওয়ার্কের যে নামটি থাকে তার শেষের ওয়ার্ড/সংখ্যাগুলো হচ্ছে তার SSID. এবার যেটা করতে হতে তা স্টেপ বাই স্টেপ ফলো করুনঃ

প্রথমে,

আপনার উইন্ডোজের RUN এ প্রবেশ করুন। Windows Button+R চাপলে রান এসে যাবে।

দ্বিতীয়ত,

আপনি সেখানে cmd টাইপ করে এডমিনিষ্ট্রেটর মুডে প্রবেশ করুন।

তৃতীয়ত,

সেখানে নিচের লেখাটুকু হুবহু টাইপ করুনঃ

netsh wlan show profile name=labnol key=clear

name=এখানে আপনার নেটওয়ার্কের SSID টাইপ করুন। তারপর এন্টার বাটন চাপুন

চতুর্থত,

সেখানে দেখুন আপনার ওয়াইফাই নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড শো করবে।

(যদি কোন কারনে পাসওয়ার্ড না শো করে তবে বুঝতে হবে আপনি CMD তে এডমিনিষ্ট্রেটর মুডে প্রবেশ করেননি।)

যদি কোন কারনে পদ্ধতিটি কাজ না করে তাহলে পূনরায় টিউনটি খুব মনযোগ সহকারে পড়ুন। তারপর ধাপে ধাপে খুব ঠান্ডা মাথায় স্টেপগুলো ফলো করুন। কোনভাবেই তাড়াহুড়ো করবেন না। বিশেষ করে খেয়াল রাখবেন RUN থেকে CMD যেন অবশ্যই অবশ্যই Administrator মুডে ওপেন করা হয়। তাহলে সব ঠিকঠাকভাবে কাজ করবে।

(বিদ্রঃ আপনি ওয়াইফাই কানেক্টেড না এইরকম নেটওয়ার্কের পাসওয়ার্ড হ্যাক করা কখনই সম্ভব নয়। আপনি একবার ভেবে দেখুন, আপনার ওয়াইফাই যদি অন্য একজন কোন পরিশ্রম ছাড়াই বা আপনাকে পে করা ছাড়াই ব্যবহার করে তখন আপনার মনে কেমন লাগবে??)

 

টিউনটি ভালো লাগলে ঘুরে আসতে পারেন >>>আমার ব্লগসাইট<<< থেকে

Level 0

আমি MAK আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বড়ভাই, Wi-Fi password হ্যাক করা মামার বাড়ির মুয়া নয় । জদি দুই ক্লিক করেই password বের করা যেত তাহলে মানুষ আর password ব্যবহার করত না ।

আমার কমেন্ট ডিলিট করচেহেন কেন? প্লিজ ভুয়া টিউন করবেন না।

Eita Just Save Kora Password Ber Kore.

পুরান পাগোলে ভাত পায়না নতুন পাগোলের আমদানি। যত্যসব……..

Level New

এই ডা তো দেখতাছি ছাগলও না। কিচ্ছু বুজেনা। এইডারেই কয়, “অল্প বিদ্যা ভয়ঙ্করি, জুতারে কয় আলমারি’ 🙂

    Level New

    সবাই একসাথে বল,

    “MAK আজাদ” এর ব্যান চাই ব্যান চাই
    এই tunar থাকলে জ্বলবে আগুন টেকটিওনএ 🙂

    আরও জুড়ে…

      ভাই, ম্যান ইজ মরটাল। মানুষ মাত্রই ভুল। যে ভুল করেনা তিনি স্বয়ং শয়তান। এমন করি চিল্লাইতেছেন যেন মনে হয় যুদ্ধাপরাধ করি ফালাইছি!!! আমার মনে হয় আপনার কোন ভুল হয়না 😉

        টিউনটি সংশোধন করে দেওয়া হইছে। আবার শুরু থেকে পড়েন। তাইলে বুঝবেন।

        পাগোল হয়ে গেছেন দাদা? ”যে ভুল করেনা তিনি স্বয়ং শয়তান” শয়তানের তো সবই ভুল। 🙂 🙂 🙂

বুঝলাম না টিউন টা এতবার শেয়ার হইলো কেমনে।

কে আবিস্কার করল???

ব্যান চাই, ব্যান চাই

Dur vi ato fajalami kn parle video tut den

dur vi ato fajlami kn parle video tut dia dehan

আপনার লেখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ

amr elakai nai

আপনি যেটা বলতে চাইছেন সেটা চমৎকার। মানে এমন একজনের পি সি তে বসে আছেন যেটা ওয়াইফাই সংযুক্ত।তাই উনাকে না জানিয়ে পাস বের করা।মজার বুদ্ধি।কিন্তু এইভাবে সবার কম্পিউটার এ তো সম্ভব না।

একজন প্রফেশনাল ফেসবুক হ্যাকার দরকার। হ্যাক করে দিতে পারলে তাকে পে করব। কেউ থেকে থাকলে আমাকে মেইল করুন [email protected] Facebook এ যোগাযোগ করতে চাইলে http://www.facebook.com/sakibul13, facebook এ যোগাযোগের আগে একটা poke করে নিবেন।

Bua tune.ban cai