আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন? অনেক দিন পর টেকটিউন্স এ লিখলাম! এখন টেকটিউন্স এর যে অবস্তা নাই বা বললাম! 😮 😮 যাই হক চলে যাচ্ছি মূল টিউনে!
আমরা যারা হ্যাকিং জিনিষটা বুজি বা কিছু জানি তারা প্রায় সবাই মিরর শ্বব্দ শুনে থাকি! অনেক মিরর মানে জানেন বুঝেন, কিন্তু যারা মিরর সম্পর্কে যানেন না তাদের জন্য আজকের আমার এই টিউন! 😮
মিরর কী? WHAT IS THE MIROR 😀 ?
মিরর শব্দের অর্থ হচ্ছে আয়না! আর হ্যাকিং এ এটা আয়না হিসবে ব্যাবহার করা হয়! অবাক হলেন? হ্যাকিঙ্গে আবার আয়না! হুম হ্যাকিঙ্গে আয়না বুঝিয়ে বলছি।
মনে করেন আপুনি রহিম কে মারলেন? (তখন কেও দেখল না) অতঃপর আপুনি মারার পর রহিম কিছু দিনের জন্য হসপিটাল ভর্তি হল 😯 ! তারপর সুস্ত হয়ে হসপিটাল থেকে বাড়ি চলে আসল! এখন আবার (রহিম) আপনার সামনে এসে হাজির হল 😮 ! আপুনি থাকে বললেন এই তকে মারলাম তুই আবার কি ভাবে সুস্ত হলে? সে বল্ল তুই আমায় আবার কখন মারলে? 🙄 তর কাছে প্রামান আছে? এই যে আপুনি রহিমকে মারলেন ! তারপর আবার সুস্ত হল ! এবং অস্বীকার করল ! এখন যদি আপনার কাছে প্রামান থাকত তাইলে সে অস্বীকার করত না! আর এই প্রামান থাকার বিষয় হল মিরর :p
এবার বলি হ্যাকিং এর উদাহরনে 😀
এখানে যে রহিমের কথা বলা হয়েছে এটা হল কোন ওয়েবসাইট :p আপুনি যে মারলেন এটা হল ওয়েবসাইট মারা ! তারপর হসপিটল এ ভর্তি এর মানে সাইট কিছু দিনের জন্য নষ্ট! তারপর আবার হস্পিটল থেকে বাড়ি ফিরা, মানে সাইট আবার সচল হওয়া! এবং আপনার সামনে আসা!
সমিকরন এই ধারায়ঃ আপুনি একটা সাইট হ্যাক করলেন! অতঃপর সাইট এর এডমিন সাইট টা রিকভার করে ফেল্ল! রিকভার করার পর আবার সাইট আপনার সামনে তখন আপুনি যে সাইট হ্যাক করেছেন তার প্রামান করার যায়গা হচ্চে মিরর ! আপুনি যদি সাইটটা হ্যাক করে মিরর করে ফেলেন তাইলে এটা আপনার প্রামান হিসবে থাকবে :p
উদাহরনঃ- http://westendaliceville.com/ এই সাইট টা আমি হ্যাক করেছি! এখন সাইটের এডমিন রিকবার করে ফেলেছে! এখন কি আপনারা তা বিশ্বাস করবেন? বলবেন সাইট তো টিক আছে হ্যাক হল কিভাবে? আর আমি সাইট এর মিরর করেছি এই লিংক এ ক্লিক করুন
এবং দেখেন সাইট টা আমি হ্যাক করেছি তার প্রামান ! 😀
আশা করি মিরর জিনিষটা কি এখন বুজতে পেরেছেন? এক কথায় হ্যাকিং এর প্রামান মিরর :p
এখন বিশ্বের কিছু টপ মিরর সাইট এর লিস্টঃ-
➡ http://www.mirror-zone.org
➡ http://www.zone-hack.com
➡ http://www.zone-hc.com
➡ http://www.arab-zone.net
➡ http://www.hack-mirror.com
উত্তরঃ এইগুলার মধ্যে http://www.zone-h.org এই সাইটটির সাইটের মিররের মান বেশী ।বছরে একটি সাইট কেবল একবারই মিরর করা যায় । এর মানে এক বছরের মধ্যে অন্য কেউ মিরর করে রাখলে আপনি আর মিরর করতে পারবেন না ।একটি সাইট মোট বারো বার মিরর করা যায় ।
সরকারী ও গুরুত্বপূর্ন সাইট মিররে একটি স্টার (*) পাওয়া যায় ।
প্রথম মিরর সাইটে প্রবেশ করুন (যেমন http://www.zone-h.org) তারপর notify এ ক্লিক করুন । যদই এক সাথে কয়েকটি সাইট মিরর করতে চান তাইলে mass এ ক্লিক করুন। এরপর Notifier : বক্সে যে নামে notify করতে চান সে নাম দিন ।
এরপর Domain: এ আপনার ডিফেস পেজের লিংক টি দিন । এরপরের দুটি বক্স হল হ্যাকিং এর মেথড এবং হ্যাকিং এর কারন । এ দুটি আপনার ইচ্ছা মত দিন । এরপর send বাটনে চাপুন । না বুজলে নিচের চিত্র দেখেন
সব কিছু টিক থাকলে ok দেখাবে । আর ভুল অর্থাৎ যদি এই বছরে কেও মিরর করে জানিয়ে দেওয়া হবে :p এখন আপনার মিরর লিংক পেতে হলে onhold এ যেতে হবে :p
আশা করি এখন মিরর জিনিষটা কি বুজতে পেরেছেন? তবুও যদি না বুজেন আমি আছি ফেসবুক 😀
সময় পেলে আমার ইউটিউব চ্যনেল গুরে আসবেন আর হ্যা অবশ্যই Subscription করবেন। আমাদের হ্যাকিং গ্রুপ জয়েন করতে পারেন ফ্যান পেইজ !! ।
খেলাধুলার খবর এবং লাইভ খেলা দেখতে এই সাইট দেখতে পারেন (কাজ চলতেছে!) ফেসবুক ফ্যান পেইজ 😯 স্পোর্টস নিউজ ২৪ !
ভাল থাকবেন আপুনি! ভাল রাখবেন আপনার পাশের মানুষ গুলা কে !! আপনি যদি সিলেট ই হন তা হলে মেসেজ এ একটু জানবেন!
বিদায়ঃ-
আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম। ভাল হয়েছে।