আসসালামুয়ালাইকুম,
(বি.দ্র.:- এগুলা সব শিক্ষণীয় বিষয়।আপনারা এসব জ্ঞান কিসে ব্যবহার করবেন তার জন্য আমি কখনই দায়ী থাকবনা।ধন্যবাদ)
#####যারা স্ক্রিপ্ট কিংবা ওয়ার্ডলিস্ট একটু হলেও বুঝেন তারা এই টিউন খুব সহজেই বুঝতে পারবেন#####
আশা করি আপনারা সবাই ভাল আছেন।সকাল সকাল ঘুম ঘুম চোখে আপনাদের জন্য আরেকটি টিউন লিখতে বসে গেলাম
অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ভাইয়া আমার আইডি বার বার হ্যাক হচ্ছে,কিন্তু আমি তো কোন লিঙ্কে ক্লিক করিনা।তাহলে আমার আইডি হ্যাক হচ্ছে কেন?
এর কয়েকটি কারণ থাকতে পারে,তার মধ্যে একটি হলে ব্রুট ফোর্স। এর বাংলা করলে সহজেই দাঁড়ায় জোর করা :-p
সবাই ভাবেন যে ব্রুট ফোর্স কাজ করেনা।কিন্তু একজন হ্যাকার যদি আপনাকে টার্গেট করেই ফেলে সে এটাও করবে।কারণ ব্রুট ফোর্স সময় সাপেক্ষ হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা উপায় কোন ওয়েবসাইট,কম্পিউটার কিংবা কোন আইডি হ্যাক করতে
যদিও ইন্টারনেট ঘাঁটলে আমরা যেসব উপায় পাই তার ৯৯% থাকে ভুয়া।দেখা যায় ফেসবুক আপনাকে ব্লক করে ফেলে -_-
তবে আপনাদের জন্য এমন একটা সিস্টেম এবার নিয়ে এসেছি যেখানে এই চিন্তা নেই :-p
এইযে নিন আজকে টিউটোরিয়ালটি, আশা করি আপনাদের ভাল লাগবে ঃ- https://www.youtube.com/watch?v=Gz4iwddNI5E
আর এটি হল স্ক্রিপ্ট ঃ- http://pastebin.com/fXN3baSq
নিজের আইডিটাকেই কুরবানি করে দিয়েছি :3 যাক আপনাদের সুবিধার্থে এগুলো করতেও সমস্যা নেই 😀
আর এই আক্রমণের থেকে বাঁচতে চাইলে ২ স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ করলেই হবে 🙂
আমাকে চাইলে এফবিতে ফলো করতে পারেন এই লিঙ্কে গিয়ে হাসান শাহরিয়ার অথবা আমার ইউটিউব লিঙ্ক তো আছেই 😀
তো আশা করি ভাল থাকবেন।আজকের জন্য বিদায়
আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...
আপনি কোন প্রোগামে এটা করেছেন সেটা কিন্তু উল্লেখ করেন নি। এটা কি পাইথনে করা নাকি অন্য যায়গা ?