আসুন একদম প্রথম এবং প্রাথমিক পর্যায় থেকে আমরা ওয়েব সিকিউরিটি ও হ্যাকিং এর ব্যাপারে জানি (পর্ব ১)

আসসালামুয়ালাইকুম,

(বি.দ্র.:- এগুলা সব শিক্ষণীয় বিষয়।আপনারা এসব জ্ঞান কিসে ব্যবহার করবেন তার জন্য আমি কখনই দায়ী থাকবনা।ধন্যবাদ)

আশা করি আপনারা সবাই ভাল আছেন। "প্রোজেক্ট বিশ্ববিদ্যালয়:- bisshobiddaloy.blogspot.com" মুছে ফেলার পর অনেকেই প্রশ্ন করেছিল আমি কেন এমন করেছিলাম।বিভিন্ন সমস্যার দরুন করতে বাধ্য হয়েছিলাম।এবার টেকটিউনসে রেজিস্টার করার সুযোগ পেয়ে ভাবলাম এখানেই তবে কাজ শুরু করে দেই 😀

আবারও ফিরে এসেছি আপানদের মাঝে।তবে এবার আরও নতুন ভাবে।আশা করি আপনাদের সমর্থন থাকবে সবসময়

আমাদের সকলেই এখন টেকনোলজির সাথে জড়িত।

প্রতিটা জিনিষেরই নেগেটিভ সাইড থাকে।সুতরাং নিয়ম অনুযায়ী এরও একটা নেগেটিভ সাইড আছে।আমরা প্রায় সময়ই শুনি অমুকের আইডি হ্যাক হচ্ছে, অমুকের ওয়েবসাইট হ্যাক হচ্ছে বার বার। তো কেন এমন হচ্ছে?

আমরা যতই ওয়েবসাইট ডেভেলপ করি না কেন অথবা নিজেদের টেকনোলজির উপর যতটাই পটু মনে করিনা কেন,আমরা যেই উইন্ডোজ চালাই তাও কিন্তু হ্যাকারদেরই কারণে।কিভাবে?নতুবা এই ১৫০০০ টাকার উইন্ডোজ আমরা ৬০টাকার ডিভিডিতে পেতাম না।

তো অবশ্যই তারা আমাদের থেকে এই বিষয়ে আরও পটু।

মানুষ স্বভাবতই আলসেমি করতে পছন্দ করে।যার কারণে মাঝে মাঝে আমাদের ওয়েবসাইটের কিছু কিছু সিম্পল জিনিষ আমরা রেখে দেই।ভাবি যে এগুলা থাকলে কিছুই হবেনা।কিন্তু শেয়ালের মত কিছু মানুষ থাকে যারা কিনা সব সময় এসবের অপেক্ষাতেই থাকে।তো তাদের থেকে বাঁচতে হলে আপনারও জানতে হবে তারা কি করে ভাবে, কেমন করে কাজ করে।একমাত্র তখনই আপনি বুঝবেন তারা কি করে কাজ করে, কি করে আপনার ওয়েবসাইটের ত্রুটি বের করে।এমনকি এটা আপনার আইডি হ্যাকের কারণও হয়ে দাঁড়াতে পারে।তো চলুন আমরা একটা লেকচার শুনে নেই :p আপনারা সবাই জানেন আমি লেকচার দিতেই পছন্দ করি লেখার থেকে :p

আজকে আমরা জানবো হ্যাকিং এর ব্যাপারে,এর ইতিহাস,এর ধরন ইত্যাদির ব্যাপারে

অনেকদিন পর দিচ্ছি।কোন ভুল বা সমস্যা থাকলে দয়া করে জানাবেন 🙂

ভিডিও লিঙ্ক ঃ- https://www.youtube.com/watch?v=2YBldVqh89s

কোন প্রশ্ন থাকলে টিউমেন্টে অথবা ইউটিউবে অথবা ফেসবুকে নক করতে পারেন, আমার ফেসবুক আইডি ঃ- হাসান শাহরিয়ার

Level New

আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dhonnobad bhaia..

ধন্যবাদ দিলাম ১.৫দিন পর আপনার টিউন অনেক কষ্টে খুজে বের করে যাতে নিরুৎসাহিত না হন। আশা করি নিরাশ না হয়ে টিউন চালিয়ে যাবেন। সঙ্গে আছি।

    হাহাহাহাহা । মজা পেলাম ভাই । নিউ আইডি তো।এখন ভিউ না হলেও আমি অবাক হব না :p

আরো চাই ভাই, আরো চাই

ভাইয়া আপনার বিশ্ববিদ্যালয় ব্লগের লিংকটা দেন প্লিজ